অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ ২১১৬০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জিম্মি কারা?
উঃ ইসলামি রাষ্ট্রে অমুসলিম সম্প্রদায়কে বলা হয় জিম্মি ।
২। জাজিরাতুল আরব অর্থ কী?
উঃ ‘জাজিরাতুল আরব’ অর্থ- আরব
উপদ্বীপ ।
৩। আল-মালা’ কী?
উঃ ইসলাম পূর্ব আরবে কুরাইশ গোত্রপতিদের (শেষ)নিয়ে গঠিত একটি মন্ত্রণা পরিষদ।
৪। নিয়ে গঠিত একটি মন্ত্রণা পরিষদ।
নিয়ে গঠিত একটি মন্ত্রণা পরিষদ।
৫। মদীনার পূর্ব নাম কী?
উঃ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
৬। মুসলমানদের প্রথম কেবলা কোনটি?
উঃ মুসলমানদের প্রথম কেবলা ছিল বায়তুল মুকাদ্দাস ।
৭। সিদ্দিক’ শব্দের অর্থ কী?
উঃ সত্যবাদী।
৮। বায়তুল মাল’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ হযরত ওমর (রা.)।
৯। জুন্নুরাইন’ কার উপাধি?
উঃ হযরত ওসমান (রা.)-এর।
১০। উট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ উট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
১১। কুব্বাতুস সাখরা’ কে নির্মাণ করেন?
উঃ কুব্বাতুস সাখরা খলিফা আব্দুল মালিক নির্মান করেন।
১২। কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয়?
উঃ খলিফা সুলাইমানকে ।
১৩। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উঃ ওমর বিন আব্দুল আজিজকে।
১৪। আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?
উঃ হেজাজ প্রদেশ।
১৫। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি?
উঃ ‘আল-দাহনা’।
১৬। Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কি?
উঃ হারামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ বলা হতো।
১৭। উকাজ মেলা কি?
উঃ উকাজ মেলা আরবদের মক্কার কাবাগৃহকে কেন্দ্র করে অনুষ্ঠিত বার্ষিক মেলা যেখানে জুয়া খেলা, দৌড় ও কাব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।
১৮। বেদুঈন কারা?
উঃ মরুবাসী আরবদেরকে ‘বেদুঈন’ বলা হতো।
১৯। কোন সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়?
উঃ মহানবি (সা.)-এর জন্মের ১০০ বছর পূর্বের সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয় ।
২০। প্রাক-ইসলামি আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লিখ।
উঃ তিনজন প্রসিদ্ধ কবির নাম হলো। ১. ইমরুল কয়েস, ২. ইবনে কুলসুম ও ৩. আনতারা ইবনে শাপদাদ ।
২১। আল মালা কি?
উঃ আল মালা হলো ইসলাম পূর্ব আরবে কুরাইশ গোত্রপতিদের (শেখ) নিয়ে গঠিত একটি মন্ত্রণা পরিষদ।
২২। হযরত মুহাম্মদ (সা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট (রবিউল আউয়াল মাসের ১২ তারিখ) রোজ সোমবার আরবের বিখ্যাত কুরাইশ বংশের হাশেমীয় গোত্রে জন্মগ্রহণ করেন।
২৩। মহানবি (সা.)-এর উপাধি কি ছিল?
উঃ আল-আমিন।
২৪। কুরাইশ’ শব্দের অর্থ কি?
উঃ কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক।
২৫। হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত লাভ করেন কত সালে?
উঃ মহানবি (সা.) ৬১০ সালে ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।
২৬। মদিনার পূর্ব নাম কি?
উঃ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
২৭। মোহাজের’ ও ‘আনসার’ কারা?
উঃ যে সকল মুসলমান জন্মভূমি এবং আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মক্কা হতে মদিনায় হিজরত করেন তারা ‘মোহাজের’ এবং যারা মদিনায় আশ্রয় দিয়েছিল তারাই আনসার নামে পরিচিত।
২৮। মদিনা মসজিদ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ মদিনা মসজিদ প্রতিষ্ঠিত হয় ৬২২ খ্রিস্টাব্দে।
২৯। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
উঃ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল ৩১৩ জন।
৩০। খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উঃ খন্দকের যুদ্ধ ৬২৭ খ্রিস্টাব্দের ৩১ মার্চ সংঘটিত হয়।
৩১। হাজরে আসওয়ান’ কি?
উঃ মক্কার কাবাগৃহে রক্ষিত কালো পাথর।
৩২। পবিত্র কুরআন হুদাইবিয়ার সন্ধি কি বলে অভিহিত করা হয়েছে?
