এসএসসি ফলাফল দেখার বিকল্প সার্ভার

🔥এসএসসি ফলাফল দেখার বিকল্প সার্ভারঃ
https://eboardresults.com/v2/home
◾শুধু রোল দিয়ে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা উক্ত ওয়েবসাইটে (http://sresult.bise-ctg.gov.bd/s22/individual/) রোল নং দিয়ে ফলাফল চেক করতে পারবেন।
◾ এছাড়াও সারাদেশের শিক্ষার্থীরা (http://www.educationboardresults.gov.bd) এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।
◾এসএমএস এর মাধ্যমেঃ SSC<>Board name (First 3 letter)<>Roll<>2022 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।(যেকোনো অপারেটর থেকে)
Example: SSC CHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

এসএসসি ও সমমানে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
◾কুমিল্লা বোর্ডে পাস ৯১.২৮ শতাংশ
◾ঢাকা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ
◾চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭.৫৩ শতাংশ
◾দাখিলে পাসের হার ৮২.২২ শতাংশ
◾ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ
◾রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ
◾বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.৬১
◾দিনাজপুর বোর্ডে পাসের হার ৮১.১৪
◾যশোর বোর্ডে পাসের হার ৯৫.৩
◾সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৮২,
◾মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২.২২
◾কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৭ শতাংশ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079 or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*