ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় মার্কেটিং পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- SOP, CBA, ILO, MRP.
২। ট্রেডমার্ক কি?
উঃ কোন পণ্য বা সেবার সাথে ব্যবহৃত এমন কোনো মার্ক (নিবন্ধিত ট্রেডমার্ক) যা স্বত্বাধিকারীর ব্যবহারের অধিকার রয়েছে তাকেই ট্রেডমার্ক বলে।
৩। প্রতিদান কি?
উঃ প্রতিশ্রুতির বিনিময় মূল্যকেই প্রতিদান বলে।
৪। চুক্তি কি ?
উঃ আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
৫। প্রতারণা কি?
উঃ কোন একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোন অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
৬। ক্ষতিপূরণ চুক্তি কি?
উঃ যে চুক্তি দ্বারা একপক্ষ নিজ আচরণ বা তৃতীয় কোন ব্যক্তির আচরণজনিত ক্ষতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি অপর পক্ষকে দেয় তবে সে চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলে।
৭। প্রতিনিধির সংজ্ঞা দাও।
উঃ প্রতিনিধি হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যক্তি যিনি মুখ্য ব্যক্তির পক্ষে কোন কার্য সম্পাদন করেন বা মুখ্য ব্যক্তির হয়ে তৃতীয় পক্ষের সাথে কোন লেনদেন সম্পন্ন করেন।
৮। স্বেচ্ছাসায় কি?
উঃ স্বেচ্ছাসায় বলতে চুক্তির বিষয় পক্ষসমূহের নির্ভর ও স্বাধীনভাবে মত প্রকাশ করাকে বুঝায়।
৯। উপচুক্তি কি?
উঃ যদি কোন ব্যক্তি কারো কাছ থেকে কিছু পায় এবং সে কারণে তার কিছু দেয়া ন্যায্য বলে মনে হয় তখন আদালত তাকে তা দিতে বাধ্য করে। এ জাতীয় চুক্তিকে উপ-চুক্তি বলে।
১০। দাগকাটা চেক কি?
উঃ যে চেক এর উপর বাম কোনায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল সরল রেখা অকৃত থাকে, তাকে বলা হয় দাগকাটা চেক।
১১। বিনিময় বিল কি?
উঃ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ দেনাদারের প্রতি পাওনাদারের লিখিত নির্দেশকে বিনিময় বিল বলে।
১২। মজুরি কি?
উঃ ১৯৩৬ সালে মজুরি পরিশোধ আইনের ২ (৬) ধারায় বলা হয়েছে যে, মজুরি হলো অর্থ দ্বারা পরিশোধযোগ্য সর্ব প্রকার পারিশ্রমিক যা ব্যক্ত বা অব্যক্ত যে কোনো নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে সংশিষ্ট ব্যক্তিকে পরিশোধ করা হয়।
১৩। শ্রম আদালত কি?
উঃ বাংলাদেশে বহাল ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশের বিধান অনুসারে কোনো কার্যসম্পাদনের জন্য সরকার কর্তৃক যে আদালত গঠিত হয় তাকে শ্রম আদালত বলে।
১৪। বল প্রয়োগ কি ?
উঃ জোর করে বা শক্তি প্রয়োগের মাধ্যমে কাউকে দিয়ে কিছু করতে বাধ্য করা বা করা থেকে বিরত থাকাকে বলপ্রয়োগ বলে ।
১৫। অত্যাবশ্যক পণ্য বলতে কী বুঝ ?
উঃ যে পণ্যের চাহিদা সবসময় ভোক্তাকে আকর্ষণ করে তাকে অত্যাবশ্যক পণ্য বলে।
১৬। অবলবৎযোগ্য চুক্তি কি ?
উঃ যে সকল চুক্তি আদালত কর্তৃক বলবৎ করা যায় না তাকে অ – বলবৎযোগ্য চুক্তি বলে ।
১৭। গৌণ শর্ত কী ?
উঃ যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক যা এ ভঙ্গ করলে ক্ষতিপূরণের দাবি করার অধিকার জন্মে কিন্তু পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি প্রত্যাখ্যান করার অধিকার জন্মে না তাকে গৌণ শর্ত বলে ।
১৮। প্রতীকমূলক অর্পণ কী ?
উঃ যখন কোনো প্রতীক বা এ ধরনের কোন কিছু পণ্যের দখল হস্তান্তর সম্পন্ন হয় তাকে প্রতীকমূলক অর্পণ বলে।
১৯। মনোপলি কী ?
