ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় সমাজকর্ম পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- FGD,
২। সামাজিক গবেষণার প্রথম ধাপ কি?
উঃ সামাজিক গবেষণার প্রথম ধাপ বিষয় নির্বাচন ও নির্ধারণ ।
৩। “Scientific Social Survey and Research” acs লেখক কে?
উঃ P.V. Young.
৪। নমুনায়ন কি?
উঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলা হয়।
৫। স্বাধীন চলক কি?
উঃ যে চলক অন্য কোনাে চলকের সাহায্য ছাড়া কোনাে কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে ।
৬। উপাত্ত কি?
উঃ উপাত্ত হলাে কোনাে ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্য।
৭। অনুমান কি?
উঃ অনুমান বলতে বুঝায় এমন কিছু উপাত্ত যা গবেষণার
জন্য তৈরি হয় এর জন্য কোন পরীক্ষণের প্রয়ােজন হয় না।
৮। মাধ্যমিক তথ্যের উৎস কি কি?
উঃ মাধ্যমিক তথ্যের উৎসগুলাে হলাে- ১. প্রকাশিত উৎস ও ২. অপ্রকাশিত উৎস।
৯। বিস্তার পরিমাপের ‘আদর্শ পরিমাপক কোনটি?
উঃ বিস্তারের আদর্শ পরিমাপক হলাে পরিমিত ব্যবধান।
১০। r=-1 দ্বারা কি বােঝায়?
উঃ r = – 1 দ্বারা দুটি চলকের মধ্যে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমানকে বুঝায়।
১১। পরিসর নির্ণয়ের সূত্র লিখ ।
উঃ পরিসর নির্ণয়ের সূত্রটি হলো- R = L – S :
১২। ক্রমযােজিত গণসংখ্যা কি?
উঃ গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণিতে বিদ্যমান গণসংখ্যাগুলােকে পর্যায়ক্রমিকভাবে যােগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযােজিত গণসংখ্যা বলে।
উঃ বই থেকে দেখেনাও।
১৩। কার্ল পিয়ারসনের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ প্রচুরক = ৩ x মধ্যমা- ২ x গাণিতিক গড়।
১৪। নিম্নের উপাত্তের পরিসর নির্ণয় কর :
(Calculate the Range from the following data : 30, 60, 85, 45, 20, 65, 75, 35.)
উঃ উপাত্তের পরিসর = (সর্বোচ্চ মান – (85 – 20) = 65.
১৫। ডকুমেন্টের উৎস কি কি ?
উঃ বই থেকে দেখেনাও।
১৬। শ্রেণি মধ্যবিন্দু কি ?
উঃ কোনো শ্রেণির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে শ্রেণির মধ্যবিন্দু বলে ।
১৭। প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় কর ?
২৫ , ১০ , ২০ , ৪০ , ৬৫ , ৫২
উঃ ২৫ , ১০ , ২০ , ৪০ , ৬৫ , ৫২ সংখ্যাগুলোর সর্বোচ্চ মান ৬৫ ও সর্বোনিম্ন মান ১০ ; সুতরাং পরিসর = ৬৫ – ১০ = ৫৫
১৮। পাই – চার্ট কি ?
উঃ পরিসংখ্যানে উপাত্তের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পূর্ণ উপাত্তের সাথে বিভিন্ন আংশিক উপাত্তের পারস্পরিক সম্পর্ক উপস্থাপনের ক্ষেত্রে যে চিত্র ব্যবহার করা হয় তাকে পাই – চার্ট বলে ।
১৯। তত্ত্ব কি ?
উঃ কোনো একটি প্রস্তাবনার সমষ্টিকেই বলা হয় তত্ত্ব ।
২০। নিম্নের উপাত্তগুলোর কোনটি প্রচুরক তা বের কর:
৭ , ৫ , ৪ , ৯ , ৫ , ৩ , ৬ ।
উঃ নিম্নের উপাত্তগুলোর মধ্যে প্রচুরক হলো ৫ ।
২১। প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রটি লিখ ।
উঃ বই থেকে দেখেনাও।
২২। সামাজিক গবেষণা কাকে বলে ?
উঃ বই থেকে দেখেনাও।
২৩। অনুকল্প কি ?
উঃ বই থেকে দেখেনাও।
২৪। নির্ভরশীল চলক কাকে বলে ?
উঃ যে চলক অন্য চলকের উপর নির্ভর করে চলে।
২৫। তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশল গুলো উল্লেখ কর ?
উঃ সম্ভাবনা ভাষা চলক।
২৬। সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত কত প্রকার কি কি ?
উঃ সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত দুই প্রকার।
১. পূর্ব পরীক্ষণ। ২.পরীক্ষণ পদ্ধতি।
২৭। কেস স্টাডি পদ্ধতি কী ?
উঃ বই থেকে দেখেনাও।
২৮। সাহিত্য সমীক্ষা কি ?
উঃ বই থেকে দেখেনাও।
২৯। সাক্ষাৎকার কাকে বলে ?
উঃ বই থেকে দেখেনাও।
৩০। সংঘটিত প্রশ্নমালা কি ?
উঃ বই থেকে দেখেনাও।
৩১। মূল্যবোধ কাকে বলে ?
উঃ ভালো-মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকেই মূল্যবোধ বলা হয়।
৩২। ‘Statisties’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৩। গণসংখ্যা নিবেশন কি ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৪। জনসংখ্যা নিবেশনের এর উপাদান গুলো কি ?
উঃ বই থেকে দেখেনাও।
৩৫। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি গুলো উল্লেখ কর ?
উঃ গড় মধ্যমা ও প্রচুরক।
৩৬। একটি সারণির কয়টি অংশ থাকে ?
উঃ ৮ টি ।
৩৭। ” Methods of Social Research ” গ্রন্থের লেখক কে ?
উঃ Kenneth D. Bailey .
উঃ বই থেকে দেখেনাও।
৩৮। তথ্য বিশ্লেষণের দুটি উপায় লিখ ।
উঃ ১. সংগৃহীত তথা নিরীক্ষণ ও ২. কার্যকর সম্পর্কের বিশ্লেষণ ।
৩৯। নমুনায়ন কাকে বলে ?
উঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলা হয় ।
৪০। তথ্য বিশ্ব কি ?
উঃ পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান হলো সমাগ্রহ বা তথ্য বিশ্ব।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

