নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কী কী?

অথবা, নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, নারীর ক্ষমতায়নে সমস্যাসমূহ কী কী?
অথবা, নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা কী কী?
অথবা, নারীর ক্ষমতায়নের প্রতিকূলতা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
সাম্প্রতিক কালের উন্নয়ন ভাবনায় বৃহত্তর জনগোষ্ঠী তথা বিত্তহীন জনগোষ্ঠীর ক্ষমতায়নের প্রশ্নটি বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে। এক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য জাতীয় উন্নয়নের ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সমতার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের
অধিকার মর্যাদার সমতা সৃষ্টির ক্ষেত্রে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিশেষ ভূমিকা পালন করে।
নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ : নারীর ক্ষমতায়নের বাধাসমূহ সংক্ষেপে আলোচনা করা হলো :
১. পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব : কিছু প্রগতিশীল ও অগ্রসর চিন্তার অধিকারী ব্যক্তি ছাড়া নারীদের প্রতি পুরুষদের এমনকি এক শ্রেণির নারীর দৃষ্টিভঙ্গিতে এখনো পরিবর্তন আসেনি। ফলে তা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের মনোভাব বা আচরণে প্রকাশ পাচ্ছে। নারীর ক্ষমতায়নে অনেকেই প্রচণ্ড বিরোধিতা করে। আসলে এসব হচ্ছে, পুরুষতান্ত্রিক রুগ্ন মানসিকতার বহিঃপ্রকাশ।
২. মৌলবাদ : একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট যে, মৌলবাদী শক্তিসমূহ সবসময় প্রগতিশীল চিন্তাচেতনা, মুক্তবুদ্ধির চর্চা ও নারী স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, যা সাম্প্রতিক কালে বেশ বেড়েছে। মৌলবাদীরা কখনো কোনো প্রগতিশীল পরিবর্তনকে মেনে নেয় না। আর এ মৌলবাদের কারণে নারীরা রাজনৈতিক ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।
৩. নিরাপত্তাহীনতা : নারীর ক্ষমতায়নের পথে প্রতিবন্ধক হিসেবে বিদ্যমান নারীর গতিশীলতা বিরোধী সংস্কৃতি ও বিদ্বেষমূলক ধারণার দাপট তো আছেই। তার সাথে আছে নারীর নিরাপত্তাহীনতা। নিরাপত্তা পাওয়া ও নারীর চলাফেরার অধিকার যদিও বা আমাদের দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার কিন্তু তা ব্যবহারের সুযোগ যে কত সংকুচিত তা
একমাত্র ভুক্তভোগীরাই সঠিকভাবে উপলব্ধি করতে পারে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, বাঙালি নারীসমাজ সে অবরোধ যুগ থেকে জাগরণের যুগ বেয়ে আত্মপ্রতিষ্ঠার যুগে প্রবেশ করেছে এ কথাটা যেমনি সত্য তার চেয়ে বেশি সত্য নারীরা আজও পুরুষদের অধস্তন পর্যায়ে আছে। অর্থাৎ নারী ক্ষমতায়নের বাধার ক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজ, কাঠামো এবং দৃষ্টিভঙ্গি ও মনোভাব প্রধানত দায়ী ।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*