দেনমোহর কী?
অথবা, দেনমোহর বলতে কী বুঝ?
অথবা, দেনমোহর কাকে বলে?
অথবা, দেনমোহর সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর।
অথবা, দেনমোহর সম্পর্কে যা জান লিখ।
অথবা, মোহরানা বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : নারীর প্রতি সম্মান ও মর্যাদা আরোপের যে বিধানাবলি ইসলাম দান করেছে তার অন্যতম একটি অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক বিধান হলো দেনমোহর বা মোহরানা। যা ইসলাম ধর্ম মতে নারীকে বিশেষ সম্মানের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। মোহরানা হচ্ছে বিবাহের সময় স্বামী কর্তৃক প্রদত্ত অর্থ বা সম্পত্তি। আর এ দেনমোহর প্রদানে স্বামী আইনত বাধ্য। এই দেনমোহর না পাওয়া পর্যন্ত স্ত্রী তার দাম্পত্য সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারে। এক্ষেত্রে স্বামীর কিছুই করার নেই। এমনকি দেনমোহর নগদ বা দাম্পত্য সম্পর্ক স্থাপনের পূর্বে প্রদান না করলে স্ত্রীকে তা ক্ষমা করার অধিকারও দেয়া হয়নি। স্বামী যদি স্ত্রীকে মোহরানার অতিরিক্ত অলংকার, অর্থ, সম্পদ ইত্যাদি প্রদান করে থাকে তবুও তা দেনমোহর বলে বিবেচিত হয় না এবং স্বামী এগুলো ফেরত নিতে পারে না। তাই মোহরানা নারীর অর্থনৈতিক নিরাপত্তা বিধানের জন্য একটি৷ অধিকার । পবিত্র কুরআনে বলা হয়েছে, “আর তোমরা স্ত্রীকে তাদের মোহরানা স্বতঃস্ফূর্ত হয়ে প্রদান করবে। যদি তারা (নারীগণ) সন্তুষ্ট চিত্তে মোহরানার আংশিক ছাড় দেয়, তাহলে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে।” (সূরা নিসাঃ আয়াত ৪) এভাবে ইসলাম মোহরানার মাধ্যমে নারীর মর্যাদা, সম্মান ও অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করেছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ধর্মীয় তথা ইসলামি দৃষ্টিকোণ থেকে সমাজে নারী সম্মান ও মর্যাদা বৃদ্ধি করছে।