ডিগ্রী দ্বিতীয়বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত২০২২ ইসলামের ইতিহাস সংকৃতি চতুর্থ পত্র ভারতের মুসলমানদের ইতিহাস ১২১৬০৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। তাজমহলের স্থপতির নাম কি ?
উঃ ওস্তাদ ঈশা খান ।
২। ভারতে ‘ সতীদাহ প্রথা রহিত করেন কে ?
উঃ লর্ড বেন্টিঙ্ক ।
৩। ‘ রেগুলেটিং এ্যাক্ট ’ কত সালে প্রবর্তন করা হয় ?
উঃ ১৭৭৩ সালে ।
৪। শিবাজী কাদের নেতা ছিলেন ?
উঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা ।
৫। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উঃ ইব্রাহিম লোদি ।
৬। গুলবদন বেগম কে ছিলেন ?
উঃ সম্রাট বাবরের কন্যা ছিলেন ।
৭। সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন ?
উঃ ১৫৭৬ সালে ।
৮। জাহাঙ্গীরের “ দত্তর – উল – আমল ” এ কয়টি আইন ছিল ?
উঃ ১২ টি ।
৯। সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী ?
উঃ আরজুমান্দ বানু বেগম ।
১০। “ দি ইন্ডিয়ান মুসলমানস ‘ গ্রন্থটির লেখক কে ?
উঃ ‘ দি ইন্ডিয়ান মুসলমানস ’ গ্রন্থটির লেখক উইলিয়াম হান্টার ।
১১। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর ।
১২। ‘ হুমায়ুননামা ‘ কে রচনা করেন ?
উঃ ‘ হুমায়ুননামা ‘ রচনা করেন গুলবদন বেগম ।
১৩। আবুল ফজল কে ছিলেন ?
উঃ আবুল ফজল ছিলেন উত্তর প্রদেশের অধিবাসী ছিলেন ।
১৪। নূরজাহানের পূর্বনাম কি ?
উঃ নূরজাহানের পূর্বনাম মেহেরুন্নোসা ।
১৫। ‘ ফতুয়ায়ে আলমগিরি ‘ কি ?
উঃ সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কিত গ্রন্থ , এটির রচয়িতা ঈশ্বর দাস।
১৬। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন ?
উঃ পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন ।
১৭। ‘ দ্বৈতশাসন ব্যবস্থা ‘ কে প্রবর্তন করেন ?
উঃ দ্বৈতশাসন ব্যবস্থা ‘ প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ।
১৮। ১৮৫৭ সাল ইতিহাস বিখ্যাত কেন ?
উঃ সিপাহি বিদ্রোহের জন্যে ।
১৯। সম্রাট বাবরের পূর্ণনাম কি ?
উঃ সম্রাট বাবরের পূর্ণনাম জহিরউদ্দিন মুহম্মদ বাবর ।
২০। হুমায়ূন ‘ শব্দের অর্থ কি ?
উঃ হুমায়ুন শব্দের অর্থ ‘ ভাগ্যবান ’ ।
২১। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয় ।
২২। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল ?
উঃ
২৩। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয় ?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ খ্রিস্টাব্দে ।
২৪। ‘ বাবর ‘ শব্দের অর্থ কি ?
উঃ বাবর শব্দের অর্থ বাঘ ।
২৫। ‘ কবুলিওত ও পাট্টা ’ কে প্রবর্তন করেন ?
উঃ ‘ কবুলিওত ও পাট্টা ’ সম্রাট শেরশাহ প্রবর্তন করেন ।
২৬। কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
উঃ ১৫৪০ সালে ।
২৭। কোন মুঘল সম্রাট ‘ জিজিয়া কর ’ রহিত করেন ?
উঃ সম্রাট আকবর ।
২৮। ‘ তুযুক – ই – জাহাঙ্গীরি কি ?
উঃ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ ।
২৯। স্থাপত্যের রাজপুত্র ‘ বলা হয় কাকে ?
উঃ সম্রাট শাহজাহানকে ।
৩০। কোলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে ?
উঃ যব চার্নক ।
৩১। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? উঃ লর্ড ক্যানিং ।
৩২। রবার্ট ক্লাইভ কে ছিলেন ?
উঃ পলাশীর যুদ্ধের ইংরেজ সেনাপতি ছিলেন ।
৩৩। ‘ আগ্রার তাজমহল ’ কে নির্মাণ করেন ?
উঃ সম্রাট শাহজাহান।
৩৪। দম্ভর- উল- আমল ’ কি ?
উঃ ‘ দম্ভর- উল- আমল ‘ হলো সম্রাট জাহাঙ্গীর প্রণীত ১২ টি লিখিত আইন ।
৩৫। তুযুক – ই – বাবরী কে রচনা করেন ?
উঃ তুযুক – ই – বাবরী মুঘল সম্রাট বাবর কর্তৃক রচিত ।
৩৬। তুযুক – ই জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ তুযুক – ই জাহাঙ্গীর গ্রন্থটি রচনা করেন সম্রাট জাহাঙ্গীর ।
৩৭। হুমায়নের জীবনী গ্রন্থে নাম কি ?
উঃ হুমায়ননামা।
৩৮। অথবা , লোদি বংশের শেষ সুলতান কে ?
উঃ লোদি বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদি ।
৩৯। চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উঃ ১৫৩৯ সালের ২৬ জুন ।
৪০। ‘ কবুলিওত ও পাট্টা ’ কে প্রবর্তন করেন ?
উঃ শের শাহ ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। সূর্যাস্ত আইন ও ছিয়াত্তরের মন্বন্তর কী? ১০০%
২। সম্রাট হুমায়ুন শের শাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন? ১০০%
৩। পানিপথের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা ও গুরুত্ব লিখ। ১০০%
৪। ‘ময়ূর সিংহাসনের উপর একটি টীকা লিখ। ১০০%
৫। ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? ১০০%
৬। পলাশী যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর। ১০০%
৭। পরিচয় দাও : বৈরাম খান, নুরজাহান, মুজাদ্দিদ আলী-সানী ১০০%
৮। আকবরের দীন ই ইলাহী সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৯। মুঘল – আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
১০। মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর। ৯৯%
১১। মুঘল সঙ্গীত সম্পর্কে যা জান লিখ। ৯৯%
১২। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সামাজিক সংস্কারসমূহ লিখ। ৯৯%
১৩। বাবরের ভারত আক্রমণের কারণগুলো লিখ। ৯৯%
১৪। “তুযুক ই বাবুরী” গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%
১৫। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝ? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। শের শাহের প্রশাসনিক সংস্কারসমূহ পৰ্যালােচনা কর। ১০০%
২। সম্রাট আকবরের রাজপুতনীতি আলােচনা কর। ১০০%
৩। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা। ১০০%
৪। বক্সারের যুদ্ধের কারণ, পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৫। চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লিখ। ১০০%
৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা নীতি আলােচনা কর। ১০০%
৭। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল নির্ণয় কর। ১০০%
৮। ততৃীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা কর। ১০০%
অথবা, পানিপথের তৃতীয় যুদ্ধের উপর এক‌টি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।
৯। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
১০। সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব ও রাজত্বকালের বিবরণ দাও। ৯৯%
১১। মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন কর। ৯৯%
১২। ভারতে প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হয় তার এক‌টি বিবরণ দাও। ৯৯%
১৩। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাদের উপর কী পরিণাম নিয়ে এসেছিল? ব্যাখ্যা কর। ৯৯%
১৪। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!