অনার্স ভর্তিতে রিলিজ স্লিপে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা Nu ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন এবং নিন্মোক্ত কাগজপত্র প্রস্তুত করে রাখুন
Nu এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসিট।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র।
উল্লেখিত কাগজগুলোর ২ থেকে ৪ সেট ফটোকপি।
৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ভর্তির ফি। সরকারি কলেজে (৪,০০০-৬,০০০) (বেসরকারি কলেজে ১৫,০০০-২০,০০০ হতে পারে)
কলেজসমূহ চলতি সপ্তাহে নোটিশ দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করবে। ভর্তির শেষ সময়সীমা ৬/০৮/২০২৩ ইং।
যাদের ১ম রিলিজ স্লিপে সাবজেক্ট আসেনি, তারা ২য় রিলিজ স্লিপে আবেদন করবেন! ১০ আগস্টের পর নোটিশ আসবে।
ভর্তির পর চলমান রুটিন অনুযায়ী অনার্সের ক্লাসে অংশগ্রহণ করবেন
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079