Answer

ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ কেমন?

অথবা, ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণের চিত্র তুলে ধর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণের প্রকৃতি বর্ণনা কর ।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
সাম্প্রতিক বিশ্বে গণতন্ত্রায়ন, বিশ্বায়ন এর সুশাসন সম্পর্কিত প্রত্যয়গুলো বহুল আলোচিত। সে অর্থে নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নারীর ভূমিকা অনেক কিন্তু ক্ষমতায়ন যথেষ্ট নয়। বর্তমান ইউনিয়ন পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচিত নারী প্রতিনিধিত্ব এদেশের নারী অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ : নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদে যথেষ্ট পরিমাণ নারী প্রতিনিধি না থাকলেও বর্তমানে ইউনিয়ন পরিষদে নারী প্রতিনিধিত্ব একেবারে কম নয়। নিম্নের ছকের মাধ্যমে তা সহজেই ফুটে উঠে। উপর্যুক্ত ছক পর্যাবেক্ষণের মাধ্যমে আমরা দেখতে পাই তৃণমূল পর্যায়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের যে অংশগ্রহণ এবং নেতৃত্ব তাতে নারীর ক্ষমতায়নের পথে আমরা অনেকটা এগিয়ে গেছি, সে কথা বলার অপেক্ষা রাখে না।বিভিন্ন প্রতিকূলতার কারণে ৯৭ সালের তুলনায় ২০০১ সালের নির্বাচনে নারীদের অংশগ্রহণ কিছুটা কমলেও একথা বলা যায়, যথার্থ ক্ষমতায়নে সম্পূর্ণ সফল না হলেও অগ্রগতি নিঃসন্দেহে হচ্ছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি, উপরের ছকে ইউনিয়ন পরিষদে নারীর যে চিত্র দেয়া হয়েছে তা অত্যন্ত ভালো দিক, তবে তা যথেষ্ট নয়। তাই নারীর পূর্ণ ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারীর যথাযথ অবস্থান নিশ্চিত করতে হবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!