ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ মনোবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- DNA

২। বাল্যকালের পরিসর উল্লেখ কর। 

উঃ বাল্যকালের পরিসর ২ বছর।

৩। জীবনচক্রে কয়টি ধাপ আছে? 

উঃ জীবনচক্র ৩টি ধাপ আছে।

৪। মানবদেহে কয় জোড়া ক্রোমােজম আছে? 

উঃ মানবদেহে ২৩ জোড়া ক্রোমােজম আছে।

৫। জন্ম প্রক্রিয়ার ধাপ কয়টি? 

উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ হলাে তিনটি।

৬। ভ্রূণকোষ কী? 

উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে যে কোষ উৎপন্ন হয় তাকে জাইগােট/ভ্রূণকোষ বলা হয়।

৭। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি? 

উঃ ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান হলাে তিনটি।

৮। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী? 

উঃ গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম- ভ্রুণ বিকাশ পর্যায়।

৯। বিকাশ কী? 

উঃ মাতৃগর্ভের মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের বিভিন্ন পর্যায়কে বিকাশ বলে।

১০। আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। 

উঃ আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য ১. সংক্ষিপ্ততা , ২. আঁতুড়কাল সম্পূর্ণ নতুন ধরনের অভিযােজনের সময়।

১১। ডাউন সিনড্রোম কী? 

উঃ ডাউন সিনড্রোম ট্রাইসমি ২১ নামেও পরিচিত। এটি ক্রোমােজোম ২১ এর তৃতীয় অনুলিপির সমস্ত বা আংশিক উপস্থিতি দ্বারা সৃষ্ঠ একটি জিনগত ব্যাধি।

১২। তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে আখ্যায়িত করা হয়? 

উঃ তারুণ্যের প্রথম পর্যায়কে বয়ঃসন্ধিকাল নামে আখ্যায়িত করা হয়।

১৩। জীবন প্রসরের কোন সময়কে নবজাতক’ (Neonate) কাল বলা হয়?

উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।

১৪। জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল কত?

উঃ জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল ২৭০-২৮০ দিন।

১৫। গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কি?

উঃ ভ্রূণ বিকাশকাল।

১৬। জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা কে?

উঃ রজার ব্রাউন।

১৭। মনােসমীক্ষণের প্রবক্তা কে?

উঃ ফ্রয়েড।

১৮। দলগত বয়স কী?

উঃ শৈশব কাল হলাে দল গঠনের বয়স। এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনে আগ্রহী হয়। অন্যদের সাথে এবং দলের সবার আনুকূল্য পেতে সে উদগ্রীব থাকে। এ উদ্দেশ্যে সে দলগত পছন্দ অনুযায়ী পােশাক পরিধান করে, কথা বলে এবং সে অনুযায়ী আচরণ করে। এ বয়সকে দলগত বয়স বলে।

১৯। বয়ঃসন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম লিখ।

উঃ ১, লিঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ২, ছেলেদের যৌন অঙ্গ- প্রতঙ্গ কর্মক্ষম হওয়ার কিছুদিন পরেই স্বপ্নদোষ শুরু হয়।

২০। শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।

উঃ শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম হলাে- (i) অন্যের কাজ দেখা ও (ii) ছবি দেখা।

২১। আঁতুড়কালের স্থায়িত্ব কত ? 

উঃ আঁতুড়কালের স্থায়িত্ব হলো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দুই সপ্তাহ। 

২২। Meiosis কী? 

উঃ কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষে ২৩টি ক্রোমােজোম থাকে। কোষ বিভাজনের এ প্রক্রিয়াকে Meiosis (মাইওসিস) বলে।

২৩। মরুলা কী?

উঃ কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ তা থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্টুলা গঠিত হয়।

২৪। Blastocyst কি?

উঃ বাস্টোসাইস্ট স্তন্যপায়ীদের প্রাথমিক বিকাশে গঠিত

একটি অভ্যন্তরীণ কোষ ভর যা পরবর্তীকালে ভ্রণ গঠন করে ।

২৫। ব্যাবলিং কি?

উঃ অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে ব্যাবলিং বলে।

২৬। বাক ক্রটি কত প্রকার ও কি কি?

উঃ বাক ত্রুটি ৪ প্রকার। যথা-১. এক্সিয়া (Apraxia), ২. ডিসার্থিয়া (Dysarthria),৩. সাটারিং (Sutering) ও ৪. ভয়েজ (Voice)।

২৭। ভ্রূণকাল এর বিস্তৃতি কত?

উঃ ভ্রূণকাল এর বিস্তৃতি ২ মাস বা ৮ মাস। 

২৮। বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।

উঃ বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্য হলাে- এসময় ছেলেদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় ও আরাে মধুর হয়।

২৯। Myxedema কি?

উঃ মিক্সেডেমা অর্থ হাইপােথাইরয়েডিজম। এটি ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।

৩০। কিশাের অপরাধ কি?

