ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ হিসাববিজ্ঞান  তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- IFRS, VAT, ICAB, GAAP, FASB , IAS, AICPA, AAA, IASC, IAS,
২। জিরো কুপন বন্ড কী ?
উঃ যে বণ্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে।
৩। মূল্য সংযোজন বিবরণী কী ?
উঃ মূল্য সংযোজনে বিভিন্ন পক্ষের অবদানকে যে বিবরণীতে উপস্থাপন করা হয় তাই মূল্য সংযোজন বিবরণী।
৪। টার্নওভার কর কী ?
উঃ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ২৪ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয় , তাকে টার্নওভার কর বলে ।
৫। প্লান্ট সম্পত্তি কী ?
উঃ যে সকল সম্পত্তি স্থায়ীভাবে ব্যবহার করা হয় তাকে স্থায়ী বা প্লান্ট সম্পত্তি বলা হয়।
৬। নিট মূল্য সংযোজন কর কী ?
উঃ মোট মূল্য সংযোজন ( GVA ) এবং অবচয়ের পার্থক্যই হলো নীট মূল্য সংযোজন ( NVA )
৭। আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী ?
উঃ আর্থিক বিবরণীর উপাদানসমূহ হলো- ১. উদ্বৃত্তপত্র , ২. আয় বিবরণী , ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী , ৪ . নগদ প্রবাহ বিবরণী , ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা ।
৮। কল অপশন কী ?
উঃ যে চুক্তি দ্বারা ক্রয় – বিক্রয় সংক্রান্ত বিষয় ক্রেতার অধিকার সংরক্ষণ করা হয় তাকে কল অপশন বলে ।
৯। দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ দাও ।
উঃ দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ হলো- ১. বিচারাধীন মামলাজনিত দায় , ২. বাট্টাকৃত বিলের দায় ।
১০। অর্জন অনুপাত কী ?
উঃ অংশীদারি কারবারের অবসরগ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতুন অনুপাত । এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে পাওয়া যাবে লাভ অনুপাত ।
১১। দুটি অনগদ ব্যয়ের উদাহরণ দাও ।
উঃ দুটি অনগদ ব্যয়ের নাম- ( i ) অবচয় ও ( ii ) সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয় ।
১২। অংশীদারি চুক্তিপত্র কী ?
উঃ অংশীদারি কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারি চুক্তি পত্র বলা হয় ।
১৩। সম্ভাব্য দায় কি ?
উঃ সম্ভাব্য দায় একটি কার্যকর দায় যেটি ভবিষ্যতে প্রকৃত দায় হতে পারে।
১৪। অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও।
উঃ ভূমির উপর অবচয় ধার্য করা হয় না । কেননা এর আয়ুষ্কাল সীমিত নয়।
১৫। সুদবিহীন বন্ড কি ?
উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদবিহীন বন্ড বলে ।
১৬। নগদ প্রবাহ বিবরণীতে কি কি কার্যক্রম প্রদর্শিত হয় ?
উঃ তিনটি কার্যক্রম প্রদর্শিত হয় । যথা- ( ক ) পরিচালনা কার্যভিত্তিক ; ( খ ) বিনিয়োগ কার্যভিত্তিক ও ( গ ) অর্থায়ন কার্যভিত্তিক ।
১৭। দায় গ্রাহকের কমিশন কি ?
উঃ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে কোনো প্রতিষ্ঠানের বন্ড ইস্যুর সম্পূর্ণ টাকা আদায়ের দায়িত্ব গ্রহণ করে এবং তার বিনিময়ে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পারিশ্রমিক পায় তাকে দায় গ্রাহকের কমিশন বলে ।
১৮। মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা ?
উঃ
১৯। আর্থিক বিবরণীসমূহ কি কি ?
উঃ
২০। ত্যাগ অনুপাত কাকে বলে ?
উঃ নতুন অংশীদারকে লাভের যে অংশ দেয়া হয় তাই পুরাতন অংশীদারদের ত্যাগ , তারা যে অনুপাত ত্যাগ করে MET I AND SAD তাকে ত্যাগানুপাত হার বা ত্যাগ অনুপাত বলে ।
২১। হিসাববিজ্ঞান তথ্যের কতকগুলো বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উঃ হিসাববিজ্ঞান তথ্যের কতকগুলো বৈশিষ্ট্য -১ . যুক্তিযুক্ততা , ২. সঙ্গতিপূর্ণতা , ৩. তুলনাযোগ্যতা ও ৪. নির্ভরযোগ্যতা ইত্যাদি ।
