ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় রসায়ন পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। প্রাকৃতিক গ্যাস কী? 

উঃ প্রাকৃতিক গ্যাস হলো হাইড্রোকার্বন এর মিশ্রণ। যার মধ্যে বেশি পরিমাণে মিথেন থাকে। ভূ-গর্ভে জমাকৃত প্রচুর পরিমাণ দাহ্য গ্যাসকে প্রাকৃতিক গ্যাস বলে।

২। অ্যানিলিং কী? 

উঃ গলিত কাচ বস্তুকে একটি বিশেষ তাপমাত্রায় উপর দীর্ঘক্ষণ রাখার পর ধীরে ধীরে শীতল করে, শক্তিশালী ও সুষম ঘনত্ব সম্পন্ন কাচ বস্তুতে রূপান্তরিত করার পদ্ধতিকে অ্যানিলিং (Annealing) বলে।

৩। অলিয়াম কী? 

উঃ বিশুদ্ধ 100% H, SO4 এর মধ্যে অধিক SO, গ্যাস চালনা করলে তা বিশুদ্ধ H2SO4 দ্বারা শোষিত হয়ে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়। একে অলিয়াম বলে। SO3(g) + H2SO4(1) + H2SO40) → H2S2O7(1) অলিয়াম।

৪। একক পদ্ধতি কী? 

উঃ একটি ভৌত পরিবর্তন যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক বা অন্যান্য দ্রব্যাদির ভৌত পরিবর্তনের সাথে যুক্ত। একে একক পদ্ধতি (Unit process) বলে।

৫। ডিটারজেন্ট কী? 

উঃ ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেট (RSO4 – H)-এর সোডিয়াম লবণ (R – SO‡Na) অথবা দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল বেনজিন সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।

৬। মোম কী? 

উঃ মোমও তেল বা চর্বির মতো একটি এস্টার, দীর্ঘকার মনোহাইড্রিক অ্যালকোহল ও দীর্ঘকার ফ্যাটি এসিড এর এস্টারকে মোম বলে।

৭। পানি কাচ কী? 

উঃ যে সকল কাচে Na O ও SiO, এর সাধারণত অনুপাত 1:1 থেকে 1:4 হয়ে থাকে তাদেরকে পানি কাচ বলে।

৮। এসিড মান বলতে কী বুঝায়? 

উঃ 1gm চর্বি বা তেলকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে যত মিলিগ্রাম হাইড্রক্সাইড প্রয়োজন হয় সে সংখ্যাকে অ্যাসিড মান বলে।

৯। স্পেন্ট লাই কী? 

উঃ স্পেন্ট লাই সাবান শিল্পের একটি উপজাত পদার্থ। এর মূল ব্যবহার ডিনামাইট প্রস্তুতিতে। স্পেন্ট লাই এর মধ্যে 4 – ৪% গ্লিসারিন, 5 = 10% সোডিয়াম ক্লোরাইড, সামান্য পরিমাণ সাবান ও ফ্যাটি এসিড থাকে।

১০। র‍্যাগ মন্ড কী? 

উঃ রাসায়নিক উপায়ে জীর্ণ বস্ত্র হতে যে পাল্প পাওয়া যায় তাকে র‍্যাগ পাল্প (Rag pulp) বা র‍্যাগ মন্ড বলে।

১১। সিরামিক কী? 

উঃ উচ্চ তাপমাত্রায় তাপ প্রয়োগের মাধ্যমে উৎপন্ন নার কেলাসাকার বা অনিয়তাকার অধাতব অজৈব পদার্থকে সিরামিক বলা হয়।

১২। ধাতব সাবান কী? 

উঃ লম্বা শিকল বিশিষ্ট উচ্চতর বিভিন্ন ফ্যাটি এসিড যেমন অলিক এসিড স্টিয়ারিক এসিড পামিটিক এসডি লরিক এসিড ভারী ধাতুর লবণকে ধাতব সাবান বলে।

১৩। মিশ্র সার কি?

উঃ উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টি সাধনের জন্য বিভিন্ন পুষ্টি কারক উপাদান বিশিষ্ট বিভিন্ন প্রকার সারের যে মিশ্রণ ব্যবহার করা হয় তাকে মিশ্র সার বলে ।

১৪। পাস্টার অব প্যারিস কি?