উঃ যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে বা উৎপাদন প্রতিষ্ঠান থাকে বা কোনো একটি দ্রব্যের পূর্ণ যোগানের নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটির কোনো পরিবর্তন থাকে না তখন তাকে মনোপলি বা একচেটিয়া কারবার বলে ।
২০। কপিরাইটের সংজ্ঞা দাও । উত্তর :
উঃ যে শ্রেণির পণ্যের জন্য কোনো নকশা রেজিস্ট্রেশন করা হয় এবং উক্ত শ্রেণির যেকোনো পণ্যের নকশাটি ব্যবহারের একচ্ছত্র আধিপত্যকেই কপিরাইট বলে ।
২১। প্যাটেন্ট প্রত্যাহার কী ?
উঃ প্যাটেন্ট শব্দের অর্থ হলো বিশেষ অধিকার বা সর্বস্বত্ব যা নিজ দেশের সরকার কর্তৃক প্রদত্ত হয় ।
২২। আইন বলতে কি বুঝ ?
উঃ আইন হলো মানুষের প্রতিষ্ঠিত আচার , ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে সার্বভৌম ক্ষমতার সুস্পষ্ট সমর্থন রয়েছে ।
২৩। লেক্সমার্কেটোরিয়া কি ?
উঃ প্রাচীন রোমান আইনে তাদের দেশের সমুদ্র তীরবর্তী রীতি ও প্রথা এবং মেলা আদালতসমূহ অনুসৃত নিয়ম – নীতিকে আইনের মর্যাদা দেওয়া হয়েছে । এই সমস্ত রীতি ও প্রথাকেই বলা হয় লেক্সমার্কেটোরিয়া ।
২৪। চুক্তি আইন কি ?
উঃ মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধি – বিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে ।
২৫। সম্মতি কি ?
উঃ কোন কিছু করা বা না করার জন্য একপক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে ।
২৬। আইনগত সম্পর্ক কি ?
উঃ আইনগত সম্পর্ক বলতে উভয় পক্ষের মধ্যে দায় ও অধিকারের সম্পর্ক বুঝায় যা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় ।
২৭। প্রতিশ্রুতি কি ?
উঃ প্রস্তাব উপস্থাপনের পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে ।
২৮। স্বীকৃতি বলতে কি বুঝ ?
উঃ যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে , সে উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হলো বলে ধরা হয় ।
২৯। প্রতিদান কি ?
উঃ প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকেই প্রতিদান বলে ।
৩০। বাতিল সম্মতি বলতে কি বুঝ ?
উঃ আইনের বলে কার্যকর করা যায় না , এমন সম্মতিকে বাতিল সম্মতি বলে ।
৩১। অতীত প্রতিদান কি ?
উঃ অতীতে সম্পাদিত কোন কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে ।
৩২। চুক্তি আইনে কয় ধরনের প্রতিদানের উল্লেখ আছে ?
উঃ চুক্তি আইনে তিন ধরনের প্রতিদানের উল্লেখ আছে।
৩৩। কোন চুক্তির ক্ষেত্রে প্রতিদান একান্ত অপরিহার্য ?
উঃ বৈধ চুক্তির ক্ষেত্রে প্রতিদান একান্ত অপরিহার্য।
৩৪। যৌথ দরকষাকষি প্রতিনিধি কি ?
উঃ শিল্প সম্পর্ক অধ্যাদেশের ২২ ধারা অনুযায়ী কোন প্রতিষ্ঠানের যৌথ দরকষাকষির ব্যাপারে সংশিল্প শিল্প কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিকাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী শ্রমিকসংঘকে যৌথ দরকষাকষি প্রতিনিধি বলা হয় ।
৩৫। জামানতের অর্থ কি ?
উঃ জামানতের অর্থ হলো গচ্ছিত বা অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা ।
৩৬। ভোক্তা অধিকার কি ?
উঃ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিরাপত্তা , তথ্য পাওয়া , পণ্য বাছাই , চাহিদা , ক্ষতিপূরণ , স্বাস্থ্যকর পরিবেশ ও ক্রেতার শিক্ষা লাভের অধিকারকে ভোক্তা অধিকার বলে ।
৩৭। বাতিল চুক্তি কি ?
উঃ যে সকল চুক্তি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল চুক্তি বলে।
৩৮। খেসারত কাকে বলে ?
উঃ চুক্তিভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ অন্য পক্ষের কাছে যে ক্ষতিপূরণ দাবি করতে পারে তাকেই খেসারত বলে ।
৩৯। হস্তান্তরযোগ্য দলিল কি ?
উঃ হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময়ে হস্তান্তর যোগ্য ।
৪০। গচ্ছিত প্রদান কি ?
উঃ উদ্দেশ্য পূরণ হলে তা অর্পনকারীকে ফেরৎ দেয়া হবে বা তার নির্দেশমত পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করা হবে এ মর্মে কারও নিকট কোনো দ্রব্য সামগ্রী রাখাকে গচ্ছিত প্রদান বলে ।
৪১। ক্রেতা সাবধান নীতি কি ?
