ডিগ্রি ১ম বর্ষ ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা ভর্তির আগে ৩টি পয়েন্ট জেনে রাখুন

◾অনলাইনে Admission Form পূরণের সময় তথ্যসমূহ ইংরেজিতে পূরণ করবেন! বাংলায় লিখলে প্রিন্ট কপিতে শো করবে নাহ।
◾ ভর্তির সময় ৩টি সাবজেক্ট চয়েস করে দিতে হবে। মনে রাখবেন, এই ৩টি সাবজেক্টের যে কোনো একটি নিয়ে আপনাকে মাস্টার্স করতে হবে। এইচএসসিতে পঠিত ছিলো এমন এবং তুলনামূলক সহজ বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন।
◾যারা ভবিষ্যৎতে ডিগ্রির উপবৃত্তির আবেদন করবেন তাদের Admission form পূরণে অভিভাবকের মোট বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম দিতে হবে। অন্যথায় উপবৃত্তির আবেদন করতে পারবেন নাহ।
**১ম মেধা তালিকার ভর্তির জন্য কলেজসমূহ ২-১ দিনের মধ্যে নোটিশ দিবে,অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করে এডমিশন নিতে হবে

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!