ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত ২০২২ সমাজকর্ম চতুর্থ পত্র সমাজকর্ম পদ্ধতি 122103 রকেট স্পেশাল সাজেশন
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- RSS, FGD, COS, NASW, NASA, POSDCORB, MDG.
২। সাক্ষাৎকার কী?
উঃ দুই বা ততােধিক ব্যক্তির মাঝে আলাপ আলােচনা। ৰা সংলাপ বা কথােপকথন, যা উদ্দেশ্যমূলক হতে পারে । নাও হতে পারে এরূপ বক্তব্যকে সাক্ষাৎকার বলে।
৩। পেশাদার প্রতিনিধি কে?
উঃ পেশাদার প্রতিনিধি হচ্ছে সমাজকর্মী।
৪। Social Diagnosis গ্রন্থটি কার লেখা? ব্যক্তি সমাজকর্ম ভিত্তির রচয়িতা / অগ্রদুহিতা কে ?ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে ?
উঃ ম্যারি রিচমন্ড-এর।
৫। অনুসরণ কী?
উঃ সমস্যা সমাধানের সামগ্রিক দিকের অবলােকনের
প্রক্রিয়া হলাে অনুসরণ।
৬। ‘PosDCORB’ ফর্মুলার প্রবর্তক কে?
উঃ ‘POSDCORB’ ফর্মুলার প্রবর্তক হলেন লুথার গুলিক।
৭। মনােসামাজিক অনুধ্যান কী?
উঃ সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে। পৌছার পূর্বে সমাজকর্মীকে তার পারিপার্শ্বিক অবস্থা আর্থসামাজিক ও মনােদৈহিক তথ্য সংগ্রহ করে। সমাজকর্মীকে যে সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করে তথ্য সগ্রহ করতে হয় তাকে ৮। মনাে-সামাজিক অনুধ্যান বলে।
দল সমাজকর্মের একটি নীতি উল্লেখ কর।
উঃ দল সমাজকর্মের একটি নীতি হলাে : পরিকল্পিত দল গঠন নীতি।
৯। দলীয় গতিশীলতা কী?
উঃ দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রিার ফলে সৃষ্ট পরিবর্তনশীল তাই হচ্ছে দলীয় গতিশীলতা।
১০। আন্তঃসম্পদ প্রক্রিয়া কী?
উঃ
১১। মাধ্যমিক দলের একটি উদাহরণ দাও।
উঃ মাধ্যমিক দলের একটি উদাহরণ হলাে- রাজনৈতিক দল ও শিক্ষক সমিতি।
১২। সমষ্টি সংগঠনের উপাদান কি কি?
উঃ ১. সমষ্টি, ২. মৌল ও অনুভূত চাহিদা, ৩. বহুমুখী
কর্মসূচি, ৪. সরকারি সাহায্য, ৫. জন অংশগ্রহণ ও ৬,
স্থানীয় নেতৃত্ব ।
১৩। “Social Group Work : Principles and Practice
গ্রন্থটি কে রচনা করেন? দল সমাজকর্মের উপাদানের কথা কে বলেছেন ?
উঃ H. B. Tracker এর।
১৪। ব্যক্তি সমাজকর্মে সমস্যা কি?
উঃ ব্যক্তি সমাজকর্মে সমস্যা বলতে সাহায্যাথরি আর্থসামাজিক মনােদৈহিক সমস্যাকে বুঝায়।
১৫। সমষ্টি উন্নয়নকর্মীর দুটি ভূমিকা লিখ।
উঃ ১. সংগঠকের ভূমিকা ও ২. নেতার ভূমিকা।
১৬। সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের একটি পার্থক্য উলেখ কর।
উঃ ১. সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের উন্নয়নের কাজ করে ও ২. সমষ্টি সংগঠন উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের উন্নত জনগােষ্ঠীর উন্নয়নের কাজ করে।
১৭। সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লিখ ।
উঃ সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য হলাে- ১. অভিন্ন লক্ষ্য ও ২. সম্পদের সদ্ব্যবহার।
১৮। সমাজকর্ম পদ্ধতি কি?
উঃ সমাজকর্ম পদ্ধতি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা
জনসমষ্টির প্রতিকার, প্রতিরােধ ও উন্নয়নের জন্য পেশাদার
সমাজকর্মী কর্তৃক অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে বুঝায়।
১৯। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলি লিখ।
উঃ ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলাে নিম্নরূপ :
(১) ব্যক্তি,
(২) সমস্যা,
(৩) স্থান/সংস্থা,
(৪) পেশাদার প্রতিনিধি ও
(৫) প্রক্রিয়া।
২০। দল সমাজকর্মের উপাদান কি কি?
উঃ (১) সামাজিক দল,
(২) দল সমাজকর্মী,
(৩) দল সমাজকর্ম প্রতিষ্ঠান ও
(৪) দল সমাজকর্ম প্রক্রিয়া।
২১। পদ্ধতি কী ?
উঃ পদ্ধতি হচ্ছে একটি নির্দেশনা মাত্র জ্ঞান, পদ্ধতিলব্ধ অভিজ্ঞতা ও নিয়মনীতির আলােকে প্রণীত হয় তাই পদ্ধতি।
২২। সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী ?
