উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যোগ্যতা উল্লেখ কর।

অথবা, উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের যোগ্যতা লিখ।
অথবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের যোগ্যতা কী কী?
অথবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যোগ্যতা বর্ণনা দাও।
অথবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যোগ্যতা সম্পর্কে আলোচনা কর।
ভূমিকা :
উপজেলা পরিষদ গঠিত হয় উপজেলার ভোটদাতাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে। উপজেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর ৷
উপজেলা পরিষদের চেয়ারম্যানের যোগ্যতা : স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর ১৬ ৯১) নং ধারা অনুযায়ী কোন ব্যক্তি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার যোগ্য হবেন, যদি
ক. তিনি বাংলাদেশের নাগরিক হন।
খ. তাঁর বয়স ২৫ বছর পূর্ণ হয় এবং
গ. চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ থাকে।
অন্যদিকে, যদি তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, অথবা কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন, অথবা দেউলিয়া ঘোষিত হন এবং দেউলিয়া ঘোষিত হবার পর দায়মুক্ত না হয়ে থাকেন, বা কোন ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুবছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে, অথবা উপজেলা নির্বাচনে প্রতিযোগিতার জন্যে অন্য কোন বিধিমত অনুপযুক্ত ঘোষিত হয়ে থাকেন তাহলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্যপদের জন্য অযোগ্য হবেন।
উপসংহার : উপজেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত। তিনি নিজে অথবা নির্বাহী অফিসারের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবেন। চেয়ারম্যান উপজেলা পরিষদের নিকট দায়ী থাকবেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*