উঃ সাধারণত ৭-১৬ বছর বয়সী কিশােরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশাের অপরাধ বলে।

৩১। জিন কী?

উঃ জিন হলাে জীবদেহের অসংখ্য দানার মতাে পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।

৩২। মনােসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?

উঃ মনােসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন জার্মান মনােবিজ্ঞানী এরিকসন।

৩৩। জন্ম-পূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লিখ

উঃ (i) ডিম্বকোষ (ii) ভ্রণ পর্যায় (iii) দেহ গঠন স্তর।

৩৪। জন্ম প্রক্রিয়ায় কয়টি ধাপ আছে?

উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ তিনটি। যথা- ১. ১ম ধাপ, ২. ২য় ধাপ ও ৩, ৩য় ধাপ।

৩৫। জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?

উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৭.৫ পাউন্ড এবং দৈর্ঘ্য ২০ ইঞ্চি (erider & others 1983).

৩৬। ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?

উঃ কান্না ও অঙ্গ-ভঙ্গি।

৩৭। বয়ঃসন্ধিকালের দুটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।

উঃ ১.মুখ্য বা প্রাথমিক যৌন বৈশিষ্ট্য ২. গৌণ যৌন বৈশিষ্ট্য।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বিকাশ মনােবিজ্ঞান কি? বিকাশ মনােবিজ্ঞানের লক্ষ্যগুলাে লেখ। ১০০%

২। জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাববিস্তারকারী মাতৃত্বজনিত উপাদানগুলাে সংক্ষেপে বর্ণনা কর। ১০০%

৩। জীবন চক্রে নবজাতককাল এত গুরুত্বপূর্ণ কেন? ১০০%

৪। গর্ভধারণ কি? গর্ভধারণের পর্যায়সমূহ বর্ণনা কর। ১০০%

৫। শৈশবকাল কি? শৈশবকালের আবেগের চারটি বৈশিষ্ট্য লেখ। ১০০%

অথবা, শৈশবকালের আবেগের ধরন আলােচনা কর।

৬। সামাজিক বিকাশে সমবয়সী দলের ভূমিকা আলােচনা কর। ১০০%

৭। শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলি বর্ণনা কর। ১০০%

৮। জন্ম প্রক্রিয়া কি? জন্ম প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%

৯। বিকাশমূলক কার্যক্রম কি?

বিকাশমূলক পরিবর্তনের অর্থ কী?  ১০০%

১০। বয়ঃসন্ধিকালে প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর। ১০০%

১১। দীর্ঘচ্ছেদ ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

১২। শৈশবকাল কি? শৈশবে খেলার প্রয়োজনীয় কেন? ৯৯%

১৩। আঁতুড়ঘর কি? আঁতুড়কালের বৈশিষ্ট্যসমূহ কি? ৯৯%

১৪। কেস স্টাডি পদ্ধতি, জীন ও ক্রোমােজম কী? ৯৯%

১৫ নিষিক্তকরণ ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বিকাশের নীতিসমূহ আলােচনা কর। ১০০%

২। প্রতিবর্তী ক্রিয়া কি? নবজাতকের প্রতিবর্তী ক্রিয়াসমূহ বর্ণনা কর। ১০০%

৩। গর্ভধারণ কি? গর্ভকালীন বিকাশের পর্যায়গুলাে বর্ণনা কর। ১০০%

৪। শৈশবের খেলার ধরনগুলাে বর্ণনা কর। ১০০%

৫। শিশুর নৈতিক বিকাশে পুরস্কার ও শাস্তির ভূমিকা আলােচনা কর। ১০০%

৬। বাল্যকালের শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলােচনা কর। ১০০%

৭। বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালীন দৈহিক পরিবর্তনসমূহ বর্ণনা কর। ১০০%

অথবা, বয়ঃসন্ধিতে অঙ্গ – প্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা কর।

৮। তারুণ্যের দৈহিক পরিবর্তন আলােচনা কর। ১০০%

অথবা, তরুণ বয়সের মানসিক কার্যাবলি আলোচনা কর।

৯। আবেগ কি? শৈশবকালে আবেগের ধরনসমূহ বর্ণনা কর। ১০০%

১০। ভাষা বিকাশ কি? শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলো বর্ণনা কর। ১০০%

অথবা, বাল্যকাল কি? বাল্যকালের ভাষা বিকাশ বর্ণনা কর।

১১। শৈশবকাল কি? শৈশবকালীন আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা কর। ৯৯%

১২। সাক্ষাৎকার কি? বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

১৩। শৈশবকালীন দৈহিক বিকাশ বর্ণনা কর। ৯৯%

১৪। আঁতুড়কালের শারীরিক বিকাশ ও কার্যাবলি বর্ণনা কর। ৯৯%

১৫। বিকাশের পরিবেশগত নিয়ামকসমূহ বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!