ডিগ্রী দ্বিতীয়বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত২০২২ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি: ১২১৯০৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ – ADB, HYV, UNDP, VGF, BADC, G.D.P, I.M.F, E.P.Z, N.G.O, VAT, BCIC, WTO, IBRD,
২। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি ?
উঃ তৈরি পোশাক ।
৩। উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কী ?
উঃ উৎপাদনের প্রধান উপাদান হলো – ভূমি , শ্রম , মুলধন ও সংগঠন ।
৪। ‘ রাজনৈতিক অর্থনীতি ‘ নামটি প্রথম কে ব্যবহার করেন ?
উঃ ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসটিন ।
৫। “ অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ” -কার উক্তি ?
উঃ এইচ . জে . লাস্কি । তথ্য সূত্র : বাংলাদেশ রাজনীতি অর্থনীতি ” – ড . মোহাম্মদ নুর উদ্দিন আলো ।
৬। পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কী ?
উঃ পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হলো- ( ক ) সম্পদের ব্যক্তিগত মালিকানা ও ( খ ) সক্রিয় দাম ব্যবস্থা ।
৭। মধ্যবর্তী শাসনব্যবস্থা বলতে কী বুঝায় ?
উঃ ইন্টারমিডিয়েট রেজিম বা মধ্যবর্তী শাসনব্যবস্থা বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা ।
৮। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ ।
উঃ প্রাকৃতিক সম্পদ , মূলধন গঠন ।
৯। মুক্তবাজার অর্থনীতি কী ?
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে ।
১০। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কী ছিল ?
উঃ জমিদারগণের চিরদিনের জন্য জমির মালিকানা লাভ ।
১১। বিএডিসি – এর পূর্ণরূপ কী ?
উঃ বিএডিসি এর পূর্ণরূপ হলো : Bangladesh Agricultural Developmen Corporation ( বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ) ।
১২। উন্নয়নশীল দেশ কী ?
উঃ যে সকল দেশের জীবনযাত্রার মান নিম্নমূখী , অনুন্নত , শিল্পঞ্চল ভিত্তিক ও মানবউন্নয়ন সূচক অপরাপর দেশের তুলনায় নিম্নমূখী তাকেই উন্নয়নশীল দেশ বলে ।
১৩। ‘ রাজনৈতিক অর্থনীতি ‘ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উঃ ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসটিন ।
১৪। পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান ?
উঃ ২ টি শ্রেণি বিদ্যমান ।
১৫। কৃষিঋণ কী ?
উঃ কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস থেকে যে ঋণগ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয় ।
১৬। “ চিরস্থায়ী বন্দোবস্ত ’ ব্যবস্থা চালু করেন কে ?
উঃ গভর্নর লর্ড কর্ণওয়ালিশ ।
১৭। বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কী ?
উঃ বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা।
১৮। উন্নত দেশের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উঃ অধিক জাতীয় মাথাপিছু আয় ও উচ্চ জীবনযাত্রার মান ।
১৯। রাজনৈতিক অর্থনীতির জনক কে ?
উঃ রাজনৈতিক অর্থনীতির জনক এ্যাডাম স্মিথ।
২০। মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও ।
উঃ মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো পাট শিল্প ।
২১। সরকারি আয়ের প্রধান উৎস কি ?
উঃ সরকারি আয়ের প্রধান উৎস হলো রাজস্ব কর ।
২২। মিশ্র অর্থনীতির দুইটি বৈশিষ্ট্য লিখ ।
উঃ মিশ্র অর্থনীতির দুইটি বৈশিষ্ট্য হলো ১. ব্যক্তিগত মালিকানা ও ২. সরকারি মালিকানা ।
২৩। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত ?
উঃ ২৫ বিঘা পর্যন্ত ।
২৪। কর কত প্রকার ?
উঃ দুই প্রকার ।
২৫। কৃষিঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ কর ।
উঃ পল্লী উন্নয়ন বোর্ড ।
২৬। কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠিত হয় ?
