আধুনিক নারীবাদ কী?

অথবা, আধুনিক নারীবাদ বলতে কী বুঝ?
অথবা, আধুনিক নারীবাদ কাকে বলে?
অথবা, আধুনিক নারীবাদ সম্পর্কে তুমি যা জান সংক্ষেপে লিখ।
অথবা, নারীবাদের আধুনিক রূপ সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, আধুনিক নারীবাদীরা মুক্তির জন্য কী সুপারিশ করেছে সংক্ষেপে লিখ।
উত্তর৷ ভূমিকা :
সমাজ ও সভ্যতার অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ হয়েও নারীরা অবহেলিত ও বৈষাম্যের শিকার। যুগে যুগে নারী ও পুরুষের এসব বৈষম্য থেকে জন্ম নেয় বিভিন্ন নারীবাদী তত্ত্ব। এসব নারীবাদী তত্ত্বের মধ্যে
আধুনিক নারীবাদ অন্যতম। নারীবাদে নারী বৈষম্যের কারণ সম্পর্ক সুস্পষ্ট আলোচনা করা হয়েছে।
আধুনিক নারীবাদ : আধুনিক নারীবাদীরা নারী পুরুষের বৈষম্যের জন্য দায়ী করে অসচেতনতাকে Capital যখন পুরুষের হাতে চলে যায় তখন সমাজ শ্রেণিবিভক্ত হয়ে যায়। এ মতবাদ সন্তান জন্মদানকে অগ্রগতির অন্তরায় মনে করে না। এটি বহুল প্রাচীন মতবাদ। তবে ১৯২০ এর দশক থেকে এটি বহুল প্রচলিত। এ মতবাদে পুরুষকে শত্রু হিসেবে বিবেচনা করে না। সমাজ পরিবর্তনের জন্য তারা সামাজিক বিপ্লবের কথা বলেন। তারা সকল ক্ষেত্রে নারীর বৈষম্যের কথা বলেন। এ বৈষম্য থেকে মুক্তিলাভের জন্য আধুনিক নারীবাদীরা নিম্নোক্ত সুপারিশের কথা উল্লেখ করেন। যথা :
i. শিক্ষা, ii. সমাজ সচেতনতা, iii. গণআন্দোলন।
উপসংহার : আলোচনার আলোকে আমরা বলতে পারি, নারী বৈষম্য দূরীকরণে আধুনিক মতবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক নারীবাদী তত্ত্বে নারীমুক্তির যে নির্দেশনা দেয়া হয়েছে তা যদি বাস্তবায়ন করা যায় তাহলে নারীমুক্তি সম্ভব।

https://topsuggestionbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*