২২। সমন্বয় দাখিলা কী ?
উঃ যে জাবেদার মাধ্যম অ – লিখিত লেনদেন , ভুল লেনদেন , পূর্বের বছরের বা পরবর্তী বছরের হিসাব পৃথক করে চলতি সালের হিসাবরক্ষণ কাজ নিখুঁতভাবে করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে ।
২৩। অনগদ দফার দুটি উদাহরণ দাও ।
উঃ ( i ) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন ও ( ii ) পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন ।
২৪। অবচয় বল তে কী বুঝ ?
উঃ কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে মূল্য হ্রাসকে অবচয় বলে ।
২৫। ‘চলতি দায় ‘ কাকে বলে ?
উঃ চলতি সম্পত্তি হতে কিংবা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভুত দায়কে প্রচলিত অর্থে চলতি দায় বলা হয় ।
২৬। “ সুদ সমেত নোট ” এর সংজ্ঞা দাও ।
উঃ যে নোটের ক্ষেত্রে মূল টাকা এবং তার সাথে বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকে সুদ সমেত নোট বলে ।
২৭। “ নগদ প্রবাহ বিবরণী ” বলতে কী বুঝ ?
উঃ যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে ।
২৮। সম্পদ বলতে কী বুঝ ?
উঃ আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে ।
২৯। হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা ?
উঃ ১. বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী ; ২. গবেষক ; ৩. সরকার ; ৪ . ভোক্তা ও বণিক সংঘ ; ৫. নিরীক্ষক ; ৬.পরিকল্পনাকারী ; ৭. ঋণ দাতা ; ৮. পরামর্শক ; ৯. শ্রমিকসংঘ ; ১০. জনগণ ; ১১ . কোম্পানির নিবন্ধক ও ১২. আয়কর কর্তৃপক্ষ ।
৩০। ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী ?
উঃ ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা বলতে বুঝায় বিক্রেতা , ক্রেতাকে এ মর্মে প্রতিশ্রুতি প্রদান করে যে , পণ্যের পরিমাণ , মান বা মানের ঘাটতি হলে ( বিক্রির নির্দিষ্ট সময়ের মধ্যে ) বিনা খরচে পুনঃস্থাপন বা মেরামত করার নিশ্চয়তা ।
৩১। আই.পি.ও বলতে কী বুঝ ?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহ করার লক্ষ্যে সাধারণ জনগণের নিকট প্রথমবারের মতো শেয়ার ইস্যু করাকে IPO ( আইপিও ) বা Initial Public Offering বলা হয় ।
৩২। সুনাম কিভাবে সৃষ্টি হয় ?
উঃ সুনাম সৃষ্টি হবার কারণসমূহ নিম্নরূপ : ১. বিক্রেতার সুমিষ্ট ব্যবহার ; ২. পণ্যের গুণাবলি ; ৩. সততা , নিষ্ঠা ও আন্তরিকতা এবং ৪. ক্রেতা সন্তুষ্টি ।
৩৩। ‘অতি মুনাফা’ কি ?
উঃ স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলে ।
৩৪। দুইটি অনগদ দফার নাম লিখ ।
উঃ দুটি অনগদ দফার নাম- ১. অবচয় ও ২. সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয় ।
৩৫। ভগ্নাবশেষ মূল্য কি ?
উঃ কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয় , তাকে ভগ্নাবশেষ মূল্য বলে ।
৩৬। পূর্ণ প্রকাশ নীতি কি ?
উঃ আর্থিক তথ্য ব্যবহারকারীর নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে পূর্ণ প্রকাশ নীতি বলে।
৩৭। ক্রয়মূল্য নীতি কি ?
উঃ ক্রয়মূল্য নীতি হলো একটি নীতি যেখানে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয় ।
৩৮। ক্রমাবলোপন কি ?
উঃ কোনো অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসাবে বণ্টন করাই হলো ক্রমাবলোপন ।
৩৯। বিনিয়োগের দুটি উদ্দেশ্য লিখ ।
উঃ বিনিয়োগের দুটি উদ্দেশ্য হল 🙁 i ) ভবিষ্যতে উপার্জন , ( ii ) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা ।
৪০। তারল্য বলতে কি বুঝ ?
উঃ অর্থ ও সময়ের কোনো ক্ষতি স্বীকার না করে সহজে এবং দ্রুত বিনিয়োগ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে রূপান্তরিত করাকে তারল্য বলা হয়।

