ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা বিষয়ঃ ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসায় পরিচিতি ১১২৬০১ রকেট সাজেশন ৯০%কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-SWOT, FBCCI, SEC, GPS, SAARC, SAPTA, GATT, EPZ, TCB.
উঃ SWOT-এর পূর্ণরূপ হলো- S = Strengths; W = Weakness; ওT = Threats. Opportunities
FBCCI এর পূর্ণরূপ হলো- The Federation of Bangladesh Chamber of Commerce and Industry.
SEC-এর পূর্ণরূপ হলো- Securities and Exchange Commission.
GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System preference.
SAARC এর পূর্ণরূপ হলো- South Asian Association for Regional Co-Operation.
SAPTA-এর পূর্ণরূপ হলো- South Asian Preferential Trade Agreement.
GATT-এর পূর্ণরূপ হলো-General Agreement on Tariffs and Trade.
EPZ শব্দের পূর্ণরূপ হলো-Export Processing Zone. (আন্তজাতিক মুদ্রা তহবিল)।
TCB-এর পূর্ণরূপ হলো-Trading Corporation of Bangladesh.
২। শিল্প কি?
উঃ যে কার্য প্রচেষ্টার বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এর উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।
৩। সেবা শিল্প বলতে কি বুঝায়?
উঃ যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা শিল্প বলে।
৪। ব্যবসায়ের সমীকরণটি লিখ। .
উঃ Β-ΣΙΣET+ZAT। যেখানে B = Business; I = Industry: T Trade, AT=Auxiliaries to Trade.
৫। প্রজনন শিল্প বলতে কি বুঝ?
উঃ যে শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী কোনোরূপ প্রক্রিয়াজাতকরণ ছাড়াই পরবর্তী উৎপাদনে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে।
৬। পণ্য বিনিময় কি?
উঃ উৎপাদিত দ্রব্য বা সেবা উৎপাদনকারীর নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পৌছানোর ক্ষেত্রে যে ব্যক্তিগত বাধার সৃষ্টি হয় তা অপসারণ করে দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে।
৭। ব্যবসায়ের অবস্থান কি?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে অবস্থিত বা যে বিশেষ
স্থানে গড়ে উঠেছে তাকে ব্যবসায়ের অবস্থান বলে।-
৮। ব্যবসায় মূল্যবোধ কী?
উঃ যেসব মৌলিক আদর্শ বা মানদণ্ড একজন ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসায় পথ নির্দেশনা দেয় তাকে ব্যবসায় মূল্যবোধ বলে।
৯। ব্যবসায় পরিবেশ কি?
উঃ যে সব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ের কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তার সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয়।
১০। কার্য পরিবেশ কাকে বলে?
উঃ বাইরের যে সকল পক্ষ ব্যবসায়ের কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে
পরিবেশ গড়ে উঠে তাকে কার্য পরিবেশ বলে।
১১। SWOT বিশ্লেষণ কী?
উঃ SWOT বিশ্লেষণ হলো কৌশলগত পরিকল্পনা যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণের আধুনিক পদ্ধতি।
১২। ব্যবসায়ের সংজ্ঞা দাও।
উঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী বা সেবার উৎপাদন ও বিনিময়ের লক্ষ্যে সংগঠিত সকল কার্যাবলিকে ব্যবসায় বলা হয়।
১৩। বাহ্যিক পরিবেশ কী?
উঃ বাহ্যিক যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়ের কার্যাবলিকে প্রভাবিত করে সেগুলোর সমষ্টিকে বাহ্যিক পরিবেশ বলে।
১৪। রাষ্ট্রীয় ব্যবসায় কী?
উঃ যে ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
১৫। রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী?
উঃ রাষ্ট্রীয় কারবারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কারবারের কর্মরত শ্রমিক কর্মী হতে শুরু করে ক্রেতা সাধারণসহ বৃহত্তর জনগোষ্ঠির কল্যাণ সাধন করা।
১৬। অংশীদারি চুক্তিপত্র বলতে কী বুঝায়?
উঃ অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য যে চুক্তি প্রণয়ন করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।
১৭। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কে?
উঃ যে অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং লাভ লোকসানে অংশ গ্রহণ করে কিন্তু ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে।
১৮। কর্মী অংশীদার কে?
উঃ যে অংশীদার মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময়ে অংশীদারের মর্যাদা লাভ করে এবং চুক্তিমতে মুনাফার অংশ ভোগ করে তাকে কর্মী অংশীদার বলে।।
১৯। সীমিত অংশীদার কে?
উঃ চুক্তি অনুযায়ী ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইনগতভাবে সকল অংশীদারের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসেবে গ্রহণ করা হলে সেক্ষেত্রে অনুরূপ অংশীদারকে সীমিত অংশীদার বলে।
২০। সক্রিয় অংশীদার কাকে বলে?
উঃ অংশীদারি ব্যবসায়ের মালিকদের মধ্যে যারা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় নিজে অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে।
২১। প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে?