উঃ সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলাে হলাে- ১, ব্যক্তি
সমাজকর্ম, ২, দল সমাজকর্ম ও ৩, সমষ্টি সমাজকর্ম ।
২৩। H. H. Perlman-এর পূর্ণ নাম কী?
উঃ H. H. Perlman-এর পূর্ণ নাম Hellen Harris Perlman
২৪। ‘Social Group work : A Helping Process রচয়িতা কে?
উঃ জি, কনপকা।
২৫। প্রাথমিক দলের উদ্ভাবক কে?
উঃ প্রাথমিক দলের উদ্ভাবক হলেন সি, এইচ কুলি ।
২৬। ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
উঃ ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় ম্যারি রিচমন্ডকে।
২৭। দল সমাজকর্মের উপাদান কী কী?
উঃ (১) সামাজিক দল, (২) দল সমাজকর্ম
ী, (৩) দল সমাজকর্ম প্রতিষ্ঠান ও (৪) দল সমাজকর্ম প্রক্রিয়া।
২৮। প্রাথমিক দলের একটি উদাহরণ দাও।
উঃ প্রাথমিক দলের একটি উদাহরণ হলাে পরিবার ও
প্রতিবেশি।
২৯। সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কি কি ?
উঃ তিনটি । যথা -১ . সমাজকর্ম গবেষণা , ২. সমাজকল্যাণ প্রশাসন ও ৩. সামাজিক কার্যক্রম ।
৩০। Introduction to social welfare গ্রন্থটি কার লেখা ?
উঃ W. A. Friedlander এর ।
৩১। অনুসরণ কী ?
উঃ সমস্যা সমাধানের সামগ্রিক দিকের অবলোকনের প্রক্রিয়া হলো অনুসরণ।
৩২। দল সমাজকর্ম প্রক্রিয়ার কয়টি পর্যায় ?
উঃ পাঁচটি পর্যায়।
৩৩। প্রাথমিক উৎসের ৫ টি কৌশল লিখ।
উঃ ১. পর্যবেক্ষণ , ২. সাক্ষাৎকার , ৩. প্রশ্নপত্র , ৪. প্রক্ষেপণ ও ৫. ফোকাস দল আলোচনা।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সমাজকর্ম ও সহায়ক পদ্ধতি কাকে বলে? ১০০%
২। ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্য কী? ১০০%
৩। সমষ্টি উন্নয়ন কাকে বলে? ১০০%
৪। সমষ্টি পরিকল্পনা কী? ১০০%
৫। সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৬। সামাজিক কার্যক্রম কী? এর উদ্দেশ্যগুলাে কী? ১০০%
৭। সমাজকর্ম/সামাজিক গবেষণা কী? ১০০%
৮। সংশোধনমূলক পদ্ধতি কী? ১০০%
৯। সমাজকল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য লিখ? ১০০%
১০। দলীয় প্রক্রিয়া, অন্তঃদল ও বহিঃদল কাকে? ১০০%
১১। সাক্ষাৎকার কি? উত্তম সাক্ষাৎকারের শর্তাবলি লিখ। ৯৯%
অথবা, সাক্ষাৎকারের কৌশলসমূহ লিখ।
১২। দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য লিখ। ৯০%
১৩। কর্মসূচি পরিকল্পনার উপাদানসমূহ উল্লেখ কর। ৯৯%
১৪। ব্যক্তি সমাজকর্মের যেকোনো দুটি নীতি ব্যাখ্যা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সমাজকর্ম পদ্ধতি কী? সমাজকর্ম পদ্ধতির প্রকারভেদ/শ্রেণিবিভাগ আলােচনা কর। ১০০%
২। র্যাপাে বলতে কী বােঝ? ব্যক্তি সমাজকর্মে র্যাপাের গুরুত্ব আলােচনা কর। ১০০%
৩। সমাজকর্মের সাধারণ নীতিমালা আলােচনা কর। ১০০%
৪। বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলাে/পরিধি আলােচনা কর। ১০০%
৫। সমষ্টি/জনসমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও। সমষ্টি/জনসমষ্টি উন্নয়নের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৬। সমাজকল্যাণ প্রশাসনের সংজ্ঞা দাও। সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলি আলােচনা কর। ১০০%
৭। সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের কৌশলগুলাে/পদ্ধতিসমূহ আলােচনা কর। ১০০%
৮। এইচ, এইচ পার্লম্যারে উক্তির আলােকে ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলাে ব্যাখ্যা কর। ১০০%
৯। দল সমাজকর্মী কি? দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। ১০০%
১০। সামাজিক কার্যক্রম কি? সামাজিক কার্যক্রমের পরিধি ও কৌশল আলোচনা কর। ১০০%
১১। সামাজিক দলের সংজ্ঞা দাও। সামাজিক দলের প্রকারভেদ/শ্রেণিবিন্যাস লিখ। ৯৯%
১২। দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর। ৯৯%
১৩। ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের ধাপসমূহ লিখ। ৯৯%
১৪। সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা কর। ৯৯%