থিউরি

১। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। ১০০%
২। মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লিখ। ১০০%
৩। বৈজ্ঞানিক পদ্ধতি কি? এ পদ্ধতির উপাদানসমূহ কি? ১০০%
৪। পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির সুবিধা কি কি? ১০০%
৫। সামাজিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো লিখ। ১০০%
৬। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উত্তম পদ্ধতি কোনটি এবং কেন? ১০০%
৬। সাক্ষাৎকা কি? সাক্ষাৎকার পদ্ধতির পাঁচটি সুবিধা লিখ। ১০০%
৭। সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৮। সামাজিক গবেষণায় পরিসংখ্যাণের ব্যবহার বর্ণনা কর। ১০০%
৯। পরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখাও। ১০০%
১০। বিস্তার পরিমাপ বলতে কি বুঝ? ১০০%
১১। সংশ্লেষণ ও নির্ভরাংকের মধ্যে সম্পর্ক লিখ। ৯৯%
১২। তথ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে? ৯৯%
১৩। বিভিন্ন ধরনের সহসম্বন্ধ আলোচনা কর। ৯৯%

গাণিতিক_অংশ

১। নিচের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর :- ৮, ১০, ১২, ১৪, ১৮
অথবা, ইংরেজি অংশে প্রদত্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর : 10, 12, 15, 18, 20, 22, 25, 30.
২। নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর :- X : ৫, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৮, ২০।
৩। নিচের উপাত্ত থেকে গড় নির্ণয় কর : ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ৩০০০, ১৫।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

থিউরি

১। সামাজিক জরিপ কি? বাংলাদেশে সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
২। গবেষণা নকশা কাকে বলে? সামাজিক গবেষণায় গবেষণা নকশার গুরুত্ব উল্লেখ কর। ১০০%
৩। কেস স্টাডি কি? কেস স্টাডির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৪। প্রতিবেদন কি? প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর। ১০০%
৫। সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো কি? তথ্য
সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভুত সমস্যা ও সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর। ১০০%
৭। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা কর। ১০০%
অথবা, সামাজিক গবেষণা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তা আলোচনা কর।
৮। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার ও সীমাবদ্ধতা আলোচনা কর। ৯৯%

গাণিতিক_অংশ

১। গণংসংখ্যা নিবেশন কাকে বলে? নিম্নের উপাত্তগুলোর মাধ্যমে উপযুক্ত শ্রেণিব্যাপ্তিসহ গণসংখ্যা নিবেশন প্রস্তুত কর। ডিগ্রী ২০১৮ সালের ১৪ এবং ২০১৬ সালের ১৫ নাম্বার।
২। কেন্দ্রীয় প্রবণতা কি? নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয় কর : ডিগ্রী ২০১৮ সালের ১৫ এবং ২০১৭ সালের ১৫ নাম্বার।
৩। ইংরেজি অংশে প্রদত্ত উপাত্তের গাণিতিক ও প্রচুরক নির্ণয় কর : ডিগ্রী ২০১৬ সালের ১৬ নাম্বার।
৪। নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর: ডিগ্রী ২০১৭ সালের ১৬ নাম্বার।
৫। ইংরেজি অংশে প্রদত্ত উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর : ডিগ্রী ২০১৬ সালের ১৭ নাম্বার।
৬। নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাংক নির্ণয় কর : ডিগ্রী ২০১৮ সালের ১৬ নাম্বার।
৭। শ্রেণি ক্রম সংশ্লেষণ কি? নিম্নের তথ্যসারি থেকে শ্রেণিক্রম সহ-সম্বন্ধ সহগ নির্ণয় কর এবং মন্তব্য কর : ডিগ্রী ২০১৮ সালের ১৭ নাম্বার।
৮। সহ-সম্পর্ক কি? নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে সংশ্লেষাংক নির্ণয় কর : ডিগ্রী ২০১৭ সালের ১৭ নাম্বার।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!