অথবা, কৃষি খামারের ধরনগুলো আলোচনা কর।
অথবা, কৃষি খামারের শ্রেণিবিন্যাস আলোচনা কর।
অথবা, কৃষি খামারের প্রকারভেদগুলো আলোচনা কর।
উত্তর৷৷ ভূমিকা : খাদ্যশস্য, সবজি, ফল, তৈলবীজ, গবাদিপশু, হাঁসমুরগি ও মৎস্য খামার এসবই হচ্ছে কৃষিখামার। কৃষিখামারের কার্যক্রম বহুলাংশে বাস্তবভিত্তিক ও অর্থনৈতিক। কৃষির ব্যবহারিক অনুশীলন এবং কৃষি জীবনের বাস্ত বতার অতি নিকটতম ও গভীরতম পর্যায়ের ধারা মূলত কৃষিখামারের কার্যক্রম। যদি কৃষি পদ্ধতি কৃষি কাঠামোর প্রশস্ত গতিধারা নির্দেশ করে, তবে কৃষিকে উৎপাদনমুখী উৎপাদন এককে পরিণত করাই কৃষিখামারের কার্যক্রম।
কৃষিখামারের ধরন : উন্নয়নশীল ও উন্নত অর্থনীতিসমূহে খামারকে কমবেশি জীবনধারণের মাধ্যম হিসেবে মনে করা হয়। একে অর্থনৈতিক পরিকল্পনা হিসাবনিকাশের চেয়ে প্রথা ও ঐতিহ্য হিসেবে বেশি গ্রহণ করা হয়। যাহোক, কৃষিখামারের বিভিন্ন উৎপাদনের কিছু গতিধারা রয়েছে। যেমন-
১.জীবিকানির্ভর বা জীবননির্বাহি খামার,
২.পারিবারিক খামার,
৩. উদ্বৃত্তি খামার এবং
৪.বাণিজ্যিক খামার।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ একটি দারিদ্র্য দেশ হওয়াই এখানকার কৃষি খামারগুলোর অধিকাংশই উপার্জন নির্ভর। তবে বর্তমান সময়ে বাণিজ্যিক খামার তৈরির প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে।
কৃষিখামারের ধরন কী কী উল্লেখ কর।
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
Leave a Reply