অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় ভূগোল ও পরিবেশ পরিচিতি ২১৩২০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GIS, GCS, GPS ,
উঃ Geographic Information System বা ভৌগোলিক তথ্য পদ্ধতি ।
GCS-এর পূর্ণরূপ হলো Glasgow Come Scale.

২। কে প্রথম মানচিত্র আঁকার জন্য অভিক্ষেপ উদ্ভাবন করেন?
কোন পণ্ডিত মানচিত্রে সর্বপ্রথম স্কেলের ধারণা দেন?
উঃ ক্লাউডিয়াস টলেমি।
৩। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উঃ জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটারকে।
৪। নব্য-নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে?
উঃ গ্রিফিথ টেইলর।
৫। পৃথিবীর কক্ষপথ কী?
উঃ পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে।
৬। ভূগোলের জনক কে?
‘Geography’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
মানচিত্রে স্কেলের ধারণা সর্বপ্রথম কে দেন?
উঃ ইরাটোসথেনিস।
উঃ গ্রিক পণ্ডিত ইরাটোসথেনিসকে।
৭। পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ?
উপবৃত্তাকার ।
৮। কর্কটক্রান্তি রেখার মান কত?
উঃ ২৩.৫° উত্তর অক্ষাংশ।
৯। খাদ্য শৃঙ্খল কী?
উঃ উৎপাদন হতে সর্বোচ্চ খাদক পর্যন্ত পুষ্টি বা শক্তি প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে ।
১০। অধিবর্ষ কি?
উঃ সাধারণত ৩৬৫ দিনে ১ বছর ধরা হয়। তবে পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যকে পরিক্রমণ করতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এ হিসেবে প্রতি ৪ বছর পর পর ৩৬৬ দিনে ১ বছর হয়, তাকেই অধিবর্ষ বলে।
১১। বাস্তুতন্ত্র বলতে কী বুঝায়?
উঃ একটি জীব গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা পরিবেশকে বাস্তুতন্ত্র বলে।
১২। ভিদাল-ডি-লা ব্লাশ কোন দেশের ভূগোলবিদ?
উঃ ফরাসি।
১৩। সূর্যগ্রহণ কি?
উঃ চন্দ্র, সূর্য ও পৃথিবী একই তলে অবস্থান করলে পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ অন্ধকার দেখায়, একই সূর্যগ্রহণ বলে।
১৪। সিন্ধু সভ্যতা কখন গড়ে উঠেছিল?
উঃ ৩৩০০-১৩০০ খ্রিস্টপূর্বাব্দ।
১৫। ভূগোল হল মানবীয় বাস্তুসংস্থানের বিজ্ঞান’ উক্তিটি কার?
উঃ পিটার হ্যাগেট-এর।
১৬। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উঃ টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীদ্বয়ের মধ্যস্থলে।
১৭। কোন জাতিকে সূর্যঘড়ির উদ্ভাবক বলা হয়?
উঃ ব্যাবিলনীয় জাতিকে সূর্যঘড়ির উদ্ভাবক বলা হয়।
১৮। ভূগোলের প্রধান দুইটি শাখা কি কি?
উঃ ভূগোলের প্রধান দুইটি শাখা হলো- ১. প্রাকৃতিক ভূগোল ও ২. মানবিক ভূগোল ।
১৯। রিচার্ড হার্টশোন কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
উঃ রিচার্ড হার্টশোন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ ছিলেন।
২০। ‘Explanation in Geography’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘Explanation in Geography’ গ্রন্থের রচয়িতা ডেভিড হার্ভে (David Harvey)।
২১। ৪° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
উঃ ৪° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১৬ মিনিট।
২২। অঞ্চলের ধারণা সর্বপ্রথম কে দেন?
উঃ সর্বপ্রথম অঞ্চলের ধারণা দেন পল ভিদাল ডি লা ব্লাশ।
২৩। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পরিবেশকে বায়ুমণ্ডলের কোন স্তর রক্ষা করে?
