ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ উদ্ভিদবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উদ্ভিদের গৌণ বৃদ্ধি বলতে কী বুঝ
উঃ ক্যাম্বিয়াম এবং ফেলােজেন নামক পার্শ্বীয় ভাজক কলার কর্ম তৎপরতার ঘাৱা গৌণ কলাসমটি গঠনের মাধ্যমে কাণ্ড ও মূলের পরিধিতে যে এক প্রকার বৃদ্ধি ঘটে তাকে গৌণ ৰা সেকেন্ডারি বৃদ্ধি বলে ।
২। হারবেরিয়াম কাকে বলে?
উঃ উদ্ভিদ নমুনাসমূহ সংগ্রহ করে শনাক্তকরণের জন্য প্রয়ােজনীয় অংশলয় ভালভাবে শুকিয়ে বা রাসায়নিক পদা প্রয়ােগ করে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম (1le barium) বলে।
৩। প্যালিওবোটানি-এর সংজ্ঞা দাও।
উঃ বিজ্ঞানের যে শাখায় ভূতত্ত্বীয় অতীত উদ্ভিদের দেহ, দেহাংশ বা দেহের কোনাে অংশের চিহ্ন বা সাক্ষ্যকে নিয়ে গবেষণা করা হয় তাকে প্রত্নউজিলবিদ্যা বা প্যালিওবোটানি বল।
৪। পুংকেশর কাকে বলে?
উঃ পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে ।
৫। একটি লিগিউম ফলের উদাহরণ দাও।
উঃ মটর।
৬। প্রজাতির সংজ্ঞা দাও।
উঃ প্রজাতি হলাে বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্প্র একদল উদ্ভিদ যারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সম্রান উৎপাদনে সক্ষম।
৭। কুমড়া উদ্ভিদের গোত্রের নাম লিখ।
উঃ Cucurbitaceae গোত্র।
৮। ডাল’ কে গরীবের মাসে বলা হয় কেন?
উঃ ডালে ২০% – ২৯% আমিষ থাকে। এছাড়া এতে অত্যধিক পরিমাণে লাইসিন থাকায় ডালকে গরিবের আমিষ বলা হয়।
৯। প্রোক্যাম্বিয়াম কী?
উঃ মই ভাজক কলার বি লম্বা ও সুচালাে কোষ একত্রিত হয়ে যে গঠন শুট করে তাকে প্রােক্যাম্বিয়াম বলে।
১০। ICBN এর পূর্ণরূপ লিখ।
উঃ International Code of Botanical Nomenclature.
১১। বীজ বলতে কী বুঝ?
উঃ পরিবর্তিত ও পরিপুষ্ট নিষিক্ত ডিম্বককে বীজ বলে।
১২। সেকেন্ডারি মেরিস্টেম কাকে বলে?
উঃ আদি ভাজক কলা থেকে উৎপন্ন কিছু কলা পৃথকীকরণের মধ্য দিয়ে বিভাজন ক্ষমতা হারিয়ে বিভিন্ন প্রকারের স্থায়ী পর্যবসিত হয় সেসৰ কলাকে গৌণ ভাজক কলা বলে।
১৩। জাইলেমের উপাদানগুলাের নাম লিখ।
উঃ জাইলেমের উপাদানগুলাে হলাে- ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার।
১৪। শাস কি?
উঃ জ্বণস্থলীর ভিতরের ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস দ্বিনেষেক প্রক্রিয়ায় অংশগ্রহণপূর্বক যে টিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে এবং যা বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের মধ্যে যে albuminas কলা সৃষ্টি করে তাকে শাস বা Endosperm বলা হয়।
১৫। পুষ্পবিন্যাসের সংজ্ঞা দাও।
উঃ যে সুনির্দিষ্ট পদ্ধতিতে একটি অক্ষের (মঞ্জরিদণ্ড) উপর ফুলগুলাে সজ্জিত থাকে, তাকে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বলা হয়।
১৬। ক্যাম্বিয়াম কী?
উঃ প্রােক্যাম্বিয়াম থেকে উদ্ভূত টিস্যু বা কলার যে অংশ বিভাজন ক্ষমতা সম্পন্ন তাকে ক্যাম্বিয়াম বলা হয়।
১৭। বসন্তকালীন কাঠ’ কি?
উঃ বসন্ত ঋতুতে যেসব গৌণ জাইলেম সৃষ্টি হয় তাদের বসন্তকালীন কাঠ বা Spring Wood বলা হয়।
১৮। শ্রেণিবিন্যাসের জনক কে?
উঃ ক্যারােলাস লিনিয়াসকে।
১৯। ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম : তুলসী-Ocimum sanctum.
