অনার্স ১ম বর্ষ(২০২১-২২) ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১৩ অক্টোবরের মধ্যে।
অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট http://app8.nu.edu.bd/nu-web/applicant/home.action এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>athn<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ০২/১০/২০২২ থেকে ১৩/১০/২০২২ তারিখের মধ্যে।
***ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে***