উঃ ওজোন স্তর।
২৪। ম্যাকিন্ডার কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
উঃ ম্যাকিন্ডার জার্মান ভূগোলবিদ ।
২৫। মানচিত্রের স্কেল কাকে বলে?
উঃ ভূমিতে দুটি স্থানের দূরত্ব ও মানচিত্রে ঐ স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে।
২৬। মডেলের দু’টি বৈশিষ্ট্য লিখ।
উঃ ১. বিভিন্ন ধরনের মডেল উপাত্তের মূল্যায়ন, বিশ্লেষণ প্রক্ষেপণ, অনুকরণ, ভবিষ্যদ্বাণী প্রভৃতিতে বিশেষভাবে সহায়তা করে থাকে। এবং ২. কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ ভূমিব্যবহার, ফসল ধরন, ফসল সমন্বয়, বাণিজ্যকীকরণের মাত্রা প্রভৃতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে মডেলের কোনো জুড়ি নেই।
২৭। কর্কট ও মকরক্রান্তি রেখার কৌণিক মান কত?
উঃ কর্কট ও মকরক্রান্তি রেখার কৌণিক মান ২৩২।
২৮। ডাডলি স্ট্যাম্প কোন দেশের ভূগোলবিদ?
উঃ ডাডলি স্ট্যাম্প ব্রিটিশ ভূগোলবিদ ।
২৯। ‘ওজোন’-এর রাসায়নিক সংকেত কী?
উঃ ‘ওজোন’-এর রাসায়নিক সংকেত O.
৩০। ভূগোলের দু’টি প্রধান শাখা কী?
উঃ ভূগোলের দু’টি প্রধান শাখা হলো- ১. প্রাকৃতিক ভূগোল ও ২. মানবিক ভূগোল।
৩১। স্ট্র্যাবো রচিত একটি গ্রন্থের নাম লিখ।
উঃ স্ট্র্যাবো রচিত একটি গ্রন্থের নাম হলো Geographia.
৩২। হেরোডাটাস কে ছিলেন?
উঃ ইতিহাসের জনক। তিনি পৃথিবীকে ইউরোপ এশিয়ার লিবিয়া নামে তিনটি মহাদেশে বিভক্ত করেন।
৩৩। ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন?
উঃ ইবনে বতুতা মরক্কোর পরিব্রাজক।
৩৪। রেনেসাঁ কী?
উঃ মানুষের সুদীর্ঘ সময়ের কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজ্ঞতা প্রভৃতি থেকে সংস্কৃতি বিকাশের জন্য যে, আন্দোলন সূচিত হয়েছিল তাকে ফরাসি ভাষায় ‘রেনেসাঁ’ নামে অভিহিত করা হয়।
৩৫। “Anthropogeography” গ্রন্থের রচয়িতা কে?
উঃ ফ্রেডরিক রাটজেল।
৩৬। ভাইকিং শব্দের অর্থ কী?
উঃ ভাইকিং শব্দের অর্থ ‘ফিয়র্ডের সন্তান’ বা জলদস্যু।
৩৭। প্রতিবাদ স্থান কী?
উঃ পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকের বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বা Antipode বলে ।
৩৮। নিমিত্তবাদ কী?
উঃ মানুষের জীবন ধারণ ও কার্যকলাপের উপর প্রকৃতির প্রভাব বা নিয়ন্ত্রণকে নিমিত্তবাদ বলে।
৩৯। কর্মধারয় পরিসর কী?
উঃ কর্মধারয় পরিবেশ বলতে লোকজন তাদের প্রতিিেদনের ক্রিয়াকলাপ চলাকালীন সময়ে যে স্থানীয় অঞ্চলে ভ্রমণ করে বা ঘুরাফেরা করে তাকে বুঝায়।
৪০। ক্লাসিক্যাল গ্রীক যুগের দুজন ভূগোলবিদের নাম উল্লেখ কর।
উঃ ক্লাসিক্যাল গ্রিক যুগের দুইজন বিখ্যাত ভূগোলবিদের নাম হলো হোমার ও হেরোডটাস।
৪১। ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী?
