চতুর্থ অধ্যায়, বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীলতা

ক-বিভাগ

পরিকল্পনা কী?

উত্তর : কোন সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালি অনুসারে কাজ সম্পাদন করাই হচ্ছে পরিকল্পনা।
স্কেলার হাডসন এর মতে পরিকল্পনা কী?
উত্তর : “পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মধারার ভিত্তি উদ্ভাবনের এক বিশেষ প্রক্রিয়া।”

স্থানীয় পরিকল্পনা বলতে কী বুঝ?
উত্তর : কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয়
কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে ।
স্থানীয় পরিকল্পনার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী?
উত্তর : স্থানীয় জনগণের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন।
স্থানীয় সরকার পরিকল্পনার উদ্দেশ্য প্রধান কয়ভাগে বিভক্ত?
উত্তর : দুইভাগে বিভক্ত। যথা : (ক) স্বল্পমেয়াদি উদ্দেশ্য (খ) দীর্ঘমেয়াদি উদ্দেশ্য।
প্রশাসনিক কেন্দ্রীকরণ কী?
উত্তর : কোন সংস্থা বা সংগঠনের সকল দায়িত্ব ও কর্তৃত্ব কেন্দ্র বা কেন্দ্রীয় অফিসের উপর ন্যস্ত থাকার নাম
প্রশাসনিক কেন্দ্রীকরণ।
বিকেন্দ্রীকরণ কী?
উত্তর : কেন্দ্র হতে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ব্যতীত আর সকল কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভারাপণের নিয়মতান্ত্রিক
প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়।
স্থানীয় পর্যায়ে পরিকল্পনাসমূহ কী কী?
উত্তর : বিকেন্দ্রীভূত পরিকল্পনা, সেক্টর পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, বিশেষ পরিকল্পনা ইত্যাদি
স্থানীয় সরকার পরিকল্পনার তিনটি সুবিধা লিখ।
উত্তর :ক. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, খ. সম্পদের সদ্ব্যবহার নিশ্চিতকরণ, গ. জনগণের চাহিদার মূল্যায়ন ।
স্থানীয় সরকার পরিকল্পনার তিনটি অসুবিধা লিখ ।
উত্তর : ক. স্থানীয় সম্পদের স্বল্পতা ও বহিঃসম্পদের উপর একান্তভাবে নির্ভরশীল হওয়া; খ. সর্বস্তরে ব্যাপক দুর্নীতি-ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়; গ. টার্গেট গ্রুপের স্বার্থকে প্রধান্য না দিয়ে এলিট স্বার্থকে প্রাধান্য দেয়া।
বাংলাদেশের স্থানীয় পর্যায়ে পরিকল্পনর ধাপসমূহ উল্লেখ কর।
উত্তর : ক. গ্রাম পর্যায়ের পরিকল্পনা, খ.ইউনিয়ন পর্যায়ের পরিকল্পনা, গ. উপজেলা পর্যায়ের পরিকল্পনা, ঘ. জেলা
পর্যায়ের পরিকল্পনা, ঙ. বিভাগীয় পর্যায়ের পরিকল্পনা ও চ. জাতীয় পর্যায়ের পরিকল্পনা।
আর্থিক পরিকল্পনা কী?
উত্তর : আর্থিক পরিকল্পনা বলতে এমন এক ধরনের পরিকল্পনা কৌশল বুঝানো হয় যেখানে পরিকল্পনা বাস্তবায়নের
সম্পদ বরাদ্দ দেয়া হয় টাকা বা অর্থের বিবেচনায়।
নম্র প্রকৃতির বিকেন্দ্রীকৃত পরিকল্পনা কোনটি?
উত্তর : নির্দেশিত পরিকল্পনা।
নিয়ন্ত্রিত পরিকল্পনা কী?
উত্তর : নিয়ন্ত্রিত পরিকল্পনায় সমস্ত সম্পদকে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। সকল প্রকার উৎপাদনের
উপকরণ চূড়ান্তভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে ।
অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে কী বুঝায়?
উত্তর : অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে বুঝায় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন স্তরে উপকারভোগী (Stokeholder) এর সক্রিয় অংশগ্রহণ।
প্রেক্ষিত পরিকল্পনা কী?
উত্তর : প্রক্ষিত পরিকল্পনা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা যা দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে প্রণয়ন করা হয়। এ ধরনের
পরিকল্পনার মেয়াদ কাল ১৫,২০,২৫ এমনকি ৩০ বছরও হতে পারে।
প্রেক্ষিত পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ক. প্রেক্ষিত পরিকল্পনা দীর্ঘমেয়াদি । খ. এটি সমন্বিত ও সার্বিক পরিকল্পনা। গ. এটি আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয়।
পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ক. এটি সুচিন্তিত ও সুশৃঙ্খল কর্ম প্রক্রিয়া, খ. এটি হচ্ছে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ গ. এটি
সবসময়ই নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক।
বার্ষিক পরিকল্পনার দুটি সুবিধা লিখ।
উত্তর : ক. এটা স্বল্পতম সময়ে বাস্তবায়ন করা যায়। খ. স্বল্পতম সময়ে এর ফলাফল প্রত্যক্ষ ও মূল্যায়ন করা যায়।
গ্রাম পর্যায়ের গৃহীত পরিকল্পনাসমূহ কী?
উত্তর : ক. সমগ্র গ্রাম উন্নয়ন। খ. গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। গ. টার্গেট গ্রুপের উন্নয়ন।
ইউনিয়ন পর্যায়ের কার্যকরী পকিল্পনাসমূহ কী?
উত্তর : ক. রাস্তা নির্মাণ, খ. খাল খনন, গ.কালভার্ট তৈরি প্রভৃতি ।
জেলা পর্যায়ের পরিকল্পনাকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : ক. পল্লি পূর্ত কর্মসূচি খ. পাকা রাস্তা মেরামত ।
ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যস্ত।
পরিকল্পনার গুরুত্ব কী কী?
উত্তর : ক. পরিকল্পনা দিকনির্দেশনা দেয়, খ. মিতব্যয়িতা অর্জনে সাহায্য করে, গ. পরিবর্তিত অবস্থার মোকাবিলা করে। ঘ.মান নিয়ন্ত্রণে সাহায্য করে।
ইউনিয়ন পরিষদের কার্যাবলিসমূহ কীরূপ?
উত্তর : ক. প্রশাসান ও সংস্থাপন বিষয়াদি, খ. জনশৃঙ্খলা রক্ষা, গ. জনকল্যাণমূলক কার্যসম্পর্কিত সেবা এবং ঘ.স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
ইউনিয়ন পরিষদের তহবিলের উৎসসূমহ কী?
উত্তর : ক. সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান ও মঞ্জুরী। খ. সরকার কর্তৃক নির্ধারিত সকল স্থানীয় উৎস হতে আয়। গ. সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ঋণসমূহ প্রভৃতি।
ইউনিয়ন পরিষদের বাজেট কিভাবে পেশ করা হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য বাজেট অধিবেশন
অনুষ্ঠান করে বাজেট পেশ করে।
জেলা পরিষদের তহবিলে অর্থ কীভাবে ব্যয় হয়?
উত্তর : পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানে পরিষদের তহবিলের উপর দায়যুক্ত ব্যয় ইত্যাদিতে।

