উইমেন্স স্টাডিজের আলোচ্যবিষয়গুলো কী কী?

অথবা, উইমেন্স স্টাডিজের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর।
অথবা, উইমেন্স স্টাডিজ বা নারী শিক্ষার মূল বিষয়গুলো তুলে ধর।
অথবা, নারী শিক্ষার প্রধান আলোচনার বিষয়সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, নারী শিক্ষার পরিধি এলাকাগুলো সংক্ষেপে লিখ।
অথবা, নারী শিক্ষার মূল ক্ষেত্রসমূহ চিহ্নিত কর।
উত্তর৷ ভূমিকা :
নারীর জীবন ও কর্মধারা, তার মন ও মানসিকতা, তার চিন্তাভাবনা এবং সমাজজীবনে, রাষ্ট্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, শিক্ষা ও সংস্কৃতিতে অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে নারীর স্থান ও ভূমিকা উইমেন্স স্টাডিজের অন্ত ভুক্ত। নারী শিক্ষা মানুষ তথা নারী-পুরুষ এবং নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে। নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অবদান নারী শিক্ষার আলোচ্য সূচির অন্তর্ভুক্ত।
উইমেন্স স্টাডিজের আলোচ্যবিষয় : নিম্নে উইমেন্স স্টাডিজের আলোচ্যবিষয় বিবৃত হলো :
১. জ্ঞানের বিভিন্ন শাখা : জ্ঞানের এ শাখা সকল ঐতিহ্য, সংস্কার ও প্রচলনকে প্রশ্নের মুখোমুখি করে এবং সকল সাংস্কৃতিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এবং তাদের মতাদর্শিক ও প্রাতিষ্ঠানিক রূপগুলোকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করে। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মানসিকতা পরিবর্তনে নারী শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে।
২. নারী আন্দোলন : উইমেন্স স্টাডিসের অন্যতম প্রধান আলোচ্যবিষয় হলো নারী আন্দোলন। বিশ্ব জুড়ে নারী আন্দোলন, নারী গোষ্ঠী, নারী সংগঠনগুলোর সংগ্রামকে যুগপৎ সমর্থন ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিকল্প পদ্ধতি, নীতি ও কৌশল উদ্ভাবন ও তাদের তুলনামূলক কার্যকারিতা নিয়ে গবেষণা উইমেন্স স্টাডিজের অন্যতম লক্ষ্য।
৩. জেন্ডার অসমতা : উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রক্রিয়ায় জেন্ডার অসমতা উইমেন্স স্টাডিজে প্রেরণা যুগিয়েছে। কাজেই আর্থসামাজিক উন্নয়ন প্রচেষ্টায় জেন্ডারের ভূমিকা জ্ঞানের এ শাখার গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়।
৪. নারীর ক্ষমতাহীনতা : নারী শিক্ষার অন্যতম আলোচ্যবিষয় হলো নারীর ক্ষমতাহীনতা। পুরুষ্য প্রধান্য, নারীর অধস্তন অবস্থা, বিশ্বজুড়ে নারীনির্যাতন প্রকট আকার ধারণ করেছে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর নির্যাতন দূর করা উইমেন্স স্টাডিজের প্রধান লক্ষ্য।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জ্ঞানের অন্যান্য শাখায় নারীর অনুপস্থিতি ও নারীর প্রতি অবজ্ঞা অপসারণ করে উইমেন্স স্টাডিজ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অপূর্ণতা দূর করে নারী ও পুরুষের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গতা বিধান করেছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*