অথবা, জনসংখ্যা কাঠামো বলতে কী বুঝ?
অথবা, জনসংখ্যা কাঠামোর সংজ্ঞা দাও।
অথবা, জনসংখ্যা কাঠামো কাকে বলে?
উত্তরা৷ ভূমিকা : যে কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দেশের জনসংখ্যা। জনসংখ্যার বিষয়ে বিভিন্নমুখী আলোচনা আধুনিক সমাজবিজ্ঞানের অন্যতম আলোচনার বিষয়।
জনসংখ্যা কাঠামো : জনসংখ্যা কাঠামো বলতে জনসংখ্যার গঠন বিন্যাসকে বুঝায়। জনসংখ্যা কাঠামো জনসংখ্যার অঞ্চলভিত্তিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা ও শ্রমশক্তির উপর ভিত্তি করে জনসংখ্যা বিশ্লেষণকেই জনসংখ্যা কাঠামো বলা হয়। সাধারণত জনসংখ্যা কাঠামোতে নিম্নোক্ত বিষয়সমূহ প্রতিফলিত হয় :
১. মোট জনসংখ্যাকে নারী পুরুষ অনুযায়ী বিভক্ত করে দেখানো যায়।
২. মোট জনসংখ্যাকে বয়সকাঠামো অনুযায়ী শ্রেণিবিন্যাস করে উপস্থাপন করা যায়।
৩. বৈবাহিক অবস্থা অনুযায়ী জনসংখ্যাকে বিভক্ত করে দেখানো যায়।
৪. শিক্ষা, নিয়োগ, পেশা এবং এমনকি বিভিন্ন উপজাতির ভিত্তিতেও জনসংখ্যাকে উপস্থাপন করা সম্ভব। যেমন- শিক্ষিত-অশিক্ষিত, নিয়োগকৃত-বেকার ইত্যাদি শ্রেণিতে জনসংখ্যাকে বিভক্ত করা যায়।
৫. পরিবারের আকার অনুযায়ী মোট জনসংখ্যার শ্রেণিবিভাগ করা যায়। এমনকি ধর্মের ভিত্তিতেও জনসংখ্যা বিভক্ত করা সম্ভব।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জনসংখ্যা কাঠামো বলতে মোট জনসংখ্যাকে জৈবিক ও সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবিভাগকে বুঝায়। জনসংখ্যা কাঠামো বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা, শ্রমশক্তি, প্রজনন, মরণশীলতা, স্থানান্তর ও জনসংখ্যার নিয়ন্ত্রণ দ্বারাও অধিকমাত্রায় প্রভাবিত হয়।
জনসংখ্যা কাঠামো কী?
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
Leave a Reply