উঃ হুদাইবিয়ার সন্ধিকে পবিত্র কুরআন শরিফে ‘ফাতহুম মুবিন’ বা ‘মহাবিজয়’ বলে অভিহিত করা হয়েছে।
৩৩। তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ তাবুকের যুদ্ধ ৬৩০ সালে সংঘটিত হয়।
৩৪। বিদায় হজ্ব কখন অনুষ্ঠিত হয়?
উঃ ৬৩২ খ্রিস্টাব্দের ৭ মার্চ।
৩৫। খোলাফায়ে রাশেদিন কারা?
উঃ মহানবি (সা.)-এর ইন্তেকালের পর যে চার জন সাহাবি তাঁর প্রতিনিধি রূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের সর্বাধিনায়কত্ব করে গেছেন, তাঁরাই মুসলিম জাহানের ইতিহাসে ‘খোলাফায়ে রাশেদিন’ ।
৩৬। সিদ্দিক’ শব্দের অর্থ কি?
উঃ সত্যবাদী। ।
৩৭। মহিলাদের মধ্যে যে সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন তাঁর নাম উল্লেখ কর।
উঃ হযরত খাদিজা (রা.)।
৩৮। কয়েকজন ভরুনবির নাম উল্লেখ কর।
উঃ ভণ্ডনবি- ১. মুসায়লামা, ২. আসওয়াদ আনসি, ৩. তোলায়হা ও ৪. সাজাহ।
৩৯। ফারুক শব্দের অর্থ কি?
উঃ সত্য মিথ্যার প্রভেদকারী।
৪০। বায়তুল মালকে প্রতিষ্ঠা করেন?
উঃ হযরত ওমর (রা.)।
৪১। হযরত ওমর (রাঃ) কখন মিশর জয় করেন?
উঃ ৬৪১ খ্রিস্টাব্দে হযরত ওমর (রা.) মিশর জয় করেন।
৪২। খারাজ কি?
উঃ অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমি করকে খারাজ বলে।
৪৩। আবু জর আল গিফারীকে কোথায় নির্বাসনে পাঠানো হয়।
উঃ রাবাধা নামক স্থানে।
৪৪। কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের
উঃ হযরত ওসমান (রা.)। হাতে শহিদ হন।
৪৫। আসাদুল্লাহ’ কার উপাধি ছিল?
উঃ হযরত আলী (রা.)-এর।
৪৬। উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ উষ্ট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ ৬৫৬ সালে সংঘটিত হয়।
৪৭। উমাইয়া বংশে কতজন খলিফা ছিলেন?
উঃ ১৪ জন।
৪৮। কত খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন (রা.)-এর কাফেলাকে আক্রমণ করেন?
উঃ ৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর (৬১ হিজরীর ১০ মহররম)।
৪৯। কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ফোরাত নদীর তীরে অবস্থিত।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাইতুল মাল কী? ১০০%
২। খারেজি/মাওয়ালি কারা? ১০০%
৩। হিলফুল ফুজুলের কার্যক্রম কী ছিল? ১০০%
৪। খন্দকের/যবের যুদ্ধ সম্পর্কে টীকা লিখ? ১০০%
৫। হুদায়বিয়ার সন্ধিকে ‘ফাতহুম মুবিন’ বলা হয় কেন? ১০০%
৬। আইয়্যামে জাহেলিয়া বলতে কি বুঝ? ১০০%
৭। খিলাফত ও খুলাফায়ে রাশেদীন বলতে কি বুঝ? ১০০%
৮। হানিফ সম্প্রদায় কারা? ১০০%
৯। হযরত ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত দুটি অভিযোগ লিখ। ১০০%
১০। পরিচয় দাও : মুয়াবিয়ার (রা.), মুসা বিন নুসাইর,
১১। উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন? ৯৯%
১২। আনসার ও মুহাজির কারা? ৯৯%
১৩। উমাইয়াদের মাওয়ালি নীতি কি ছিল? ৯৮%
১৪। মদিনার সনদের তাত্পর্য ব্যাখ্যা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাক ইসলামি আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। ১০০%
২। হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা হতে মদিনায় হিজরতের কারণ ও পরিস্থিতি বর্ণনা কর। ১০০%
৩। হযরত উমর (রা.)-এর খেলাফতে আরবদের সিরিয়া ও মিশর বিজয় আলোচনা কর। ১০০%
৪। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৫। প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য বিস্তৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৬। উমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার আলোচনা কর। ১০০%
৭। উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৮। উমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৯। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার কৃতিত্ব বর্ণনা কর। ১০০%
১০। কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
১১। আইয়্যামে জাহেলিয়া যুগের কতিপয় বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১২। হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১৩। হযরত ওসমান (রা) হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৮%
১৪। বদর যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*