২০। গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝ।
উঃ স্পাের থেকে গ্যামিটোফাইটিক দেহ সৃষ্টির পদ্ধতিকে গ্যামিটোজেনেসিস বলা হয়।
২১। ICBN কী?
উঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের এবং ট্যাক্সনের নামকরণের নীতি নির্ধারণমূলক লিখিত দলিল বা বিধিমালাকে ICBN বলে।
২২। Nymphaeaceae গােত্রের একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (i) Nymphaea nouchali (শাপলা) ও (ii) Nelumbo nucifera (পদ্ম)।
২৩। সায়াথিয়াম কী?
উঃ এক ধরনের পুষ্প বিন্যাস যার পুষ্পধার সংক্ষিপ্ত কিন্তু অনেকগুলাে মঞ্জরিপত্র পরস্পর সংযুক্ত হয়ে পেয়ালাকৃতির ইনভােলুকার গঠন করে।
২৪। খাদ্যশস্য উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (ক) ধান- Oryza sativa ও (খ) গম- Triticum aestivum.
২৫। ভ্রূণবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উঃ উদ্ভিদ বিজ্ঞানের যে
শাখায় উদ্ভিদের যৌন জনন, যৌনাঙ্গের পরিস্ফুটন, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, গঠন ও বিকাশ প্রভৃতি নিয়ে আললাচনা করা হয় তাকে উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বলা হয়।
২৬। বৈধ প্রকাশনা বলতে কি?
উঃ কোনাে নাম ICBN এর নীতিমালা অনুসারে প্রকাশিত হলে তাকে Valid Publication (বৈধ প্রকাশন) বলে।
২৭। পেরিসাইকেল কি?
উঃ এন্ডােডার্মিস এবং ভাস্কুলার বান্ডলের মধ্যবর্তী অঞ্চলকে পেরিসাইকেল বলে।
২৮। পুষ্প সংকেত কি?
উঃ যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন অংশ নির্ধারণ করা হয় তাকে পুষ্প সংকেত বলা হয়।
২৯। স্থায়ী টিস্যু কি?
উঃ যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলে।
৩০। বেভারেজ কি?
উঃ পানীয় উৎপাদন প্রক্রিয়াকে বেভারেজ বলে।
৩১। পেরিডার্ম কি?
উঃ বহিঃস্টিলীয় অঞ্চলে গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাইরে একটি রক্ষণমূলক স্তর গঠিত হয়। এটিকে পেরিডার্ম বলা হয়।
৩২। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি?
উঃ সংযুক্ত ও সমপাশ্মীয় ভাস্কুলার বাউলের ভেতরে অবস্থিত ক্যাম্বিয়ামকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে।
৩৩। অমরা কি?
উঃ যে টিস্যু বা কলা হতে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে।
৩৪। ভ্রূণ কি?
উঃ ভ্রূণ হলাে তরুণ, বিকাশমান ও ক্ষীণকায় উদ্ভিদ যা বীজের মধ্যে অথবা আর্কিগােনিয়ামের মধ্যে অঙ্কুরােদগম পর্যন্ত অবস্থান করে।
৩৫। জীবাশ্ম কি?
উঃ পৃথিবীর বিভিন্ন ভূ-স্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত জীবের দেহ বা দেহের কোন অংশের চিহ্নকে জীবাশ্ম বলে।
৩৬। গুপ্তবীজী উদ্ভিদের উন্নত পুষ্প কি ধরনের ?
উঃ পুষ্প একলিঙ্গ , ভিন্নবাসী , মঞ্জরীতে অবস্থিত ক্ষুদ্র এবং পুষ্পবিন্যাস অনিয়ত ধরনের।
৩৭। প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কি?
উঃ সর্বাধিক সংখ্যক সদৃশ্যযুক্ত প্রাকৃতিক বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলা হয়।
৩৮। বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত ?
উঃ ঢাকার মিরপুরে।
৩৯। Rutaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ Rutaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ( i ) Aegle marmelos ( বেল ) ( ii ) Citrus lemmon ( লেবু )।
৪০। Arecaceae গোত্রের ফল কি ধরনের ?