উঃ সোদক ক্যালসিয়াম সালফেটকে (2CaSO4.H2O) পাস্টার অব প্যারিস বলে।

১৫। তেল কাকে বলে?

উঃ ফ্যাটি এসিডের গিসারল এস্টারকে ফ্যাট বলে। কক্ষ তাপমাত্রায় তরল থাকে এমন ফ্যাটকে তেল বলে।

১৬। ডিটারজেন্ট কি?

উঃ ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেট (RSO4 – H) -এর সোডিয়াম লবণ (R – SO4 Na) অথবা দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল বেনজিন সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।

১৭। কাল লিকার কি?

উঃ বাক লিকার : ডাইজেস্টারে অব্যবহৃত কুকিং লিকারের সাথে লিগনিন, রেজিন প্রভৃতি অপদ্রব্য মিশ্রিত থাকে, যা ধৌত করা হলে বর্ণ ধারণ করে। একে বাক লিকার বলে।

১৮। ফ্লিন্ট কাচ কি?

উঃ এতে প্রধানত লেড অক্সাইড, সিলিকা সোডা বিদ্যমান থাকে। এটি সাজ-সজ্জার কাজে ও চশমার কাচরূপে ব্যবহৃত হয়।

১৯। সাংশেষিক তন্ত কি?

উঃ সুতা তৈরিতে কাঁচামাল হিসেবে যে সকল তন্ত ব্যবহার করা হয় তাদেরকে সাংশেষিক তন্ত বলে ।

২০। সিমেন্ট ক্লিংকার কি?

উঃ ঘূর্ণায়নমান ভাটির মধ্যে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে তাপ দিতে থাকলে এরা ক্রমান্বয়ে ভাটির শেষ প্রান্তে পৌছায় এবং সেখানে সার্বিকভাবে উত্তপ্ত হলে যে সবুজভাব (Greenish Black)কাল উপাদান পাওয়া যায় তাকে ক্লিংকার বলে।

২১। বর্জ্য কী?

উঃ শিল্প কারখানা হতে শিল্পজাত দ্রব্য উৎপাদনকালে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয় যা পরিবেশ দূষণকারী হিসেবে ভূমিকা পালন করে। তাদেরকে শিল্পের বর্জ্য বলে।

২২। পুনঃচক্ৰায়ন কী?

উঃ কোনো শিল্পে উৎপাদিত পণ্য ব্যবহারের পর তা পরিত্যক্ত হলে তাকে বজ্য শিল্পজাত পণ্য বলে। এ সকল বজ্য পণ্যকে প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহার উপযোগী করার পদ্ধতিকে রিসাইকেল প্রণালী বলে।

২৩। NPK সার কী?

উঃ NPK সার হলো তিন উপাদান বিশিষ্ট সার অর্থাৎ পটাসিয়াম (K) নাইট্রোজেন (N) ও ফসফেট (P) নিউট্রাইন্ট থাকে ।

২৪। জৈব সার কী?

উঃ বিভিন্ন ধরনের গাছ-গাছরা, লতা-পাতা, গোবর ইত্যাদি গাজন প্রক্রিয়ায় যে সার তৈরি করা হয় তাকে জৈব সার বলে।

২৫। TSP কী?

উঃ মনোক্যালসিয়াম ফসফেট বা ট্রিপল সুপার ফসফেটকে সংক্ষেপে টি.এস.পি. (T.S.P) বলে।

২৬। পাইরেক্স কাঁচ কী?

উঃ এটি জিংক এবং বেরিয়াম বোরো সিলিকেটের মিশ্রণ। এটি গবেষণাগারে কাচের দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।

২৭। সালফান কী?

উঃ প্রয়োজনীয় পরিমাণ SO3 গ্যাসকে 98% H2SO4 এর মধ্যে চালনা করলে ঐ এসিডের 2% পানির সাথে SO3 যুক্ত হয়ে 100% H2SO4 কে সালফান বলে।

২৮। আয়োডিন মান বলতে কী বুঝ?

উঃ 100gm তেল বা চর্বির সাথে যত গ্রাম আয়োডিন যুক্ত

হতে পারে সেই সংখ্যাই আয়োডিন মান নামে পরিচিত।

২৯। লিগনিন কী?

উঃ উদ্ভিদের কোষ প্রাচীরে কার্বহাইড্রেটের সাথে যুক্ত কিছু অনিয়তাকার পলিমারিক আঠালো পদার্থকে লিগনিন বলে ।

৩০। সোপ বিল্ডার কী?

উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে সাবান উৎপাদন করা হয়। যেমন- মিথাইল এস্টারের সাবানাভবন।

৩১। সিনথেটিক রাবার কী?

উঃ সংশ্লেষণ প্রক্রিয়ায় যে রাবার প্রস্তুত করা হয় তাকে সিনথেটিক রাবার বলে।

৩২। সিল্ক কী?

উঃ সিল্ক হলো চারটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত একটি পলিপেপটাইড তন্তু।

৩৩। শিল্প বলতে কী বুঝ? 

উঃ যে প্রক্রিয়ায় কাঁচামাল (Raw Materials) থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন কিছু উৎপাদন অর্থাৎ নতুন পণ্য উৎপাদন করাকে শিল্প বলে।

৩৪। শিল্প উপজাত কী?

উঃ শিল্প কারখানা হতে শিল্পজাত পণ্য বা দ্রব্য উৎপাদনের সময় তাদের সাথে কতিপয় পদার্থ উৎপন্ন হয় যাদের সুস্পষ্ট প্রয়োগ থাকে অথবা অন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে শিল্প উপজাত বলে। যেমন- চিনি শিল্পে উপজাত হিসেবে মোলাসেস (Molasses) পাওয়া যায়।

৩৫।. সাবানায়ন মান কী? 

উঃ 1gm তেল বা চর্বিকে সম্পূর্ণরূপে সাবানায়ন করতে যত মিলিগ্রাম পটাসিয়াম হাইড্রোক্সাইড এর প্রয়োজন হয় সে সংখ্যাকে সাবানায়ন মান বলা হয়।

৩৬। হেমিসেলুলোজ কী? 

উঃ হেমিসেলুলোজ হলো উদ্ভিদ কোষ প্রাচীরের বিদ্যমান এক প্রকার অতন্তময় হেটারোপলি স্যাকারাইড যা সেলুলোজ ও লিগনিনের সাথে যুক্ত অবস্থায় থাকে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পাইরেক্স কাচ কি? এটি তাপরোধী কেন? ১০০%

২। কাগজ শিল্পে ব্যবহৃত ফিলার ও সাইজিং এজেন্টের কাজ লিখ। ১০০%

৩। সেলুলোজ কী? ইহার প্রাকৃতিক উৎস বর্ণনা কর। ১০০%

৪। ক্লিংকার কী? ক্লিংকারের সাথে কেন জিপসাম যোগ করা হয়? ১০০%

৫। র‍্যাগ মণ্ড কাকে বলে? এটি কিভাবে প্রস্তুত করা হয়? ১০০%

৬। ফসফোরিক এসিডের প্রয়োগ লিখ। ১০০%

৭। ফসফরিক এসিডের ব্যবহারগুলো লিখ। ১০০%

৮। পরিত্যক্ত কাগজের কালি অপসারণ বর্ণনা কর। ১০০%

৯। প্রাকৃতিক গ্যাসের বিশুদ্ধিকরণ ব্যাখ্যা কর। ১০০%

১০। নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া সারের সুবিধাসমূহ লিখ। ১০০%

১১। ধাতব সাবান কি? নন-আয়নিক ডিটারজেন্টের বৈশিষ্ট্য লিখ। ৯৯%

১২। সার হিসেবে ইউরিয়ার ক্রিয়া আলোচনা কর। ৯৯%

১৩। রাসায়নিক শিল্প উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ৯৯%

১৪। বাংলাদেশে ঔষধ শিল্পের সম্ভাবনা আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ক) রাসায়নিক শিল্প উন্নয়নের ভিত্তিগত বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। স্পর্শ পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ H2SO4 প্রস্তুতির মূলনীতি বর্ণনা কর। ১০০%

খ) কাচকে অতি শীতলকৃত তরল বলা হয় কেন? কাচ উৎপাদনের জন্য ব্যবহৃত ট্যাংক চুল্লির বর্ণনা দাও। ১০০%

২। ক) সাবানের ময়লা পরিষ্কারকরণ ক্রিয়া বর্ণনা কর। ১০০%

খ) ডিটারজেন্ট এর ব্যবহার লেখ। সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। ক) মন্ড কী? এর প্রকারভেদ লিখ। মন্ড থেকে কাগজ প্রস্তুতির বর্ণনা দাও। ১০০%

