ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জরায়ুজ অঙ্কুরোদগম কী ?
উঃ উদ্ভিদে সংযুক্ত অবস্থাতেই যেসব উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে চারা উৎপন্ন করে তাকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে । এটা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অভিযোজনগত বৈশিষ্ট্য ।
২। PPLO এর পূর্ণরূপ লিখ । WWF- এর পূর্ণনাম লিখ ।
উঃ
৩। মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে ?
উঃ যে দীর্ঘ ও জটিল ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে ।
৪। ইকোলজিক্যাল পিরামিড কী ?
উঃ বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সমন্বিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে ।
৫। জনসংখ্যা বিস্ফোরণের সংজ্ঞা দাও ।
উঃ জনসংখ্যা অতিশয় দ্রুত বৃদ্ধি পেলে তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে।
৬। বায়োম কী ?
উঃ প্রধানত বিশেষ জলবায়ু কর্তৃক নিয়ন্ত্রিত ও সৃষ্ট এবং বিশেষ ভেজিটেশন ও গণ হিসেবে সঞ্চারিত পৃথিবী বা মহাদেশ ভিত্তিক Ecosystem অঞ্চলকে বায়োম বলে । যেমন- চিরহরিৎ অরণ্যের বায়োম ।
৭। এক্স – সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও ।
উঃ জীববৈচিত্র্যের উপাদানসমূহকে তাদের মূল বাসস্থানের বাইরে বাঁচিয়ে রাখাকে এক্স – সিটু সংরক্ষণ ( Ex – siti Conservation ) বলে ।
৮। অটইকোলজির সংজ্ঞা দাও ।
উঃ একটি মাত্র উদ্ভিদ সদস্য বা একটি মাত্র প্রজাতির সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনাকে অট – ইকোলজি বলে ।
৯। প্রাথমিক উদ্ভিদ ক্রমাগমনের সংজ্ঞা দাও ।
উঃ যদি কোনো উদ্ভিদ বিবর্তিত এলাকায় যেখানে কখনো কোনো জীবের অস্তিত্ব ছিল না সেখানে প্রথমবারের মতো পরিবেশে উদ্ভিদ ক্রমাগমন শুরু হয় তাকে প্রাথমিক ক্রমাগমন বলে ।
১০। ফাইটোজিওগ্রাফীর সংজ্ঞা দাও ।
উঃ পৃথিবীর বিভিন্ন স্থান কালভেদে উদ্ভিদের বা জীবের বিস্তারকে উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল ( Phytogeography ) বলে ।
১১। প্রকৃত কোষ কী ?
উঃ যেসব জীবকোষে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস উপস্থিত থাকে তাকে প্রকৃত কোষ বলে ।
১২। “ ওজোন হোল ” বলতে কী বুঝ ?
উঃ বিভিন্ন ওজোন গ্যাস এর প্রভাবে ওজোন স্তরে যে গর্ত সৃষ্টি হয় তাকে ওজোন হোল বলে ।
১৩। একটি জলজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ সাদা শাপলা- Nymphaea pubeseens
১৪। দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ ।
উঃ: দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম ( i ) কার্বন ডাই অক্সাইড ( CO2 ) ,
( ii ) ক্লোরো ফ্লোরো কার্বন ( CFC ) ।
১৫। দূষক কী ?
উঃ মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য তৈরিও ব্যবহার করতে গিয়ে যেসব অবশিষ্টাংশ ফেলে দেয় যা জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ক্ষতিকর তাকে দূষক বলে ।
১৬। আদিকোষের সংজ্ঞা দাও ।
উঃ যে সব কোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির অর্থাৎ সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত সে সব কোষকে আদি কোষ বলা হয় ।
১৭। ফ্লোরা কী ?
উঃ বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি স্থানের উদ্ভিদ সম্প্রাদায়কে ফ্লোরা ( Flora ) বলে ।
১৮। খাদ্য শৃঙ্খল কী ?
উঃ যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক হতে ধারাবাহিকভাবে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে ।
১৯। দূষণের সংজ্ঞা দাও ।
উঃ Colinalker -এর মতে রাসায়নিক , ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যেকোনো পরিবর্তন দূষণ ।
২০। কোষের “ পাওয়ার হাউস ” কাকে বলে ?
উঃ মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় ।
২১। ইকোলজি বা পরিবেশ বিজ্ঞানের সংজ্ঞা দাও।
উঃ জীব ও তাদের পরিবেশর মধ্যে আন্তঃক্রিয়া সম্বন্ধে জ্ঞানার্জনকে ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান বলা হয় ।
২২। বাংলাদেশের দুটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ ১. Knema bengalensis এবং ২. Aglaonema clarkei .
২৩। এনভায়রনমেন্টাল সায়েন্স – এর সংজ্ঞা দাও ।
উঃ বিজ্ঞানের যে শাখায় , জীবের চারপাশে পরিবেশের বিভিন্ন ভৌত , রাসায়নিক , জৈবিক উপাদানের কার্যকলাপ , অবস্থান , বিভিন্ন দূষণ , কার
ণ , প্রভাব ও প্রতিকার ইত্যাদি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান বলে ।
২৪। সিরি বলতে কী বুঝ ?
উঃ উদ্ভিদ ক্রমাগমনের বিভিন্ন পর্যায়কে সমষ্টিগত ভাবে সিরি বলা হয় ।
২৫। Biodiversity শব্দটি কে প্রবর্তন করেন ?