উঃ ফল বেরী বা স্তুপ , বহিঃত্বক মাংসল , তন্ত্রময় বা চর্মবৎ ।Arecaceae গোত্রের ফল কি ধরনের ? উত্তর : ফল বেরী বা স্তুপ , বহিঃত্বক মাংসল , তন্ত্রময় বা চর্মবৎ ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। একটি ডিম্বকের চিহ্নিত চিত্র অঙ্কন কর । ১০০%
২। ভাজক ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য কর । ১০০%
৩। জীবাশ্মের গুরুত্ব উল্লেখ কর । ১০০%
৪। এঙ্গলার ও প্রান্টলের শ্রেণিবিন্যাস পদ্ধতির ত্রুটিগুলো কী কী ? ১০০%
৫। Apocynaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ । ১০০%
৬। হারবেরিয়াম শীট তৈরির পদ্ধতি বর্ণনা কর । ১০০%
৭। নিম্নোক্ত উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম , ব্যবহৃত অংশ ও ব্যবহার লিখ : গম , থানকুনি , সূর্যমুখীর তেল , ভুট্টা , বাসক , পিঁয়াজ , নিম ,বাদাম ,সরিষা ,রসুন ,মসুর ,সয়াবিন ,মেহগনি ,তুলসী । ১০০%
৮। পেরিডার্ম কী ? ব্যাখ্যা কর । ১০০%
৯। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লিখ । ১০০%
১০। Amaryllidaceae ও Apocynaceae পরিবারের দুটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম লিখ । ১০০%
১১। দুটি কাঠ উৎপাদনকারী ও দুটি ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ । ৯৯%
১২। প্যারেনকাইমা টিস্যুর কাজ উল্লেখ কর । ৯৯%
১৩। এন্ডোস্পার্ম কি ? আবৃতবীজী ও নগ্নবীজী এন্ডোস্পার্মের মধ্যে পার্থক্য লেখ । ৯৯%
১৪। ফসিল কী ? এর গুরুত্ব উল্লেখ কর । ৯৯%
১৫। কাজের ভিত্তিতে ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ বর্ণনা কর । ৯৯%
১৬। দ্বি – বীজপত্রী কাণ্ড ও মূলের অন্তর্গঠনের পার্থক্য লেখ । ৯৯%
১৭। উদাহরণসহ Nymphaeaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য লেখ । ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। উদাহরণসহ বিভিন্ন প্রকার পুষ্পমঞ্জরীর বর্ণনা কর । ১০০%
২। বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডিলের সচিত্র বর্ণনা কর । ১০০%
৩। জীবাশ্ম কত প্রকার ও কী কী ? বর্ণনা কর । ১০০%
৪। একটি আবৃতজীবী উদ্ভিদের স্ত্রীগ্যামিটোফাইটের বিকাশ সচিত্র বর্ণনা কর । ১০০%
৫। বেন্থাম ও হুকারের শ্রেণিবিন্যাস পদ্ধতির সারসংক্ষেপ লিখ এবং ইহার সুবিধাগুলো উল্লেখ কর । ১০০%
৬। ভূতাত্ত্বিক সময়মাপনী বলতে কী বুঝ ? বিভিন্ন ভূতাত্ত্বিক সময়ে উদ্ভিদের আগমন ও তীরোধান সম্পর্কে আলোচনা কর । ১০০%
৭। চা চাষ ও এর প্রক্রিয়াজাতকরণের বিবরণ দাও । ১০০%
৮। প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কি ? বেনথাম – হুকারের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর । ১০০%
৯। একটি আট নিউক্লিয়াসবিশিষ্ট ভ্রূণস্থলির বিকাশ চিত্রসহ বর্ণনা কর । ১০০%
১০। অস্বাভাবিক গৌণবৃদ্ধি বলতে কি বুঝ ? পুনর্ণভা কাণ্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধির বর্ণনা দাও । ১০০%
১১। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বহিঃস্টিলীয় গৌণবৃদ্ধির সচিত্র বর্ণনা কর । ৯৯%
১২। প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাসের সংজ্ঞা দাও । ৯৯%
১৩। এংগলার ও প্রান্টলের শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর । ৯৯%
১৪। নিম্নের গোত্রগুলোর প্রত্যেকটির দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নামসহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ ( ক ) Cucurbitaceae ; ( খ ) Aracaceae. ৯৯%
১৫। শ্রেণিবিন্যাসের এককগুলোর নাম উদাহরণসহ ক্রমানুসারে লিখ । ৯৯%
উদ্ভিদ নামকরণে ICBN এর নীতিমালাসমূহ লিখ । ৯৯%
১৬। উদ্ভিদ নামকরণে ICBN এর নীতিমালাসমূহ লিখ । ৯৯%
১৭। পার্থক্য লেখ :-
( ক ) Apocynaceae এবং Cucurbitaceae ; ( খ ) সার কাঠ এবং অসার কাঠ । ৯৯%
১৮। অমরাবিন্যাস কি ? বিভিন্ন প্রকার অমরাবিন্যাস চিত্রসহ বর্ণনা কর । ৯৯%
১৯। টীকা লিখ ( যে কোনো দুইটি ) : ( ক ) প্যালিওবোটানির পরিধি ( খ ) মূল – কাণ্ড অবস্থান্তর ( গ ) স্পোরোজেনেসিস (ঘ) বর্ষবলয় (ঙ) ট্যাক্সন (চ) সায়াথিয়াম ।