অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ প্রানীবিজ্ঞান প্রথম বর্ষ বিষয়ঃ উদ্ভিদবিজ্ঞান-১ ২১৩০০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রাণিবিজ্ঞান কাকে বলে? প্রাণিবিজ্ঞানের জনক কে?
উঃ প্রাণিবিজ্ঞান জীববিজ্ঞানের অন্যতম শাখা। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণিজগতের সকল প্রাণীর
স্বভাব, বাসস্থান, গঠন, শারীরবৃত্তীয়, উৎপত্তি ও বিবর্তন, বংশগতি, বিস্তৃতি এবং পরিবেশের সাথে
সম্পর্কের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে প্রাণিবিজ্ঞান বলে। দুটি গ্রিক শব্দ Zoon (প্রাণী) ও
Logos (জ্ঞান) সমন্বয়ে Zoology টার্ম উদ্ভূত হয়েছে। প্রাণিবিজ্ঞান জনক হলেন এরিস্টটল।
২। ICZN কী?
উঃ বর্তমানের গ্রাহ্য ও আইনসিদ্ধ প্রাণী নামকরণের বিধিগুলো একটি কর্তৃত্বপূর্ণ প্রমাণ্য দলিল হিসেবে আন্তর্জাতিক প্রাণী নামকরণ সংহিতা বা International Code of Zoological Nomenclature ICZN নামে লিপিবদ্ধ হয়েছে।
৩। ফলিত প্রাণিবিজ্ঞান কাকে বলে?
উঃ প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণীর উন্নয়ন, প্রতিপালন, সংরক্ষণ ও সদ্ব্যবহার তথা অর্থনৈতিক ও বাণিজ্যিক দিকে গুরুত্বারোপ করে তাকে ফলিত প্রাণিবিজ্ঞান বলে ।
৪। কসমিক তত্ত্ব বলতে কি বুঝায়?
উঃ Lord Kelvin ও অন্যান্য অনেক বিজ্ঞানী মনে করতেন যে, পৃথিবীর বাইরে কোনো স্থান
থেকে প্রথম জীবন উৎপত্তি ঘটেছিল। তাঁদের এই মতবাদকে কসমিক তত্ত্ব বলা হয়।
৫। বিশেষ সৃষ্ট মতবাদ বলতে কী বোঝ?
উঃ এ তত্ত্বের মূলভিত্তি বিশ্বাস। ধার্মিক লোকদের বিশ্বাস, কোন এক অলৌকিক শক্তির প্রভাবে জীবনের
সৃষ্টি হয়েছে। তারা মনে করেন সৃষ্টিকর্তা প্রত্যেক ধরনের উদ্ভিদ ও প্রাণীকে পৃথক পৃথকভাবে সৃষ্টি
করেছেন। এসব উদ্ভিদ ও প্রাণী সৃষ্টির পরে আর পরিবর্তিত হয়নি। এমনকি আগামীতেও অপরিবর্তিত
থাকবে।
৬। জাতিজনি কি?
উঃ কোনো জীবগোষ্ঠীর বিবর্তনিক ইতিহাসকে জাতিজনি বলে ।
৭। স্বতঃস্ফূর্ত সৃষ্টি মতবাদ কি?
উঃ সপ্তাদশ ও অষ্টাদশ শতাব্দীতে অনেক দার্শনিক মনে করতেন যে, জড় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে
জীবের জন্ম হয়। তাই এই মতবাদটি স্বতঃস্ফূর্ত সৃষ্টি মতবাদ বা স্বতঃস্ফূর্ত মতবাদ নামে পরিচিত।
যেমন- ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা থেকে ব্যাঙ, সকালের শিশির ও পচা সার থেকে কীট পতঙ্গের
জন্ম হয়েছে।
৮। বিবর্তন কাকে বলে?
উঃ অতি ধীরগতিতে দীর্ঘমেয়াদি ধারাবাহিক একটি প্রক্রিয়া যার মাধ্যমে অতি সরল জীব থেকে
ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয় তাকে বিবর্তন বলে।
৯। প্রোটোবায়োন্ট কি?
