Answer

টেলিভিশনে নারীর অবস্থান কেমন?

অথবা, টেলিভিশনে কীভাবে নারীকে উপস্থাপন করা হয়?
অথবা, টেলিভিশনে নারীর অবস্থান বর্ণনা কর।
অথবা, টেলিভিশনে নারীর অবস্থান আলোচনা কর।
অথবা, টেলিভিশনে নারীর অবস্থান তুলে ধর।
উত্তর৷ ভূমিকা :
টেলিভিশন বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম এবং এর ব্যবহারকারীও বেশি। আর অডিও ভিজ্যুয়াল মিডিয়া হওয়ার কারণে এতে নারীর সৌন্দর্য ও যৌনতার প্রতীক হিসেবে ব্যবহার করার সম্ভাবনা থাকে। কারণ সমাজও নারীকে সেভাবে দেখে। ঘটনা ঘটেও সেরকম। টেলিভিশনের সংবাদ, নাটক, টক শো, ম্যাগাজিন অনুষ্ঠানে নারীকে সৌন্দর্য ও যৌনতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।
টেলিভিশনে নারীর অবস্থান : টেলিভিশনে আমরা নারীকে যেভাবে দেখে থাকি তার কয়েকটি চিত্র নিম্নে উপস্থাপন করা হলো :
১. সনাতন ভূমিকায় নারী : নারীর প্রধান কাজ সন্তান লালন পালন, ঘর গৃহস্থালির দেখাশোনা নারীর এ চিরন্তন ভূমিকাকে টেলিভিশনে নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়। আর মহিলাদের জন্য নির্ধারিত অনুষ্ঠান রূপচর্চা, রান্নাবান্না, শিশু পরিচর্যা, ঘর সাজানো ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকে।
২. সুন্দরী নারী : বর্তমান নাটকগুলোতে নারীদের বেশিরভাগ ভূমিকা হয় প্রেমিকার। পুরুষের প্রশংসা ও ভালোবাসা পাওয়ার জন্যই যাদের জন্ম কেবল সৌন্দর্যই এদের গুণাগুণ বলে বিবেচ্য। শুধু নাটক নয় সব অনুষ্ঠানে সৌন্দর্যকে গুরুত্ব দেয়া হয়।
৩. সংবাদ পাঠিকা হিসেবে নারী : সংবাদ পাঠিকা হিসেবে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি । আবার রিপোর্টিং এর মতো ঝুঁকিপূর্ণ কাজে পুরুষদের বেশি দেখা যায়। এটা প্রমাণ করে যে, টেলিভিশন সংবাদ বিভাগে নারীর সৌন্দর্যকে মূল্যম দেয়া হয়। আর রিপোর্টিং মেয়েদের কাজ নয়, এ ভাবনার বশবর্তী হয়ে ঢ

রিপোর্টিং এ আসতে নিরুৎসাহিত করা হয়।
৪. টিভি বিজ্ঞাপনে নারী : Woman’s body sales এর গূঢ় তথ্য যেদিন থেকে আমেরিকান বিজ্ঞাপন বিশেষজ্ঞগণ বুঝতে পেরেছেন সেদিন থেকে শুরু হয়েছে পণ্য বিক্রির মাধ্যম হিসেবে নারী মুখ ও নারী দেহকে যতটুকু সম্ভব নগ্নভাবে Exploit করা। আমাদের দেশে টিভি বিজ্ঞাপনগুলো নারীর স্টেরিওটাইপ ইমেজ তুলে ধরতে তৎপর।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বাংলাদেশে টিভি চ্যানেলে নারীকে যে নগ্নভাবে উপস্থাপন করা হয় তা নারী সমাজের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। নারী বৈষম্য দূরীকরণ ও নারী উন্নয়নে টেলিভিশনে নারীর সুন্দর উপস্থাপন বিবেচ্য বিষয়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!