অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যগণের অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কিত বিধানগুলো উল্লেখ কর।
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধিকার ও দায়বদ্ধতা উল্লেখ কর।
অথবা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের অধিকার ও দায়বদ্ধতা বর্ণনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যগণের অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কিত আইন আলোচনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অধিকার ও দায়বদ্ধতা কোন আইন দ্বারা নির্দেশিত?
উত্তরয় ভূমিকা : স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর বিধান মোতাবেক ইউনিয়ন পরিষ
১(এক) জন চেয়ারম্যান ও ১২ (বার) জন সদস্য নিয়ে গঠিত হবে যাদের ৯ (নয়) জন সাধারণ আসনের সদস্য ও
৩(তিন) জন সংরক্ষিত আসনের সদস্য হবেন। চেয়ারম্যান এবং সদস্য ও মহিলা সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যগণের অধিকার ও দায়বদ্ধতা :২০০৯ সালে প্রণীত
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৮ ধারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের ক্ষেত্রে নিম্নোক্ত
অধিকার ও দায়বদ্ধতার কথা উল্লেখ রয়েছে। যথা :
১. পরিষদের চেয়ারম্যান বা প্রত্যেক সদস্যের এই আইন ও সংশ্লিষ্ট বিধানাবলি সাপেক্ষে পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার থাকবে।
২. পরিষদের প্রত্যেক সদস্য নির্ধারিত পদ্ধতিতে পরিষদের চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতির নিকট পরিষদের বা স্থায়ী কমিটির প্রশাসনিক এখতিয়ারভুক্ত বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে পারবেন।
৩. পরিষদের চেয়ারম্যানের নিকট নোটিস প্রদান করে পরিষদের যে কোনো সদস্য অফিস চলাকালীন সময়ে, গোপনীয় নথিপত্র ব্যতীত, রেকর্ড ও নথিপত্র দেখতে পারবেন।
৪. পরিষদের চেয়ারম্যান বা প্রত্যেক সদস্য পরিষদ বা অন্যকোনো কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত কোনো কাজ বা প্রকল্পের ত্রুটিবিচ্যুতি সম্পর্কে পরিষদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন।
৫. পরিষদের চেয়ারম্যান, স্থায়ী কমিটির সভাপতি এবং সদস্যগণ এই আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে পরিষদের
কার্যপরিচালনা করবেন এবং পরিষদের নিকট যৌথভাবে দায়ী থাকবেন।
৬. সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্যদের দায়িত্ব এবং কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হবে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যগণের ক্ষেত্রেও আইন দ্বারা নির্ধারিত অধিকার ও দায়বদ্ধতা রয়েছে।
Leave a Reply