ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় ইসলামের ইতিহাস পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?

উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে নেপােলিয়নকে নির্বাসিত করা হয় বলে।

২। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

উঃ ষােড়শ লুই।

৩। ‘The Social Contract’ গ্রন্থের লেখক কে?

উঃ জা জ্যাক রুশো।

৪। ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ ১৮০৫ সালে।

৫। মেটারনিক কে ছিলেন?

উঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।

৬। ফেব্রুয়ারি বিপ্লব’ কখন সংঘটিত হয়?

উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে।

৭। বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উঃ বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৮ সালে।

৮। বিসমার্ক কে ছিলেন?

উঃ জার্মানির চ্যান্সেলর ছিলেন। যাকে ‘কূটনৈতিক জাদুকর’ কাকে বলা হয়। 

৯। বলকান লীগ কখন গঠিত হয়?

উঃ বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।

১০। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ ১৯১৪ সালের ২৮ জুলাই।

১১। ইতালির ঐক্য সম্পন্ন হয় কত সালে?

উঃ ১৮৭০ সালে ইতালির ঐক্য সম্পন্ন হয়।

১২। UNO কী?

উঃ UNO হলাে বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন।

১৩। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ?

উঃ স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব ।

১৪। ফরাসি আইনসভাকে কী বলা হতাে ? 

উঃ স্টেটস জেনারেল । 

১৫। রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয় ?

উঃ ইতালিতে।

১৬। উড্রো উইলসন কে ছিলেন ?

উঃ আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ।

১৭। দুই জার্মানি একত্রিকরণ করেন কে ? 

উঃ বিসমার্ক । 

১৮। নেপােলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয় ?

উঃ নেপােলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় ।

১৯। বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

উঃ বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৮৭৮ সালে । 

২০। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয় ? 

উঃ বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে হয়েছিল ।

২১। বল্কান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ ।

উঃ গ্রীস ও সার্বিয়া ।

২২। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় ?

উঃ পিটার দ্যা গ্রেটকে ।

২৩। নাতসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ এডলফ হিটলার ।

২৪। টেইলি কি ?

উঃ সম্পত্তির উপর ধার্যকৃত কর ।

২৫। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?

উঃ ঘােড়শ লুই ।

২৬। কোন সময়কালকে “মেটারনিকযুগ” বলা হয়

উঃ বইয়ের  নাও। 

২৭। ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয় ? 

উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ।

২৮। বিসমার্ক কে ছিলেন ? 

উঃ জার্মানির চ্যান্সেলর । 

২৯। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘঠিত হয় ?

উঃ ১৮২১সালে।

৩০। বার্লিন শহরটি কোথায় অবস্থিত ?

উঃ জার্মানিতে।

৩১। বলকান লীগ কখন গঠিত হয় ?

উঃ বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে । 

৩২। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

উঃ ১৯১৪ সালের ২৮ জুলাই ।

৩৩। মুসোলিনি কে ছিলেন ?

উঃ ইতালির ফ্যাসিস্ট দলের নেতা।

৩৪। হিটলার কে ছিলেন ?

উঃ জার্মানির চ্যান্সেলর ও নাৎসিবাহিনীর প্রতিষ্ঠাতা।

৩৫। ভার্সাই নগরী কোথায় ? 

উঃ ফ্রান্সে অবস্থিত ।

৩৬। উইনস্টাইন চার্চিল কে ছিলেন

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বৃটেনের প্রধানমন্ত্রী।

৩৭। UNO কী ?

উঃ United Nations Organization.

৩৮। ‘The Social Contract’ গ্রন্থের লেখক কে ?

উঃ জ্যা জ্যাক রুশাে ।

৩৯। মেটারনিক কে ছিলেন?

উঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।

৪০। কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয় ?

উঃ বেলজিয়ামকে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]

১। পবিত্র চুক্তি ও দ্বি/ত্রি-শক্তি চুক্তি কী? ১০০%

২। ইউরােপীয় কনসার্ট বলতে কি বুঝ? ১০০%

৩। আলােকিত স্বৈরতন্ত্র বলতে কি বুঝ? ১০০%

৪। ‘জ্ঞানদীপ্তির যুগ’ বলতে কী বুঝ? ১০০%

৫। বুর্জোয়া শ্রেণি বলতে কী বুঝ? ১০০%

৬। পরিচয় দাও : এডলফ হিটলার, কাউন্ট ক্যাভুর, জোসেফ ম্যাজিনি। ১০০%

৭। ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ লিখ। ১০০%

৮। কোড নেপােলিয়ন সম্পর্কে ধারণা দাও। ১০০%

৯। সংক্ষেপে বল্কান যুদ্ধের তাৎপর্য আলােচনা কর। ১০০%

১০। ১৯১৯ সালের ভার্সাই সন্ধিকে ‘একতরফা সন্ধি’ কেন বলা হয়? ১০০%

১১। ১৮৫৬ সালের প্যারিস চুক্তির মূল ধারাগুলাে ব্যাখ্যা কর। ৯৯%

১২। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরােপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%

১৩। বাস্তিলের পতনের উপর একটি টীকা লিখ। ৯৯%

অথবা, বার্লিন চুক্তি (১৮৭৮) সম্পর্কে একটি টীকা লিখ।

১৪। জাতিসংঘ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।

গ-বিভাগ [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। মহাদেশীয় ব্যবস্থা কী? নেপােলিয়ন বােনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল? আলােচনা কর। ১০০%

২। “জুলাই বিপ্লব” কী? ১৮৩০ সালে ফ্রান্সে ‘জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য আলােচনা কর। ১০০%

৩। নেপােলিয়ন কে ছিলেন? নেপােলিয়ন বােনাপার্টের সংস্কারসমূহ আলােচনা কর। ১০০%

অথবা, তৃতীয় নেপােলিয়নের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণনীতি  মূল্যায়ন কর। ১০০%

৪। বার্লিন চুক্তি কি? ১৮৭৮ সালের বার্লিন চুক্তির প্রধান ধারাগুলাে বিশ্লেষণ কর। ১০০%

৫। ভার্সাই চুক্তি কি? ১৯১৯ সালের ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলাে আলােচনা কর। ১০০%

৬। রুশ বিপ্লব কি? ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমি পর্যালােচনা কর। ১০০%

৭। ১৯৩৩ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বৈদেশিক নীতি পর্যালােচনা কর। ১০০%

৮। ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ নির্দেশ কর। ইউরােপের ইতিহাসে এর গুরুত্ব নিরূপণ কর। ১০০%

৯। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যােগ দিয়েছিল? ১০০%

১০। ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেলের ভূমিকা পর্যালােচনা কর। ১০০%

অথবা, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর। ৯৯%

১১। ভিয়েনা কংগ্রেস কি? ভিয়েনা কংগ্রেসের মূলনীতিসমূহ বিশ্লেষণ কর। ৯৯%

১২। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ কর। ৯৯%

১৩। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস বর্ণনা কর। ৯৯%

১৪। মিশরের মুহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!