থিউরি-অংশ

গ_বিভাগ

১। হিসাব চক্র কি? হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর।
২। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণের উপাদানগুলো বর্ণনা কর।
৩। অবচয় বলতে কি বুঝ? অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা কর। স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যের উদ্দেশ্যগুলো কি কি?
৪। চলতি দায় কাকে বলে? চলতি দায়ের শ্রেণিবিভাগ দেখাও বা প্রকারভেদ কি কি?
৫। সুনাম কি? কখন অংশীদারি কারবারের সুনামের মূল্যায়ন করা হয়?নতুন অংশীদার আগমনের সময় সুনাম হিসাবভুক্তির বিবরণ দাও।
অথবা, সুনাম কাকে বলে? অংশীদারি কারবারের হিসাবে সুনাম লিপিবদ্ধ করার কি কি বিকল্প পদ্ধতি আছে? উদাহরণসহ প্রত্যেকটি পদ্ধতি ব্যাখ্যা কর।
৬। নগদ প্রবাহ বিবরণী কি? নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যেছ পার্থক্য কি কি?
অথবা, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের কয়টি পদ্ধতি রয়েছে? অর্থায়ন কার্যক্রম থেকে “নগদ প্রবাহ” – এর তিনটি দফা উল্লেখ কর। আসাদস্যার।
৭। মূল্য সংযোজন বিবরণী কি? মূল্য সংযোজন বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
অথবা, মূল্য সংযোজন কি? মূল্য সংযোজন নির্ধারণের পদ্ধতিগুলো বর্ণনা কর।
৮। মূল্য সংযোজন করের সংজ্ঞা দাও। মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্য সংযোজন করের ভূমিকা আলোচনা কর।
৯। অংশীদারী কারবারে বিলোপসাধন পদ্ধতি বলতে কি বুঝ? অংশীদারী কারবারের বিলোপসাধনের কারণগুলি লিখ।
১০। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি? এর বিষয়বস্তু উল্লেখ কর।
অথবা, পুনঃমূল্যায়ন হিসাব ও আদায়করণ হিসাবে মধ্যে পার্থক্য কর।
১১। ব্যন্ডের সংজ্ঞা দাও। দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য ইস্যুর সুবিধাসমূহ কি কি?
১২। বিক্রয়যোগ্য সিকিউরিটি কি? বিক্রয়যোগ্য সিকিউরিটি মূল্যায়নের পদ্ধতিগুলো বর্ণনা কর।
১৩। নিত্য মজুদ পণ্য ও কালান্তিক মজুদ পণ্যের মধ্যে দেখাও।
অথবা, নগদ ও বকেয়া হিসাবরক্ষণ মধ্যে পার্থক্য দেখাও।
১৪। আয় বিবরণীর সংজ্ঞা দাও। আয় বিবরণীর উপাদানসমূহ উল্লেখ কর।
১৫। ভগ্নাবশেষ মূল্য বলতে কি বুঝ? অবচয় ও অবলোকনের মধ্যে পার্থক্য দেখাও।

গাণিতিক_অংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বিবিএ) অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।

১। Journal Entries:
২০১২ সালের ৬,৯,১০। ২০১৩ সালের ২,৫,৭,১৪,১৭। ২০১৪ সালের ৫,৬,১০,১৫। ২০১৫ সালের ৫,৬,১০,১৩। ২০১৭ সালের ৫,৭,১০,১৩*।

২। Income Statement :
২০১২ সালের ১৭, ২০১৩ সালের ১০,১৩,২০১৬ সালের ৯,১৪

৩। Trial Balance :
২০১২ সালের ১৪, ২০১৩ সালের ১০*,১৩, ২০১৬-৯,১৪।

৪। Balance Sheets :
২০১৪ সালের-১৬, ২০১৫-১৪, ২০১৬-১৩, ২০১৭-১১,১৬

৫। Statement Of Adjusting. Entries :
২০১৫ সালের ৮*।

৬। ডিগ্রী ২০১৬ এবং ২০১৮ সালের সব অংকসমূহ করতে হবে।

[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!