অথবা, জেলা পরিষদের বিধি প্রণয়নের ক্ষমতা ও কর্তৃত্ব বর্ণনা কর।
অথবা, জেলা পরিষদের বিধি প্রণয়নের ক্ষমতা ও কর্তৃত্ব উল্লেখ কর।
অথবা, জেলা পরিষদের বিধি প্রণয়ন ক্ষমতা কী?
অথবা, জেলা পরিষদের বিধি বা আইন প্রণয়নের ক্ষমতা তুলে ধর।
অথবা, জেলা পরিষদের আইন প্রণয়ন ক্ষমতা সম্পর্কে যা জান লিখ ।
উত্তর৷ ভূমিকা : বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের স্থানীয় স্বায়ত্তশাসন আদেশ জারি করে জেলা পরিষদকে জেলা বোর্ড নামে অভিহিত করা হয়। ১৯৭৬ সালের স্থানীয় শাসন অধ্যাদেশ দ্বারা জেলা পরিষদ গঠনের ব্যবস্থা করা হলেও তা কার্যকর করা হয় নি। ১৯৮৮ সালে জেলা পরিষদ আইন পাস করে প্রত্যেকটি জেলায় একটি করে জেলা পরিষদ গঠন ও চালু করা হয়েছে। বাংলাদেশের ৩টি পার্বত্য জেলায় জেলা পরিষদ আইন স্বতন্ত্রভাবে পাস করা হয়েছে। জেলা পরিষদের বিধি প্রণয়নের ক্ষমতা : জেলা পরিষদ আইন ২০০৯ এর ৭৩ বিধি মোতাবেক
১. এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিধি প্রণয়ন করতে পারবে।
২. বিশেষ করে এবং উপর্যুক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুণ্ন না করে, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাবে। যথা :
ক. পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের ক্ষমতা ও দায়িত্ব;
খ, পরিষদের বাণিজ্যিক প্রতিষ্ঠানাদি প্রকল্পের পরিচালনা এবং বাস্তবায়ন পদ্ধতি;
গ. পরিষদের পক্ষে চুক্তি সম্পাদন করার বিধান;
ঘ. পরিষদের কার্যাদি নিষ্পন্ন সংক্রান্ত বিধান;
ঙ. পরিষদ কর্তৃক যে সকল রেকর্ড, রিপোর্ট এবং রিটার্ন রক্ষণাবেক্ষণ, প্রস্তুত বা প্রকাশ করা হবে তা নির্ধারণ;
চ. পরিষদ সার্ভিস গঠন ও নিয়ন্ত্রণ;
ছ. পরিষদের তহবিল ও বিশেষ তহবিলসমূহের পরিচালনা, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এবং তাদের অর্থের বিনিয়োগ;
জ, বাজেট প্রণয়ন ও অনুমোদন এবং এতদসংক্রান্ত অন্যান্য বিষয়;
ঝ. হিসাবরক্ষণ, নিরীক্ষণ;
ঞ. পরিষদের সম্পত্তির ব্যবস্থাপনা, সংরক্ষণ ও হস্তান্তর সংক্রান্ত বিষয়;
ট, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন;
ঠ. পরিষদের অর্থের বা সম্পত্তির ক্ষতি, নষ্ট বা অপপ্রয়োগের জন্য পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং অন্য কোনো ব্যক্তির দায়দায়িত্ব নির্ধারণ করার পদ্ধতি;
ড. কর, রেইট, টোল এবং ফিস ধার্য, আদায় ও নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় বিষয়;
ঢ, পরিষদের আদেশের বিরুদ্ধে আপিলের পদ্ধতি;
ণ. পরিষদ পরিদর্শনের পদ্ধতি এবং পরিদর্শকের ক্ষমতা;
ত. চেয়ারম্যান ও সদস্য অপসারণ সংক্রান্ত বিষয়াবলি;
থ. এই আইনের অধীন বিধি দ্বারা নির্ধারণ করতে হবে এরূপ যে কোন বিষয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জেলা পরিষদ তার প্রয়োজনে সরকারি প্রযোজ্য আইন অনুসারে নির্দিষ্ট শর্তাধীন বিধি প্রণয়নের অধিকার সংরক্ষণ করে থাকে।
Leave a Reply