উঃ সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন সদস্য
নিয়ে শেয়ার দ্বারা গঠিত ব্যবসায়কে প্রাইভেট লিমিটেড
কোম্পানি বলে।
২২। পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?
উঃ সর্বনিম্ন ৭ জন আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সদস্য নিয়ে গঠিত ব্যবসায়কে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
২৩। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝায়?
উঃ কোম্পানির আইনগত সত্তা যা কোম্পানির সদস্যদের থেকে পৃথক এবং একটি স্বতন্ত্র অস্তিত্বে বিদ্যমান থাকে তাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।
২৪। ঋণপত্র কী?
উঃ ঋণপত্র হচ্ছে একটি ঋণের দলিল যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণগ্রহণ করে এবং নির্দিষ্ট সময়ান্তে তা পরিশোধে অঙ্গীকার ব্যক্ত করে থাকে।
২৫। বিবরণপত্র কি?
উঃ কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে যে দলিল বিলি করে থাকে তাকে বিবরণপত্র বলে।
২৬। ব্যবস্থাপনা প্রতিনিধি কী?
উঃকোম্পানির পরিচালনা পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা, কার্য পরিচলনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয়।
২৭। হোল্ডিং কোম্পানি কী?
উঃ যে কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার ক্রয় করে তার পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে।
২৮। শেয়ার বাজার বলতে কি বুঝ?
উঃ যে আর্থিক সমিতি বা সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র বেচাকেনা করা হয়, তাকে শেয়ার বাজার বলে।
২৯। সমবায় সমিতি কাকে বলে?
উঃ কোনো দেশের বা অঞ্চলের ব্যবসায়ী ও শিল্পপতিরা তাদের ব্যবসায় সংক্রান্ত স্বার্থে অর্থাৎ ব্যবসায়ের সকল বাধাসমূহ দূর করে সমৃদ্ধি অর্জন করার জন্য যে সংঘ গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।
৩০। উৎপাদক সমবায় সমিতি কী?
উঃ যখন কোনো ক্ষুদ্র শিল্পের মালিক ও শ্রমিকগণ সমবায়ের মাধ্যমে বৃহৎ উৎপাদনের সুবিধাদি ভোগ করার জন্য সমিতি গঠন করে তখন তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
৩১। বণিক সভা কাকে বলে?
উঃ দেশের কোন একটি অঞ্চলের বা সমগ্র দেশের শিল্পোদ্যোক্তা বা ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়েরর উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে যে সংগঠন গড়ে তোলে তাকে বণিক সভা বা বণিক সমিতি বলে।
৩২। বিশ্বায়ন কিঃ
উঃ আধুনিক ব্যবসায় জগতে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা অঞ্চল ও দেশ হিসেবে গণ্য করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করাই হলো বিশ্বায়ন।
৩৩। বাণিজ্য নীতি কি?
উঃ দেশের বৈদেশিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে তাকে বাণিজ্য নীতি বলে।
৩৪। প্রভবলেখ কি?
উঃ প্রভবলেখ হলো পণ্যের উৎপত্তি স্থলের প্রমাণপত্র। রপ্তানিকারক পণ্যের উৎপত্তি স্থল সম্পর্কে যে ঘোষণাপত্র প্রদান করে তাকে প্রভবলেখ বলে।
৩৫। স্টক বলতে কি বুঝায়?
উঃ পূর্ণ আদায়ীকৃত শেয়ার মূলধনকে সুবিধা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলে তাকে স্টক বলে।
৩৬। প্রত্যয়পত্র কাকে বলে?
উঃ যে পত্রে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানি পণ্যের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে তাকে প্রত্যয়পত্র বলে।
৩৭। নৌ-ভাটক পত্র কি?
উঃ আমদানিকারকদের নিকট পণ্য প্রেরণের জন্য রপ্তানিকারক এবং জাহাজ কর্তৃপক্ষের মধ্যে সম্পূর্ণ জাহাজ অথবা জাহাজের অংশ বিশেষ ভাড়া দেওয়ার জন্য যে চুক্তি সম্পাদিত হয় তাকে নৌ-ডাটক পত্র বলে।
৩৮। পুনঃরপ্তানি কাকে বলে?
উঃ এক দেশ হতে পণ্য দ্রব্যাদি আমদানি করে অধিক মুনাফার আশায় পুনরায় অন্য কোনো দেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে।
৩৯। বিনিময় বিল কি?
উঃ যে দলিলে রপ্তানিকারক নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে প্রাপককে অথবা তার নির্দেশনা মোতাবেক অন্য কোনো ব্যক্তিকে পরিশোধের জন্য আমদানিকারককে শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে বিনিময় বিল বলে।
৪০। যৌথমূলধনী কোম্পানি কাকে বলে?
