অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সমাজকর্ম পরিচিতি ২১২১০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NASW, BRAC, COS, VSC
২। পঞ্চদৈত্য’ ধারণাটির প্রবক্তা কে?
উঃ ‘পঞ্চদৈত্য’ ধারণাটির প্রবক্তা হলো- স্যার
উইলিয়াম বিভারিজ ।
৩। সমাজবিজ্ঞানের জনক কে?
উঃ সমাজবিজ্ঞানের জনক August Comte (অগাস্ট কোঁৎ)।
৪। Introduction to Social Work গ্রন্থের লেখক কে?
উঃ Introduction to Social Work গ্রন্থের লেখক আর এ স্কিডমোর এবং এমজিথ্যাকারি।
৫। প্রতিবেশ কী?
উঃ Ecology বা প্রতিবেশ হচ্ছে পরিবেশ ও
জীবজগতের সামগ্রিক অবস্থা।
৬। ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য হলো : ১. যান্ত্রিক সংহতি ও ২. দৈহিক সংহতি।
৭। সমাজকর্মের পদ্ধতি কত প্রকার?
উঃ দু’টি। যথা- ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি ।
৮। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উঃ ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।
৯। সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোর নাম লিখ।
উঃ সহায়ক পদ্ধতিগুলো হলো- ১. সমাজকর্ম গবেষণা;২. সমাজিক কার্যক্রম এবং ৩. সমাজকল্যাণ প্রশাসন।
১০। Geriatric শব্দের আক্ষরিক অর্থ কী?
উঃ Geriatric শব্দের আক্ষরিক অর্থ প্রবীণ।
১১। শহর সমাজসেবা বাংলাদেশে কবে চালু হয়?
উঃ শহর সমাজসেবা বাংলাদেশে ১৯৫৫ সালে চালু হয়।
১২। সমাজকর্ম সর্বপ্রথম পেশার স্বীকৃতি পেয়েছে কোন দেশে?
উত্তর: ইংল্যান্ডে।
১৩। সামাজিক সমস্যা মূলত কি?
উঃ সামাজিক সমস্যা বলতে এমন এক অবাঞ্চিত প্রতিকূল, অসদাচরণ ও অনভিপ্রেত সামাজিক অবস্থাকে বা পরিস্থিতিকে বুঝায় যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।
১৪। গ্রিক কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?
উঃ গ্রিক শব্দ Problema শব্দ থেকে Problem শব্দটি এসেছে।
১৫। সামাজিক সমস্যার দু’টি বৈশিষ্ট্য লিখ।
উঃ সামাজিক সমস্যার দু’টি বৈশিষ্ট্য হলো- ১. সমাজের বৃহত্তম অংশের ওপর ক্ষতির প্রভাব ও ২. সামাজিক মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী।
১৬। সামাজিক নিরাপত্তার শ্রেণিবিভাগ লিখ। উঃ সামাজিক নিরাপত্তা ৩ ধরনের ।
১৭। Sociology’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ ‘Sociology’ শব্দটি ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক Logos শব্দ দুটি থেকে উৎপত্তি লাভ করে।
১৮। নৃ-বিজ্ঞানের উদ্ভাবক কে?
উঃ E B Tylor.
১৯। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উঃ মনোবিজ্ঞান হলো- মন ও আচরণ সম্পর্কিত বিজ্ঞান।
২০। কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?
উঃ অধ্যাপক মার্শাল।
২১। প্যারাডাইম শব্দের অর্থ কী?
উঃ প্যারাডাইম শব্দের অর্থ কোন কিছু দেখানো।
২২। সমাজকর্মের তিনটি প্যারাডাইম কী?
উঃ ১. চিকিৎসা ব্যবস্থা, ২. বাস্তুসংস্থান ও ৩. কাঠামোগত ।
২৩। চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূলকথা কি?
উঃ চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা হলো কোন কিছুর নমুনা অনুযায়ী পথ দেখানো।
২৪। মনো-সামাজিক তত্ত্বের জনক কে?
উঃ Sigmund Freud (সিগমণ্ড ফ্রয়েড) ।
২৫। প্রতিবেশ কি?
উঃ Ecology বা প্রতিবেশ হচ্ছে পরিবেশ ও জীবজগতের সামগ্রিক অবস্থা।
২৬। Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাল মার্কস।
২৭। কার্ল মার্কস-এর বিখ্যাত গ্রন্থের নাম কী? উঃ কার্ল মার্কস-এর বিখ্যাত গ্রন্থের নাম হলো Das Capital.
২৮। সমাজসেবা কী?