উঃ E.A Norse এবং R.E. Me Manus ( 1980 ) সালে ।
২৬। বাংলাদেশের দুটি হুমকিগ্রস্ত উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ ( i ) Mangifera sylvatica . ( ii ) Cycas pectinata
২৭। Red data book কী ?
উঃ বিশ্বের বিপজ্জনক , বিলুপ্ত অথবা বিলুপ্তপ্রায় উদ্ভিদসমূহের বা প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক ( Red data book ) বলে ।
২৮। সিন – ইকোলজি – এর সংজ্ঞা দাও ।
উঃ একটি পরিবেশে বসবাসরত বিভিন্ন জীবগোষ্ঠীর সাথে উক্ত পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে সিন – ইকোলজি বলে ।
২৯। ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি মুখ্য বৈশিষ্ট্য লিখ ।
উঃ ঠেস মূল , নিউমাটোফোরা , জরায়ুজ অঙ্কুরোদগম , মসৃণ ও চকচকে পাতা ইত্যাদি।
৩০। ওজোন স্তর বলতে কী বুঝ ?
উঃ ভূপৃষ্ঠ থেকে ২০ – ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পাতলা স্তরকে ওজোন স্তর বলে ।
৩১। কোষ মতবাদ কী ?
উঃ জার্মান উদ্ভিদ বিজ্ঞানী M. T. Schleiden ( 1834 ) এবং প্রাণী বিজ্ঞানী T. Schwann ( 1839 ) সালে কোষ সম্পর্কিত যে মতবাদ প্রদান করেন তাকে কোষ মতবাদ বলা হয় ।
৩২। নিউক্লিওটাইড কী ?
উঃ নিউক্লিওসাইডের সাথে যখন এক বা একাধিক ফসফোরিক এসিড অণু যুক্ত হয় , তখন তাকে নিউক্লিওটাইড বলে ।
৩৩। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কী কী ?
উঃ প্রোটিন ও নিউক্লিক এসিড ।
৩৪। একটি মরুজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ ঘৃতকমারী- Aloe indica ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণগুলো লিখ। ১০০%
২। বায়ু দূষণের প্রতিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৩। নিউক্লিয়াসের সূক্ষ্ম গঠনের সচিত্র বর্ণনা দাও। ১০০%
৪। অটইকোলজি ও সিনইকোলজির মধ্যে পার্থক্য কর। ১০০%
৫। প্রাথমিক ও গৌণ ক্রমাগমনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। প্রকৃতির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে লিখ। ১০০%
৭। WWF এর কার্যক্রম উল্লেখ কর। ১০০%
৮। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। ১০০%
৯। উদ্ভিদ ক্রমাগমন কী? উদ্ভিদ ক্রমাগমনের কারণ উল্লেখ কর। হাইড্রোসেরির বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
১০। একটি প্রকৃত কোষের চিহ্নিত চিত্র দাও। ৯৯%
১১। ওজন স্তর ক্ষয়ের কারণগুলো উল্লেখ কর। ৯৯%
১২। এক্সসিটু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৩। CITES এবং IUCN-এর কার্যক্রম উল্লেখ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। চিত্রসহ লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর। ১০০%
২। মরুজ ক্রমাগমন ধাপগুলো বর্ণনা কর। জলজ ও মরুজ উদ্ভিদের পার্থক্য লিখ। ১০০%
৩। ইকোসিস্টেম কি? একটি পুকুরের ইকোসিস্টেম বর্ণনা কর। ১০০%
৪। বায়ু দূষণের কারণ ও জীবজগতের উপর এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। ১০০%
৬। DNA এর ভৌত গঠন ও রাসায়নিক প্রকৃতি বর্ণনা কর। DNA ও RNA এর পার্থক্য লিখ। ১০০%
৭। মিয়োসিস-১ এর সচিত্র বর্ণনা দাও। মিয়োসিস প্রক্রিয়া-১ এর বিভিন্ন উপ দশার চিত্র অঙ্কন কর। ১০০%
৮। বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ প্রজাতি সম্পর্কে লিখ। বাংলাদেশের উদ্ভিদ ভূগোলীয় অঞ্চল সমূহের বর্ণনা দাও। ১০০%
৯। পরিবেশের উপাদানসমূহের বর্ণনা দাও। ক্রসিং ওভার-এর তাৎপর্য লিখ। ১০০%
১০। জলজ উদ্ভিদ কী? উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে জলবায়ুগত প্রভাবকসমূহের ভূমিকা আলোচনা কর । জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর। ১০০%
১১। প্রকৃতির ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে লিখ। পরিবেশের উপর জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব বর্ণনা কর। ৯৯%
১২। সুন্দরবনের ইকোসিস্টেম বর্ণনা কর। বায়োটিক ফ্যাক্টরের বর্ণনা দাও। ৯৯%
১৩। বীজ ব্যাংক ও বােটানিক গার্ডেনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর। ৯৯%<
br>১৪। জীববৈচিত্রের উপাদানসমূহ বর্ণনা দাও। জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যর্থ হলে ভবিষ্যতে আমরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হব? ৯৯%
ডিগ্রী দ্বিতীয়বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত ২০২২ উদ্ভিদবিজ্ঞান চতুর্থ পত্র জীববৈচিত্র্য ও সংরক্ষণ,বাস্তবিদ্যা,পরিবেশ বিজ্ঞান এবং কোষবিদ্যা 123003 রকেট স্পেশাল সাজেশন
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
Leave a Reply