উঃ প্রোটোবায়োন্ট হলো জীব উৎপত্তির প্রথম সোপান বা ধাপ।
১০। জীবন কি?
উঃ জীবন বলতে প্রোটোপ্লাজমের ভৌত- রাসায়নিক ক্রিয়াকর্মের এমন এক অবস্থাকে বুঝায়
যার নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, নিজ অস্তিত্ব বজায় রাখার ক্ষমতা আছে এবং পরিবর্তনীয় পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের ক্ষমতা আছে।
১১। প্রজাতির সংজ্ঞা দাও।
উঃ প্রজাতি হলো একই জীবগোষ্ঠীভুক্ত এমন ধরনের স্বতন্ত্র জীবের সমষ্টি যারা শুধু নিজেদের মধ্যে যৌন মিলনে ও জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম অথচ অনুরূপ অন্য কোনো জীব গোষ্ঠী থেকে প্রজনন দিক দিয়ে পৃথক, যাদের জিন আদান-প্রদান কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ এবং যারা অভিন্ন জিন
ভাণ্ডারের অংশীদার।
১২। পপুলেশন কী?
উঃ পপুলেশন একই প্রজাতির সদস্যদের সমষ্টি বা দল মিলে পপুলেশন গঠিত হয় যারা নির্দিষ্ট
সময়ে কোনো এক বিশেষ স্থান অধিকার করে এবং একই সম্পদ (Resource) ভোগ করে ।
১৩। জন্মহার ও মৃত্যুহার বলতে কী বুঝ?
উঃ জন্মহার : নতুন জীব জন্মগ্রহণের মাধ্যমে পপুলেশনের কলেবর বৃদ্ধি পায়। যে হারে একক
সময়ে নতুন সদস্যের সংযোজন ঘটে তার গড় হিসাবকে জন্মহার বলে।
মৃত্যুহার : একক সময়ে পপুলেশনের সদস্যদের যে হারে মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বলে ।
১৪। সম্প্রদায় কী?
উঃ কোনো নির্দিষ্ট বসতিতে বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশন পারস্পরিক নির্ভরশীলতা ও
মিথস্ক্রিয়ায় সংশ্লিষ্ট হয়ে একটি জৈবিক সত্তারূপে যে স্বতন্ত্র ইকোলোজিক্যাল একক গঠন করে তাকে
সম্প্রদায় বা কমিউনিটি বলে ।
১৫। বায়োটা (Biota) কি?
উঃ কোনো অঞ্চলে সমগ্র প্রাণীকুল ও উদ্ভিদকুল একত্রে বায়োটা বলে।
১৬। ইকোসিস কী?
উঃ ইকোসিস বলতে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির নতুন কোনো পরিবেশ বা বাস্তুতন্ত্র সফলভাবে লাভ করাকে বুঝায়।
১৭। জীবমণ্ডল (Biosphere) কী?
উঃ পৃথিবীর জল, স্থল ও বায়ুমণ্ডলের যে অংশে জীব বসবাস করতে দেখা যায় তাকে জীবমণ্ডল বা
Biosphere বলে।
১৮। জীববৈচিত্র্য বলতে কি বুঝ?
উঃ পৃথিবীর ভূ-মণ্ডল, জলমণ্ডল ও বায়ুমণ্ডলে বসবাসকারী লক্ষ লক্ষ প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের
মধ্যে বিরাজমান জিনগত, প্রজাতিগত ও বাস্তুগত বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলে।
১৯। প্রাণীগোষ্ঠীর সাংগঠনিক স্তরগুলোর নাম লিখ।
উঃ প্রাণীগোষ্ঠীর সাংগঠনিক স্তর পাঁচটি। যথা-
১. প্রোটোপ্লাজমিক স্তর,
২. কোষীয় স্তর,
৩. কোষ কলা স্তর,
৪. কলা-অঙ্গ স্তর ও
৫. অঙ্গতন্ত্র স্তর।
২০। ক্রমাগমন কাকে বলে?