উঃ অর্থ উপার্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি : যৌথভাবে মূলধন সরবরাহ করে স্বেচ্ছায় আইনের ধারামতে পৃথক ও কৃত্রিম সত্তাবিশিষ্ট যে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে তাকে যৌথমূলধনী কোম্পানি বলে।
৪১। বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম লিখ।
উঃ বাংলাদেশ বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম হলো- ১. বাংলাদেশ রেলওয়ে; ২. সড়ক পরিবহন সংস্থা; ৩. সুগার মিলস্ কর্পোরেশন; ৪. জুট মিলস্ কর্পোরেশন; ৫. নৌ পরিবহন সংস্থা; ৬. বাংলাদেশ বিমান ইত্যাদি।
৪২। রাজনৈতিক পরিবেশ কি?
উঃ দেশের সরকারের স্থিতিশীলতা, রাজনৈতিক চিন্ত 1-চেতনা, রাজনৈতিক দর্শন, রাজনীতিবিদদের আচরণ ইত্যাদি উপাদান নিয়েই যে পরিবেশ গঠিত হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
৪৩। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ?
উঃ যে সামাজিক সচেতনতা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যাবলিতে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলা হয়।
৪৪। ব্যবসায়ের কাম্য আয়তন কি?
উঃ ব্যবসায়ের এমন ধরনের স্তর বা পর্যায় যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনার ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় যার প্রক্রিয়াকে ব্যবসায়ের কাম্য আয়তন বলে।
৪৫। CCI কাকে বলে?
উঃ কোনো দেশের বা নির্দিষ্ট এলাকার ব্যবসায়ী ও শিল্পপতিরা যৌথ প্রচেষ্টায় তাদের ব্যবসায়ীক উন্নয়নের উদ্দেশ্যে নিজেদের ইচ্ছায় একত্রিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে CCI বা শিল্প ও বণিক সভা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর। ১০০%
২। একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ কি কি? ১০০%
৩। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ বর্ণনা কর। ১০০%
৪। “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি”-ব্যাখ্যা কর। ১০০%
৫। রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
৬। রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ কর। ১০০%
৭। অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ বিবৃত কর। ১০০%
৮। ব্যবসায়ের মৌলিক উপাদানসহ বর্ণনা কর। ১০০%
৯। উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
১০। সাপট চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা কর। ১০০%
১১। টিসিবি-এর কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১২। তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে? ৯৯%
১৩। শেয়ার ও ঋণপত্র বলতে কী বুঝায়? শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৪। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৫। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বলতে কী বুঝ? সমবায় নীতিমালা লিখ।৯৯%
১৬। বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৭। SWOT বিশ্লেষণের ধারণা বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ব্যবসায় কী? পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর। ১০০%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা আলোচনা কর। ১০০%
২। (ক) ব্যবসায় সংগঠনের দক্ষতা বিচারের সূচকসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) ব্যবসায় সংগঠনের দক্ষতা কী? একমালিকানা ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) অংশীদারি ব্যবসায় কী? অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর। ১০০%
৪। (ক) রাষ্ট্রীয় ব্যবসায় কী? রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। ১০০%
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের বিদ্যমান সমস্যাবলি উল্লেখ কর। ১০০%
৫। (ক) কোম্পানি ব্যবসায়ের কী? কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) স্মারকলিপি কী? সংঘবিধি বা পরিমেল নিয়মাবলির বিষয়বস্তু বর্ণনা কর। ১০০%
৬। (ক) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠনের উদ্দেশ্য লিখ। ১০০%
(খ) রপ্তানি উন্নয়ন ব্যুরো কী? রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। (ক) অংশীদারি চুক্তিপত্র কী? ১০০%
(খ) অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা কর। ১০০%
৮। (ক) ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কী? ব্যবসায়ের কার্যাবলি বর্ণনা কর। ১০০%
(খ) উদ্যোক্তা কে? ব্যবসায়ের সামাজিক দায়িত্বসমূহ আলোচনা কর। ১০০%
৯। (ক) কোম্পানির বিলোপসাধন কী? ৯৯%
(খ) কোম্পানির বিলোপসাধন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১০। (ক) বণিক সভার উদ্দেশ্যসমূহ বিবৃত কর। ৯৯%
(খ) বণিক সভার কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১১। (ক) বিশ্বায়ন বলতে কী বুঝায়? বিশ্বায়নের “দশ সত্য” আলোচনা কর। ৯৯%
(খ) বিশ্ব বাণিজ্য সংস্থা কী? বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ৯৯%
১২। (ক) বৈদেশিক বাণিজ্য বলতে কী বুঝায়?৯৯%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা লিখ। ৯৯%
১৩। (ক) রপ্তানি ব্যবসায় কী? ৯৯%
(খ) ব্যবসায়ের অবস্থান কি? বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১৪। (ক) ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ কি? বাণিজ্য ও শিল্পের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ৯৯%
১৫। (ক) যৌথমূলধনী কোম্পানির অবসায়ন বলতে কি বুঝায়? ৯৯%%
(খ) যৌথমূলধনী কোম্পানির বাধ্যতামূলক অবসায়ন পদ্ধতি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*