ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় ইতিহাস পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সনেটের জনক কে? 

উঃ পেত্রার্ক।

২। ফরাসী বিপ্লবে দু’জন দার্শনিকের নাম লিখ! 

উঃ রুশাে ও ভলতেয়ার।

৩। ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 

উঃ ষােড়শ লুই।

৪। আমেরিকা আবিষ্কার করেন কে? 

উঃ কলম্বাস। 

৫। কনস্টান্টিনােপলের পতন হয় কত সালে? 

উঃ কনস্টান্টিনােপলের পতন হয় ১৪৫৩ সালে।

৬। রেনেসাঁস শব্দের অর্থ কী?

উঃ নবজাগরণ বা পুনর্জাগরণ।

৭। মােনালিসার শিল্পী কে ছিলেন? 

উঃ মােনালিসার’ শিল্পী ছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চি।

৮। মার্কোপােলাে কোন দেশের নাৰিক ছিলেন? 

উঃ মার্কোপােলাে ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন।

৯। “জেসুইট সংঘ’ প্রতিষ্ঠা করেন কে?

উঃ ইগ্নেশিয়াস লায়লা।

১০। ধর্ম সংস্কার আন্দোলনের ‘শুকতারা কাকে বলা হয়?

উঃ ওয়াইক্লিফকে।

১১। ‘Edict of Nantes’ জারি করেন কে? 

উঃ চতুর্থ হেনরি।

১২। দ্বিতীয় যােসেফ কোন দেশের রাজা ছিলেন? 

উঃ অস্ট্রিয়ার রাজা ছিলেন।

১৩। কত সালে পূর্ব রােমান সাম্রাজ্যের পতন হয়?

উঃ ১৪৫৩ সালে।

১৪। “রেনেস” শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?

উঃ রেনেসাস” শব্দের উৎপত্তি ফরাসি শব্দ renaissance থেকে।

১৫। নেপােলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৭৬৯ সালের ১৫ আগস্ট ইতালির কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন।

১৬। কোথায় প্রথম রেনেসাঁ শুরু হয়?

উঃ ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়।

১৭। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে?

উঃ মার্টিন লুথার।

১৮। “পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে”- এ তত্ত্বটি কে দিয়েছিলেন?

উঃ কোপার্নিকাস।

১৯। কলম্বাস কে ছিলেন?

উঃ ইতাগীয় নাবিক ছিলেন।

২০। আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উঃ আইলা স্যাপেলের সন্ধি ১৭৪৮ সালে স্বাক্ষরিত হয়।

২১। “The Prince” রচয়িতা কে?

উঃ ম্যাকিয়াভেলি।

২২। ওয়াটার লু যুদ্ধ কত সালে হয়?

উঃ ওয়াটার-লু যুদ্ধ ১৮১৫ সালে হয়।

২৩। অগস্বার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উঃ ১৫৫৫ সালে।

২৪। “University of France” কে প্রতিষ্ঠা করেন?

উঃ নেপোলিয়ন “University of France” প্রতিষ্ঠা করেন।

২৫। ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে? 

উঃ ১৪৫৩ সাল থেকে।

২৬। Praise of Fally ‘ গ্রন্থটির রচয়িতা কে ? 

উঃ ইরেসমাস। 

২৭। ‘The Last Judgement’ চিত্রটির চিত্রকর কে?

উঃ: মাইকেল এ্যাঞ্জেলো।

২৮। ইনডালজেন্স কি? ৯৯%

উঃ পাপমুক্তির ছাড়পত্র।

২৯। মার্টিন লুথার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

উঃ মার্টিন লুথার উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

৩০। কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্টান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? 

উঃ আগসবার্গের সন্ধি দ্বারা।

৩১। পঞ্চম চালর্স কে ছিলেন? 

উঃ স্পেনের রাজা। 

৩২। কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়? 

উঃ ‘ওয়েস্টফেলিয়ার’ সন্ধি নামক আন্তর্জাতিক চুক্তিতে।

৩৩। কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়? 

উঃ ‘ওয়েস্টফেলিয়ার’ সন্ধি নামক আন্তর্জাতিক চুক্তিতে।

৩৪। পিটার দি গ্রেট কে ছিলেন ? 

উঃ আধুনিক রাশিয়ার জনক ছিলেন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। সংস্কার বা প্রতি সংস্কার আন্দোলন কী? ১০০%

২। পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কী বুঝ? ১০০%

৩। ‘মার্কেন্টাইলবাদ’ বলতে কী বুঝ?

৪। ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল? ১০০%

৫। জেসুইট সংঘ কী? জেসুইট সংঘের কাজ কী ছিল? ১০০%

৬। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দুটি কারণ উল্লেখ কর। ১০০%

৭। ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব লিখ। ১০০%

৮। ইনডালজেন্স কী? ব্যাখ্যা কর। ১০০%

৯। ডাইরেকটরী শাসন কী? ১০০%

১০। সন্ত্রাসের বা ত্রাসের রাজত্ব বলতে কি বুঝ? ১০০%

১১। ভৌগোলিক আবিষ্কারের ফলাফল সংক্ষেপে লিখ। ৯৯%

১২। প্রথম/দ্বিতীয় ফ্রেডেরিকের পরিচিত দাও। ৯৯%

১৩। ফরাসী বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

২। ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়করণে রিশল্যুর/চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন কর। ১০০%

৩। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৪। ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব ও তাত্পর্য মূল্যায়ন কর। ১০০%

৫। আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন কর। ১০০%

৬। চতুর্দশ লুই-এর বৈদেশিক নীতি ও পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর। ১০০%

৭। জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় যোসেফের মূল্যায়ন কর। ১০০%

৮। পোল্যান্ড বিভক্তির কারণসমূহ পর্যালোচনা কর। ১০০%

৯। ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কি? ইউরোপে ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর। ১০০%

১০। ধর্ম সংস্কার কি? ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর। ১০০%

১১। সংস্কার হিসেবে দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%

১২। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ আলোচনা কর। ৯৯%

১৩। ফরাসী বিপ্লবের (১৭৮৯) আন্তর্জাতিক প্রভাব সম্বন্ধে আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!