খ-বিভাগ

প্রশ্ন৷১।। পরিকল্পনা কী?
প্ৰশ্ন৷৷২৷৷ স্থানীয় সরকার পর্যায়ে পরিকল্পনা অপরিহার্য কেন?
প্ৰশ্ন৷৩৷৷ সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়?
প্ৰশ্ন৷॥৪॥ পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ উলেখ কর ।
প্ৰশ্ন৷॥৫॥ পরিকল্পনার প্রকারভেদসমূহ উলেখ কর ।
প্রশ্ন॥৬॥ স্থানীয় সরকার পরিকল্পনা কী?
প্ৰশ্ন৷৷৭৷৷ স্থানীয় পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া কেন?
প্ৰশ্ন৷॥৮॥ পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য কেন?
প্রশ্ন॥৯॥ স্থানীয় সরকার পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কী?
প্ৰশ্ন৷৷১০৷৷ স্থানীয় সরকার ও পরিকল্পনার সম্পর্ক নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷১১৷৷ ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কীভাবে প্রয়োগ করা হয়?
প্ৰশ্ন৷৷১২৷৷ ইউনিয়ন পরিষদের সম্পত্তি অর্জন, দখলে রাখবার এবং নিষ্পত্তি করবার ক্ষমতা কীরূপ?
প্ৰশ্ন৷৷১৩৷৷ ইউনিয়ন পরিষদের বাজেট কীভাবে পেশ করতে হয়?
প্ৰশ্ন৷৷১৪৷৷ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের পরিচালনার ক্ষেত্রে কী বিধি রয়েছে?
প্ৰশ্ন৷৷ ১৫৷৷ জেলা পরিষদের তহবিল কীভাবে গঠিত হয় এবং সংরক্ষণ ও বিনিয়োগ হয়?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ পরিকল্পনা কী? পরিকল্পনার সংজ্ঞা দাও। পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২॥ পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনার প্রকারভেদসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥ পরিকল্পনা কী? স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ স্থানীয় সরকার পরিকল্পনা বলতে কী বুঝ? স্থানীয় পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর ।
প্রশ্ন॥৫॥ স্থানীয় সরকার ও পরিকল্পনার সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৬॥ স্থানীয় পরিকল্পনার সংজ্ঞা দাও। বাংলাদেশের স্থানীয় সরকার পরিকল্পনার সুবিধাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৭॥ স্থানীয় পরিকল্পনার সংজ্ঞা দাও। বাংলাদেশের স্থানীয় পরিকল্পনার অসুবিধাসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷॥৮॥ বাংলাদেশের স্থানীয় সরকার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥ বাংলাদেশের স্থানীয় সরকার পরিকল্পনার পর্যায়সমূহ আলোচনা কর ৷৷
প্ৰশ্ন৷১০৷৷ বাংলাদেশের স্থানীয় সরকার পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷১১৷৷ স্থানীয় সরকার পরিকল্পনার সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১২৷৷ প্রশাসনিক সংগঠন কাকে বলে? প্রশাসনিক সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷৷ বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের শর্তাবলি আলোচনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*