উঃ যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ বা প্রাণী বিবর্জিত এলাকায় বিভিন্ন অবস্থায় উদ্ভিদকুল বা
উদ্ভিদ সম্প্রদায়ের বা প্রাণী সম্প্রদায়ের পর্যায়ক্রমে আবির্ভাব ও তিরোধানের মাধ্যমে শেষ পর্যন্ত একটি
স্থায়ী উদ্ভিদ বা প্রাণী সম্প্রদায়ের আবির্ভাব ঘটে, তাকে ক্রমাগমন বলে।
২১। উষ্ণতরল ঝোল বলতে কী বুঝ?
উঃ সরল প্রোটিনের তরল দ্রবণ যে-কোনো জটিল সুগারের সাথে মিশ্রিত হযে যে উত্তপ্ত স্যূপ
জাতীয় বস্তু তৈরি করে তাকে উষ্ণতরল ঝোল বা হট ডাইলুট স্যূপ বলে।
২২। কোষতত্ত্ব কী?
উঃ ১৮৩৮ খ্রিস্টাব্দে জার্মান উদ্ভিদবিজ্ঞানী এম.জে. প্লেইডেন (১৮০৪-১৮৮১) কোষতত্ত্বের বা
মতবাদের প্রবর্তক। তবে ১৮৩৯ খ্রিস্টাব্দে জার্মান প্রাণিবিদ থিওডর সোয়ান (১৮১০-১৮৮২) তাঁর
পূর্বতন বন্ধুর সাথে কোষ সম্পর্কে এক যুগান্তকারী ধারণা উপস্থাপন করেন। তাঁদের সেই ধারণাই হলো
কোষতত্ত্ব বা কোষ মতবাদ (Cell theory)।
২৩। কোষের আত্মঘাতী থলে কোনটি?
উঃ লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়।
২৪। লাইসোজোম কি?
উঃ কোনো সাইটোপ্লাজমে অবস্থিত থলি আকৃতির যে অঙ্গানু হাইড্রোলাইটিক এনজাইমের আধার
হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে।
২৫। নিউক্লিওটাইড কাকে বলে?
উঃ নিউক্লিওসাইডের সাথে যখন এক বা একাধিক ফসফোরিক এসিড যুক্ত হয়, তখন তাকে
নিউক্লিওটাইড বলে।
২৬। নন-সিস্টার ক্রোমাটিড কাকে বলে?
উঃ ক্রোমোজোমের মধ্যে যে অংশ বিনিময় করে তাকে নন-সিস্টার ক্রোমাটিড বলা হয় ।
২৭। জিন কি?
উঃ জিন হলো বংশগতির একক, ধারক ও বাহক। প্রকৃতপক্ষে জিন হচ্ছে ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান
DNA অণুর একটি ক্ষুদ্র অংশ যা বিভিন্ন অ্যামাইনো এসিডের নির্দিষ্ট ক্রমবিশিষ্ট পলিপেপ্টাইড বা আমিষ
সংশ্লেষণের জন্য নির্দেশনা প্রদান করে আর নির্দিষ্ট আমিষ জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে।
২৮। লাইসোজোম-এর কাজ লিখ।
উঃ জীবাণু ভক্ষণ করা, পরিপাক ক্রিয়ায় সহায়তা করা এবং জীবদেহের অকেজো কোষকে ধ্বংস করা।
২৯। Vegetal pole কী?
উঃ ডিম্বাণুর যে মেরুর দিকে কুসুম থাকে তাকে Vegetal pole বা কুসুম মেরু বলে।
৩০। জিনোম কি?
উঃ একটি কোষের নিউক্লিয়াসে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমসমূহের মধ্যে যত প্রকার জিন থাকে তার
সমষ্টিকে জিনোম বলে। জিনোমের একককে জিন বলে
৩১। অটোলাইসিস কী?
উঃ যে পদ্ধতিতে জীবের দেহের বিপাকীয় বস্তুসমূহ স্বয়ংক্রিয়ভাবে ভেঙ্গে যায় সেই পদ্ধতিকে
অটোলাইসিস বলে।
৩২। ADP কী?
