Answer

কবি আল মাহমুদ সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর : কবি আল মাহমুদ ১৯৩৬ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসর নেন। মুক্তিযুদ্ধ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতার পর আল মাহমুদ ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তাঁর কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয় তেমনি রয়েছে ঐতিহ্যপ্রীতি। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’, ‘আরব্য রজনীর রাজহাস’, ‘বখতিয়ারের ঘোড়া’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘পানকৌড়ির রক্ত’ নামে একখানা গল্পগ্রন্থ এবং ‘পাখির কাছে ফুলের কাছে’ নামে একখানা শিশুতোষ কবিতার বইও তিনি রচনা করেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’, ‘একুশে পদক’, ‘নাসির উদ্দিন স্বর্ণপদক’ প্রভৃতি লাভ করেছেন। প্রথম যৌবনে বামপন্থী চিন্তাচেতনা দ্বারা তাড়িত হলেও বর্তমানে আল মাহমুদ ধর্মীয় দর্শনের প্রতি ঝুঁকে পড়েছেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!