উঃ ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে । দ্রব্যটির গুণাগুণ , বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভাল করে পরীক্ষা করে নিবে ।
৪২। উপচুক্তি কি ?
উঃ যদি কোন ব্যক্তি কারো কাছ থেকে কিছু পায় এবং সে কারণে তার কিছু দেয়া ন্যায্য বলে মনে হয় তখন আদালত তাকে তা দিতে বাধ্য করে । এ জাতীয় চুক্তিকে উপ – চুক্তি বলে ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। “বিনা প্রতিদানে চুক্তি হয় না।” ব্যাখ্যা কর। ১০০%
২। মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। বেতন ও মজুরি এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। বিক্রয় চুক্তি ও ভাড়া ক্রয় চুক্তির মধ্যে পার্থক্য কী? ১০০%
অথবা, বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য কি?
৫। চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৬। প্রতিনিধির শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
৭। বিক্রয় চুক্তি ভঙ্গে ক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর। ১০০%
৮। চুক্তির অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর। ১০০%
৯। চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বর্ণনা কর। ১০০%
১০। মিথ্যা বর্ণনার সংজ্ঞাসহ এর প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
১১। শ্রম আদালতের দায়িত্ব কর্তব্য বর্ণনা কর। ৯৯%
১২। বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য কি? ১০০%
অথবা, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য কি?
১৩। একজন পরিদর্শকের ওজন ও পরিমাপ পরিদর্শন ও যাচাইয়ের ক্ষমতা আলোচনা কর। ৯৯%
১৪। দোকান ও প্রতিষ্ঠান আইন-১৯৭০ অনুযায়ী মজুরি সংক্রান্ত বিধানসমূহ আলোচনা কর। ৯৯%
১৫। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর । ৯৯%
১৬। “শুধুমাত্র মানসিক স্বীকৃতি, স্বীকৃতি নয়” —ব্যাখ্যা কর। ৯৯%
১৭। নকল খাদ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত আইনের বিধানসমূহ বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) ব্যবসায় আইনগত পরিবেশ বলতে কি বুঝ? আইনগত পরিবেশ অধ্যয়ন কার গুরুত্বপূর্ণ কেন? ১০০%
(খ) আইনগত পরিবেশ সম্পর্কে জানার যৌক্তিকতা আলোচনা কর। ১০০%
২। (ক) চুক্তি কি? চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
(খ) “বিনা প্রতিদানে চুক্তি হয় না” -এ নিয়মের ব্যতিক্রমসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) চেক কি? চেকের শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
(খ) চেকের অমর্যাদা কি? চেকের অমর্যাদার কারণগুলো উল্লেখ কর। ১০০%
৪। জাতীয় ঔষধ নীতি কি? জাতীয় ঔষধ নীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। (ক) ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর। ৯৯%
৬। (ক) প্রস্তাব কী? কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়? উদাহরণসহ বর্ণনা কর। ১০০%
(খ) প্রস্তাব কি? বৈধ প্রস্তাবের আইনগত নিয়মাবলী বর্ণনা কর। ৯৯%
৭। (ক) উপচুক্তি কী? উপচুক্তি সংক্রান্ত আইনের বিধান ব্যাখ্যা কর। ১০০%
(খ) চুক্তি কি? জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ আলোচনা কর। ৯৯%
৮। (ক) প্রতিশ্রুতি কি? পারস্পরিক প্রতিশ্রুতি পালনের নিয়মাবলি বর্ণনা কর। ১০০%
(খ) প্যাটেন্ট বলতে কী বুঝ? প্যাটেন্টের উদ্দেশ্যাবলি আলোচনা কর। ১০০%
৯। (ক) পণ্য কি? পণ্য ক্রেতার অধিকারসমূহ আলোচনা কর। ১০০%
(খ) ক্রেতা সাবধান কি? ব্যতিক্রমসহ ক্রেতা সাবধান নীতি বর্ণনা কর। ৯৯%
১০। খাদ্য পস্তুত বা বিক্রয়ের স্থানে ভেজাল বস্তু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনের বিধান আলোচনা কর। ১০০%
১১। জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠন এবং কার্যাবলি বর্ণনা কর। ভেজাল প্রমাণিত খাদ্যদ্রব্য জব্দকরণের ক্ষমতা ব্যাখ্যা কর। ১০০%
১২। পরিশোধিত বিক্রেতা কে? অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কী? ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) গচ্ছিত প্রদান কি? গচ্ছিত দাতার অধিকারসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) গচ্ছিত দাতার অধিকার ও।গচ্ছিত গ্রহিতার দায়িত্ব ও কর্তব্য বর্ণনা কর। ৯৯%
১৪। (ক) প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির কর্তব্যসমূহ উল্লেখ কর। ৯৯%
(খ) প্রতিনিধি কে? প্রতিনিধির অধিকারসমূহ আলোচনা কর। ৯৯%