উঃ ADP বা Adenosine Di-phosphate হলো উচ্চ শক্তিসম্পন্ন রাসায়নিক পদার্থ যা জীবকোষের
রাসায়নিক শক্তির উৎস হিসেবে কাজ করে।
৩৩। অস্থি কি?
উঃ এটা মেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল গঠনকারী এক প্রকার বিশেষ সংযোগী শক্ত কলা যা মধ্যস্তর
থেকে সৃষ্ট এবং মূলত অস্থিকোষ, কোলাজেন তন্ত্র ও ক্যালসিয়াম লবণের ধাত্র দ্বারা গঠিত।
৩৪। সিলোম কি?
উঃ দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকা স্থান যা পেরিটানিয়াম পর্দা দ্বারা পরিপূর্ণরূপে পরিবৃত্ত
তাকে সিলোম বলে ।
৩৫। মেটামেরিজম কি?
উঃ কোনো প্রাণীর দেহে বহু অংশের অণুদৈর্ঘ্য সজ্জাবিন্যাস পরিলক্ষিত হলে তখন তাকে খণ্ডায়ন
(Metamerism) বলে। উদাহরণ- অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী ।
৩৬। সিউডো সিলোম বলতে কী বুঝ?
উঃ অভ্যন্তরীণ অঙ্গগুলো দেহগহ্বরের মধ্যে মুক্তাবস্থায় বিরাজ করে। এরূপ দেহ গহ্বরকে অপ্রকৃত
দেহগহ্বর বা Pseudocelom বলা হয়। যেমন- Nematoda, Acanthocephala প্রাণীর গোষ্ঠী ।
৩৭। টটোনিম কী?
উঃ যেকোনো একটি প্রজাতির জন্য প্রস্তাবিত একটি নাম যদি পূর্বেই অপর একটি প্রজাতির জন্য
ব্যবহৃত হয়ে থাকে, তবে পরবর্তী সময়ে ব্যবহৃত নামটিকে পূর্বে ব্যবহৃত নামের টটোনিম বা সমনাম
বলা হয়।
৩৮। লিনিয়ান হায়ারআর্কি কি?
উঃ লিনিয়াস তাঁর প্রবর্তিত শ্রেণিবিন্যাসকে সাতটি ধাপে বা স্তরে বিভক্ত করেন। তিনি তাঁর প্রবর্তিত ধাপ
বা স্তরগুলোকে আরোহী ও অবরোহীভাবে সাজিয়ে প্রাণী বা উদ্ভিদের শ্রেণিবিন্যাসের যে নিয়ম চালু করেন
তাকে লিনিয়ান হায়ারআর্কি বলে।
৩৯। Taxon (ট্যাক্সন) বা Taxa (ট্যাক্সা) কি?
উঃ শ্রেণিবিন্যাসের অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন জীবের মধ্যে সম্পর্কে ভিত্তিতে মানসম্মত
কতক শ্রেণি বিভাগীয় গোষ্ঠী নির্ধারণ করা এবং প্রতিটি গোষ্ঠীকে বিশেষ নামে প্রকাশ করা। এ
ধরনের গোষ্ঠীকে ট্যাক্সন বা ট্যাক্সা বলা হয় ।
৪০। প্রতিসাম্যতা কী?
উঃ প্রাণীদেহের মধ্যমা তলের দুই বিপরীত পাশের অংশসমূহের সুষমবিন্যাস ব্যবস্থার নাম
প্রতিসাম্য। আর প্রাণীদেহকে কোনো রেখা বা তল দ্বারা সমানসংখ্যক দেহাংশকে বিভাজিত করার
প্রক্রিয়াকে প্রতিসাম্যতা বলা হয় ।
৪১। ৫-রাজ্য শ্রেণিবিন্যাস কে প্রবর্তন করেছিলেন?
উঃ পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন বিজ্ঞানী হুইটেকার।
৪২। যোজক কাকে বলে?
উঃ যোজক হলো এক ধরনের বিজ্ঞানসম্মত বিন্যাস পদ্ধতি, যার সাহায্যে একটি অপরিচিত প্রাণী বা
প্রাণীগোষ্ঠী দ্রুত ও সহজ উপায়ে শনাক্ত করা যায়।
৪৩। ট্যাগিং কী?
