Answer

নারীর ক্ষমতায়নে NGO দের ইতিবাচক দিক সংক্ষেপে আলোচনা কর।

অথবা, নারীর ক্ষমতায়নে NGO দের সুফল সংক্ষেপে আলোচনা কর।
অথবা, নারীর ক্ষমতায়নের NGO এর ইতিবাচক দিক সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, নারীর ক্ষমতায়নে NGO এর সুফল তুলে ধর।
অথবা, নারীর ক্ষমতায়নে NGO এর সুফল বর্ণনা কর।
উত্তর ভূমিকা :
পুঁজিবাদী সমাজকাঠামো নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বেশ খানিকটা পরিবর্তন এনেছে। নারীদেরকে কিভাবে ক্ষমতার মূল স্রোতধারায় নিয়ে আসা যায়, সে লক্ষ্যে পৃথিবীর সর্বত্রই কাজ শুরু হয়েছে। নারীর ক্ষমতা উন্নয়নে বিভিন্ন বেসরকারি সংস্থাও সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে। এসব সংস্থাগুলো নারীদেরকে Income
generating source হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
ইতিবাচক দিক : অনেক গবেষক (Nabel (1994), Mizan (1994), Wahid 1993, Mahbub (1984)) ব্যক্তিগত, পারিবারিক এবং সমাজজীবনে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ইতিবাচক দিক তুলে ধরেছেন। এখানে মনে করা হয় যে, ক্ষুদ্র ঋণ নারীদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করে, তাদের সামাজিক মর্যাদাকে বাড়িয়ে দেয়। অনেকে
আবার মনে করেন যে, এর ফলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ কার্যে মহিলারা তাদের ভূমিকা রাখতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। কেননা, মহিলারা উপার্জন এবং তা পরিবারের কল্যাণে ব্যয় করে বলে তাদের মধ্যে এক ধরনের কর্তৃত্ব সুলভ মনোভাব জন্ম নেয় এবং বাকি সবাই তা স্বাভাবিকভাবেই মেনে নিতে থাকে। আবার দেখা যায়, যারা ক্ষুদ্রঋণ এর সাথে জড়িত তাদের সন্তান গ্রহণের হার কম থাকে। কারণ, তাদের কাজকর্ম কেবল গৃহস্থালীর কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর বাইরেও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রচুর সময় ব্যয় করতে হয়। যার কারণে সন্তান প্রতিপালনে খুব বেশি সময় তারা দিতে পারে না। এছাড়া কম সন্তানকে ভালোভাবে গড়ে তোলাই থাকে তাদের লক্ষ্য। ক্ষুদ্রঋণ প্রকল্পে ইতিবাচক দিকগুলোর মধ্যে আরেকটি হলো নারী শিক্ষার হার বৃদ্ধি। কেননা, পুরুষের পাশাপাশি নারীরাও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি পায়। যার ফলে পূর্বে যেসব পরিবার দরিদ্র্যতার জন্য মেয়ে শিশুদের লেখাপড়া করাতে পারেনি তাদেরকে এখন এ ব্যাপারে বেশ উৎসাহী হতে দেখা যায়
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে NGO সমূহ বেশ ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। তবে কিছু কিছু NGO দ্বারা আবার সহজ সরল মানুষেরা হচ্ছে প্রতারিত। তাই সার্বিক উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে সরকারকে এ ধরনের NGOগুলোর অপ-তৎপরতাবদ্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং দারিদ্র্য বিমোচনে তারা যাতে আরো সক্ষমতার পরিচয় দিতে পারে সে ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!