উঃ ‘রেনেসাঁ’ শব্দের অর্থ নবজাগরণ।
৪২। প্রায়োগিক সম্ভাবনাবাদ কী?
উঃ চরম নিমিত্তবাদ ও চরম সম্ভাবনাবাদের মধ্যে ভারসাম্য অবস্থা।
৪৩। অঞ্চলের উপাদানগুলো কী কী?
উঃ ১. সীমানা, ২. অবস্থান ও ৩. আয়তন।
৪৪। ভূসংস্থানিক মানচিত্র কী?
উঃ যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো ক্ষুদ্র অঞ্চলের ভূমি ব্যবহারের উপর প্রাধান্য বিস্তারকারী প্রাকৃতিক ও সাংস্কৃতিক অবয়বগুলো নিখুঁতভাবে বৃহদায়তন স্কেলের সাহায্যে উপস্থাপন করা হয়, সেই মানচিত্রকে ভূসাংস্থানিক মানচিত্র বলে।
৪৫। ‘Ecology’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ১৮৬৯ সালে আর্নেন্ট হেকেল নাম জীববিজ্ঞানী।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভূগোলের শাখাসমূহের বর্ণনা দাও। ১০০%
২। ভূগোল অঞ্চলের ধারণা বর্ণনা কর। ১০০%
৩। নিমিত্তবাদ ও সম্ভাবনাবাদের তুলনা কর। ১০০%
৪। G.I.S সফ্টওয়্যারের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৫। মানচিত্রের উপাদানসমূহের বর্ণনা দাও। ১০০%
৬। আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লিখ। ১০০%
৭। বার্ষিক গতির ফলাফল বর্ণনা কর। ১০০%
৮। ভূগোলের বিভিন্ন দৃষ্টিভঙ্গিসমূহ লিখ। ১০০%
৯। ভূগোলকে গতিময় শাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কেন? ১০০%
১০। ভূগোলের সাথে পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
১১। বাস্তুসংস্থান ও বাস্তব্যবিদ্যা বলতে কী বুঝায়? ৯৯%
১২। পরিবেশের বিভিন্ন উপাদানগুলো লিখ। ৯৯%
১৩। মডেল কি? মডেলের বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১৪। মানুষ-পরিবেশ সম্পর্ক বলতে কী বুঝায়? ৯৯%
১৫। ভূগোলে G.I.S এর ব্যবহার আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভৌগোলিক জ্ঞান বিকাশের ক্ষেত্রে গ্রিকদের অবদান আলোচনা কর। ১০০%
২। ভূগোলের বিভিন্ন শাখায় মুসলিম ভূগোলবিদদের অবদান আলোচনা কর। ১০০%
৩। মানচিত্রের স্কেল কী? মানচিত্রে স্কেল প্রকাশের পদ্ধতিগুলো বর্ণনা কর। ১০০%
৪। মানচিত্রের সংজ্ঞা দাও এবং ভূগোলে মানচিত্রের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। ভূগোল আঞ্চলিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আলোচনা কর। ১০০%
৬। জৈব ও অজৈব পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর। ১০০%
৭। ভূগোল পারিসরিক ধরনসমূহ বর্ণনা কর। ১০০%
৮। বাস্তব্যবিদ্যা বলতে কী বুঝ? বাস্তব্যবিদ্যা দৃষ্টিভঙ্গি আলোচনা কর। ১০০%
৯। আচরণগত দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
১০। স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? দুটি স্থানের সময়ের পার্থক্য ৫০ মিনিট। একটি স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব হলে অপর স্থানের দ্রাঘিমা কত?
১১। অঞ্চলের শ্রেণিবিভাগ কর এবং বিভিন্ন ধরনের অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
১২। মানব-পরিবেশ সম্পর্কের ভিত্তিতে নব্য নিয়ন্ত্রণবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ভূগোলে মধ্যযুগ কী ?মধ্যযুগে আল বিরুনির ভৌগোলিক অবদান মূল্যায়ন কর। ৯৯%
১৪। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদটি ব্যাখ্যা কর। ৯৯%
১৫। পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*