উঃ উন্নত প্রাণীদের বয়স বৃদ্ধি, মৃত্যুর হার, জন্মহার, অভিপ্রয়াণ ইত্যাদি গবেষণামূলক কাজের
জন্য যখন ধাতব অথবা অধাতব পাত্রের এক প্রান্তে ফিতাসহ প্রাণীদেহে আটকে রাখার ব্যবস্থা করা হয়
তখন তাকে ট্যাগ বলা হয়। প্রাণীদেহে ট্যাগ লাগিয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা করাকে ট্যাগিং বলে ।
৪৪। মাইক্রোমিটার কি?
উঃ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার
করা হয় তাকে মাইক্রোমিটার বলে।
৪৫। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কি?
উঃ যে অণুবীক্ষণ যন্ত্রে অত্যন্ত কম তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রন প্রবাহ ব্যবহার করে কোনো দর্শন বস্তুর ১০
লক্ষ গুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে পর্যবেক্ষণ করা হয়, তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সম্প্রদায় কী? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। ফ্লাজেলা ও সিলিয়ার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৪। ইনকিউবেটর কী? ইনকিউবেটরের ব্যবহার লিখ। ১০০%
৫। হৃদপেশীর বৈশিষ্ট্য ও কাজ লিখ। ১০০%
৬। রাইবোসোমের গঠন ও কাজ লিখ। ১০০%
৭। মানব কল্যাণে প্রাণিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৮। নমুনায়ন কি? এর পদ্ধতি ও উপকারিতা উল্লেখ কর। ১০০%
৯। প্রজাতি কি? প্রজাতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখ। ১০০%
১০। প্রতিসাম্যতা কী? বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা বর্ণনা কর। ১০০%
অথবা, উদাহরণসহ অরীয় ও দ্বিপার্শ্বীয় প্রতিসম ব্যাখ্যা কর।
১১। প্রাণিবিজ্ঞানের যেকোনো চারটি ফলিত শাখার বর্ণনা দাও। ৯৯%
১২। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৩। লিনিয়ান হায়ারআর্কি বর্ণনা কর। ৯৯%
১৪। স্ফিগমোম্যানোমিটার ও ক্যামেরা লুসিডার ব্যবহার লিখ। ৯৯%
অথবা, মাইক্রোমিটারের ব্যবহার লিখ।
১৫। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ক্রোমোজোম কী? ক্রোমোজমের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
২। জীবন কী? সিলোমের ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস কর। ১০০%
৩। সংগ্রহ উপকরণ কী? প্রকৃতি থেকে প্রাণী সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৪। ক্লিভেজ কী? বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও। ১০০%
৫। হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের গঠন বর্ণনা কর। ১০০%
৬। জীবনের প্রাথমিক বিবর্তনের প্রধান পর্যায়গুলোর নাম লিখ এবং মলিকুলার পর্যায়ের বর্ণনা দাও। ১০০%
৭। কোষ ঝিল্লি কী? কোষ ঝিল্লির “একক পর্দা” মতবাদ বর্ণনা কর। ১০০%
৮। দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ? প্রাণীর দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নীতিমালা বর্ণনা কর। ১০০%
৯। ট্যগ কি? বিভিন্ন প্রকার ট্যাগের বর্ণনা দাও। ১০০%
১০। জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্যের গুরুত্ব হ্রাসের কারণ বর্ণনা কর। ১০০%
১১। আবরণী কলা কী? আবরণী কলার বৈশিষ্ট্য, প্রকারভেদ ও কাজ বর্ণনা কর। ৯৯%
১২। জীবজগতের “পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস” বর্ণনা কর। ৯৯%
১৩। শনাক্তকরণ কি? প্রাণী সংরক্ষণের পদ্ধতিগুলোর বর্ণনা দাও। ৯৯%
১৪। নিউটন কি? চিত্রসহ এক‌টি নিউরনের গঠন ও কাজ লিখ। ৯৯%
১৫। কোষচক্র কি? চিত্রসহকারে কোষচক্র বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*