উঃ সমাজসেবা একটি সংগঠিত কার্যক্রম যা জাতি এবং তার পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধানে সাহায্য করার লক্ষে পরিচালিত হয়।
২৯। ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য হলো- ১. যান্ত্রিক সংহতি ও ২. দৈহিক সংহতি।
৩০। এইচ.এইচ. পালম্যানের মতে ব্যক্তি সমাজকর্মের উপাদান পাচঁটি কি কি?
উঃ ১. ব্যক্তি, ২. সমস্যা, ৩. স্থান, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া।
৩১। Introduction to Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উঃ ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি W.A Friedlander-এর লেখা।
৩২। দল সমাজকর্মের উপাদান কি কি?
উঃ ৪টি । যথা- ১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া ।
৩৩। হাসপাতাল সমাজসেবার পূর্বনাম কী?
উঃ চিকিৎসা সমাজকর্ম ।
৩৪। কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উঃ কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো- কিশোর উন্নয়ন কেন্দ্র।
৩৫। প্রতিবন্ধী কারা?
উঃ প্রতিবন্ধী ব্যক্তি বলতে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কার্যক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে ঐ ক্ষতিগ্রস্ততার কারণে সেই ব্যক্তিকে বুঝাবে ।
৩৬। প্রবেশন কি?
উঃ অপরাধীর বিচার স্থগিত রেখে শর্তসাপেক্ষে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের জন্য আদালত থেকে অপরাধীর যে মুক্তির ব্যবস্থা করা হয় তাকে প্রবেশন বলে।
৩৭। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ ১৯৬০ সালে।
৩৮। সমাজকর্ম কাকে বলে?
উঃ সমাজকর্ম হলো এমন একটি সাহায্যকারী পেশা, যা কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে।
৩৯। Social Diagnosis” কার লেখা।
উঃ ম্যারি রিচমন্ড।
৪০। পেশার দু’টি বৈশিষ্ট্যের নাম লিখ।
উঃ পেশার দু’টি বৈশিষ্ট্যের নাম হলো-১. পেশাগত জ্ঞান ও ২. সামাজিক স্বীকৃতি
৪১। সমাজ সংস্কার কী?
উঃ সমাজ থেকে ক্ষতিকর, কুপ্রথা দূর করার উপায় হলো সমাজ সংস্কার।
৪২। প্যাভলভ কে ছিলেন?
উঃ প্যাডলড ছিলেন চিরায়ত সাপেক্ষীকরণের প্রবর্তক।
৪৩। সামাজিক নিরাপত্তা কর্মসূচির রূপকার কে?
উঃ স্যার উইলিয়াম বিভারিজ।
৪৪। যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
৪৫। হিন্দু বিধবা আইন কত সালে পাস হয়?
উঃ ১৮৫৬ সালে হিন্দু বিধবা আইন পাশ হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক কার্যক্রম বলতে কী বুঝ? ১০০%
২। পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কী? ১০০%
৩। হাসপাতাল সমাজসেবার উদ্দেশ্যাবলি কী? ১০০%
৪। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ উল্লেখ কর। ১০০%
৫। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও। ১০০%
৬। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ কী? ১০০%
৭। মার্কসীয় মতবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৮। মনোচিকিৎসা সমাজকর্ম কী? ১০০%
৯। ক্রিয়াবাদী মতবাদের বৈশিষ্ট্য লিখ। ১০০%
১০। সমাজকল্যাণ প্রশাসন বলতে কি বুঝ? ১০০%
১১। সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১২। ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যাখ্যা কর। ৯৯%
১৩। সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক লিখ। ৯৯%
১৪। সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৫। প্রতিবন্ধী কারা? প্রতিবন্ধীর শ্রেণিবিভাগ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। সমাজকর্মে ক্রিয়াবাদী মতবাদের বিভিন্ন দিক পর্যালোচনা কর। ১০০%
৩। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৪। সামাজিক কার্যক্রম কী? সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। সমাজকর্মের প্যারাডাইমগুলো সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৬। বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলো বর্ণনা কর। ১০০%
৭। পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর। ১০০%
৮। পেশা কী? পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৯। দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর। ১০০%
১০। সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলি আলোচনা কর। ১০০%
১১। সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্ম ও সমাজ সংস্কারের সম্পর্ক দেখাও। ৯৯%
১২। সামাজিক দলে দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৩। প্রবেশন কি? সংশোধনমূলক কার্যক্রম হিসেবে প্রবেশনের শর্তাবলি বর্ণনা কর। ৯৯%
১৪। সমাজকর্ম কী? সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যাবলি আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*