উঃ বেসরকারিকরণ বোর্ড / প্রাইভেটাইজেশন কমিশন ১৯৯৩ সালে গঠিত হয়।
২৭। মুক্ত বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ ।
উঃ ব্যক্তিগত সম্পত্তি ও মুনাফার উদ্দেশ্যে উৎপাদন ।
২৮। “ The Economic Basis of Politics ” গ্রন্থটির লেখক কে ?
উঃ চার্লস এ – বিয়ার্ড ।
২৯। মধ্যবর্তী শাসন ব্যবস্থা ‘ ধারণাটির প্রবক্তা কে ?
উঃ মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি।
৩০। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত ?
উঃ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার ।
৩১। ” Bangladesh Equitabl e Growth ‘ গ্রন্থটির লেখক কে ?
উঃ ” Bangladesh Equitable Growth ” গ্রন্থটির লেখক জোসেফ স্তেপানিক।
৩২। কত সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গঠিত হয় ?
উঃ ১৯৮৭ সালে ।
৩৩। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ কর ।
উঃ ১৯৯৭ সালের জুলাই মাস থেকে ২০০২ সাল।
৩৪। রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মূল লক্ষ্য কি ?
উঃ রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মূল লক্ষ্য জনকল্যাণ রক্ষা করা।
৩৫। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি ?
উঃ তৈরি পোশাক।
৩৬। A country is poor because it is poor ” উক্তটি কার ?
উঃ অধ্যাপক র‍্যাগনার নার্কস- এর ।
৩৭। রাজনৈতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে ?
উঃ রাষ্ট্রের সীমিত অর্থ ও সম্পদ দ্বারা অসীম অভাব মিটানোর পদ্ধতি এবং তার বণ্টন সংক্রান্ত যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি ।
৩৮। বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের ?
উঃ বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি।
৩৯। পুঁজিবাদ কোন ধরনের বাণিজ্যে বিশ্বাসী ?
উঃ পুঁজিবাদ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বাসী।
৪০। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ?
উঃ সম্পদের সুষ্ঠু ব্যবহার ।

খ – বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ? আলোচনা কর। ১০০%
অথবা, পুঁজিবাদ বলতে কি বুঝ?
২। খাদ্য সমস্যা বলতে কী বুঝ? আলোচনা কর। ১০০%
৩। জাতীয় আয় কী? আলোচনা কর। ১০০%
৪। শিল্পনীতি বলতে কী বুঝ ? আলোচনা কর। ১০০%
৫। ইপিজেড কী ? আলোচনা কর। ১০০%
৬। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি পার্থক্য নিদের্শ কর। ১০০%
অথবা, সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান কী?
৭। পূর্ণ কর্মসংস্থান/জনসংস্থা বলতে কী বুঝ?১০০%
৮। ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝ? ১০০%
৯। তদারকি ও কৃষি ঋণ কী? ১০০%
১০। বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। কল্যাণমূলক রাষ্ট্র কী? এর বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৩। বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ? ৯৯%
১৪। সমাজতন্ত্র কী? বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৫। উন্নয়নশীল দেশ কাকে বলে? বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৬। “অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে” – ব্যাখ্যা কর। ৯৯%

গ – বিভাগ ( রচনামূলক প্রশ্ন)
১। রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশে শিল্পের অনগ্রসরতার কারণসমূহ আলোচনা কর। ১০০%
৪। মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৫। কৃষিঋণ কী? কৃষি ঋণের উতসসমূহ আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের কৃষিঋণের সমস্যাসমূহ আলোচনা কর।
৬। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ আলোচনা কর। ১০০%
অথবা, মৌসুমী বেকারত্ব কী?বেকারত্বের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৭। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর।
৯। বিশ্বায়ন কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ আলোচনা কর। ১০০%
১০। ভূমিস্বত্ব কী? ভূমিস্বত্ব ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
অথচ, ভূমি সংস্কার কী? ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর।
১১। বাংলাদেশে শিল্পোন্নয়নের সমস্যা ও উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%
অথবা, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর।
১২। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলোচনা কর। ৯৯%
১৩। মিশ্র অর্থনীতি কী? মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সরকারি প্রতিষ্ঠান কী? সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৫। বৈদেশিক সাহায্য কী? বৈদেশিক সাহায্যের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!