খ) কৃত্রিম আঁশের ধর্ম ও ব্যবহার লেখ। তন্ত বা আঁশের বৈশিষ্ট্যগুলো লিখ। প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তুর মধ্যে পার্থক্য লেখ। ১০০%

৪। ক) সিমেন্ট উৎপাদনে জিপসাম কেন ব্যবহৃত হয়? পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন পদ্ধতি বর্ণনা কর। ১০০%

খ) ট্রিপল সুপার ফসফেট কী? এর প্রস্তুতপ্রণালী লিখ। ১০০%

৫। ক) বাংলাদেশে সার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর। ১০০%

খ) রেয়ন কী? নাইট্রো সেলুলোজ রেয়ন প্রস্তুতির বর্ণনা দাও। ১০০%

৬। ক) বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের উৎসগুলো আলোচনা কর। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের সংযুক্তি বর্ণনা কর। প্রাকৃতিক গ্যাসের বিশোধন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%

খ) প্রাকৃতিক গ্যাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদকের পদ্ধতি প্রবাহচিত্রের সাহায্যে বর্ণনা কর। ১০০%

৭। ক) সালফিউরিক এসিডের ধর্মাবলি আলোচনা কর। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক এসিড উৎপাদন বর্ণনা কর। ১০০%

খ) সার হিসেবে টি.এস.পিকে সুপার ফসফেট হতে অধিক ভাল মনে করা হয় কেন? ১০০%

৮। ক) সিমেন্ট তৈরীতে শুষ্ক ও আর্দ্র পদ্ধতির মূল পার্থক্য লিখ।  প্রবাহ চিত্রের সাহায্যে পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনের আর্দ্র পদ্ধতি বর্ণনা কর। ১০০%

(খ) তেলের হাইড্রোজিনেশনের প্রয়োজনীয়তা কী ? তেল উৎপাদনের জন্য দ্রাবক নিষ্কাশন পদ্ধতি বর্ণনা কর। ১০০%

খ) সাবান উৎপাদনের জন্য বর্ণনা কর। ব্যবহৃত কাঁচামালগুলো আলোচনা কর। ১০০%

(খ) রাসায়নিক ও যান্ত্রিক মণ্ডের মধ্যে পার্থক্য কি? ১০০%

৯। ক) কাচ উল কি? এর বৈশিষ্ট্য লিখ। ভিসকোস রেয়ন উৎপাদনের একটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%

খ) একক পদ্ধতি ও একক প্রক্রিয়া বলতে কী বুঝ? উদাহরণসহ বর্ণনা কর। ১০০%

১০। ক) এসিড পদ্ধতিতে ফসফরিক এসিড উৎপাদন বর্ণনা কর। ১০০%

খ) সাবান তৈরির পূর্ণস্ফুটন পদ্ধতি আলোচনা কর। ১০০%

১১। ক) কাঁচের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%

খ) সাবানায়ন মান কী? সাবানায়ন মান নির্ণয় পদ্ধতি আলোচনা কর। ৯৯%

১২। ক) ব্ল্যাক লিকার পুনরুদ্ধার কী? ব্ল্যাক লিকার হতে রাসায়নিক দ্রব্যাদি পুনরুদ্ধার পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

খ) এসিটেট রেয়ন প্রক্রিয়া আলোচনা কর। নিঃশেষিত লাই হতে কিভাবে গ্লিসারিন পুনরুদ্ধার করা যায়? ৯৯%

১৩। ক) সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদনের শর্তসমূহ লিখ। ৯৯%

খ) টিকা লিখ- সিমেন্টের জমাট বাঁধা, ভিসকোস রেয়ন, প্লাস্টার অব প্যারিস, রঙ্গিন কাচ,  তেলের হাইড্রোজিনেশন,ক্যালসিয়াম ফসফেট সার; সিমেন্টের জমাট বাঁধা;  কাগজের কালিমুক্তকরণ; ক্যাটায়নিক ডিটারজেন্ট, কাচ শিল্পের ভবিষ্যৎ, ট্রিপল সুপার ফসফেট, বাংলাদেশের কাগজ শিল্পসমূহ, বাংলাদেশের সার শিল্পসমূহ,অ্যানায়নিক ডিটারজেন্ট, অপটিক্যাল কাচ, শিল্পের কাঁচামাল, তেলের হাইড্রোজিনেশন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!