অথবা, জীবন নির্বাহী খামার বলতে কী বুঝ?
অথবা, জীবন নির্বাহী খামার কাকে বলে?
অথবা, জীবন নির্বাহী খামার কী?
উত্তরয় ভূমিকা : খাদ্যশস্য, সবজি, ফল, তৈলবীজ, গবাদিপশু, হাঁসমুরগি ও মৎস্য খামার এসবই হচ্ছে কৃষিখামার। কৃষিখামারের কার্যক্রম বহুলাংশে বাস্তবভিত্তিক ও অর্থনৈতিক। কৃষির ব্যবহারিক অনুশীলন এবং কৃষি-জীবনের বাস্তবতার অতি নিকটতম ও গভীরতম পর্যায়ের ধারা মূলত কৃষিখামারের কার্যক্রম। যদি কৃষি পদ্ধতি কৃষি কাঠামোর প্রশস্ত গতিধারা নির্দেশ করে, তবে কৃষিকে উৎপাদনমুখী উৎপাদন এককে পরিণত করাই কৃষিখামারের কার্যক্রম।
জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার (Subsistence farming) : জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার বলতে সর্বনিম্ন যুক্তিপূর্ণ খামার আয়তনকে বুঝায় এবং উক্ত খামারে উৎপাদিত পণ্য এত কম পরিমাণের যে, এর দ্বারা পরিবারের ভরণপোষণ কোন রকমে সম্ভব। কিন্তু উৎপাদিত পণ্যের ব্যয়, ক্ষয়ক্ষতি, অপচয়, এমনকি বিশেষ করে এক জোড়া বলদ লাঙলের ব্যয় তা থেকে বাদ দিতে হয়। সর্বনিম্ন যুক্তিপূর্ণ খামারের আয়তন সম্বন্ধে A. M. Khusro বলেছেন, “It is obvious that there must be a size of farm below which its output is too small to maintain the family at whatever is considered to be reasonable standard of living, after due allowance has been made for depreciation & production costs; including the maintenance of
animals especially that indivisibility called a pair of bullocks.” জীবন নির্বাহী খামার এমনই সর্বনিম্ন আয়তনের ভূখণ্ড, যার দ্বারা উৎপাদিত পণ্যের ব্যয় নির্বাহের পর উৎপাদনকারী নিজে ও পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহে কোন রকমে সক্ষম।
উন্নয়নশীল দেশগুলোতে জীবিকা নির্ভর খামারের অনেক উদাহরণ পাওয়া যায়। এ ধরনের খামার প্রসঙ্গে Mr. Keatinge, “Which allows a man to produce sufficient amount of crops to support
himself & his family in reasonable confort after paying his necessary expenses.” এজন্য অনেক জীবন নির্বাহী খামারকে জীবনধারণের একক, উৎপাদন একক এবং নিজ ও পরিবারের শ্রম বিনিয়োগের একক প্রভৃতি বলে অভিহিত করেছেন।
উপসংহার : আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে, জীবন নির্বাহী খামার মূলত জীবিকা নির্বাহের উদ্দেশ্যে তৈরিকৃত খামার। এ খামার থেকে উৎপাদিত পণ্যের বাজারজাত করণের মাধ্যমে যে অর্থ উপার্জন হয় তা থেকে ব্যক্তি এবং পরিবারের ভরণপোষণ হয়ে থাকে।
Leave a Reply