আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে সুহাস কী গল্প করে তার বর্ণনা দাও।

উত্তর : হাসান আজিজুল হক রচিত ‘আত্মজা ও একটি করবী গাছ’ নামক গল্পে সুহাস তার মামার বিয়ের বরযাত্রী যাওয়ার গল্প করে। ইনামের কাছে মনে হয় সুহাস যে গল্প গতকাল আরম্ভ করেছে তা আগামীকাল পর্যন্ত চলবে। যে দিন সুহাস তার মামার বিয়ে খেতে গিয়েছিলো সে রাত ছিল অন্ধকার- তাই সে যখন মধুমতী নদী পার হচ্ছিল তখন সে বুঝতে পারেনি দুইধারে গ্রাম নাকি সুন্দরবন। সুহাসের এ গল্পের একশোটা পল্লব-ছোট মামার চেহারার বর্ণনা, বিয়ের সম্বন্ধ, পাত্রীর, খোঁজ, পাত্রীর কাকার সঙ্গে ছোট মামার বাবার ঝগড়া, বিয়ের দিন ধোপাবাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ভাড়া নিয়ে আসার ঝকমারি, তার জ্যাঠামশাইয়ের নৌকা থেকে নামতে গিয়ে কাদায় পড়া, মামীর বোনদের সুন্দর চেহারা- কিছুই সে গল্প থেকে বাদ দেয়নি।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!