অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় ভূমিরূপবিদ্যা ২২৩২০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। “Principles of Geographology” গ্রন্থের লেখক কে?
উঃ “Principles of Geographology” গ্রন্থের লেখক বিখ্যাত মার্কিন ভূ-বিজ্ঞানী উইলিয়াম ডি. থর্ন বেরী।
২। সমপ্রায় ভূমি কী?
উঃ বার্ধক্য অবস্থার পূর্বে উচ্চভূমি সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি বিস্তীর্ণ সমভূমিতে পরিণত হলে একে সমপ্রায় ভূমি বলে।
৩। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম রিকটার স্কেল।
৪। গেইসার (Geyser) কী?
উঃ যেসব উষ্ণ প্রস্রবনে পানি নিয়মিত বা অনিয়মিতভাবে পানি বা বাষ্প স্তম্ভাকারে প্রবলবেগে উর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, তাকে গেইসার বলে।
৫। পানি নির্গমন পরিমাপের একক ও সূত্রটি লিখ।
উঃ কিউসেক। পানি নির্গমনের সূত্রটি হলো- Q = Av.
৬। বারখান কী ধরনের ভূমিরূপ?
উঃ বারখান তুষারাবৃত ভূমিরূপ।
৭। বাংলাদেশের কোন এলাকাকে মৃতপ্রায় ব-দ্বীপ বলা হয়?
উঃ বাংলাদেশের যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর এলাকাকে মৃতপ্রায় ব-দ্বীপ বলা হয়।
অথবা, মৃতপ্রায় ব-দ্বীপ কী?
উঃ মৃতপ্রায় ব-দ্বীপকে সাধারণত উচ্চ সমভূমির দ্বীপ বলে মনে করা হয়। এর উচ্চতা আনুমানিক ১২ মটিার থেকে ১৮ মিটার।
৮। হিমালয় কোন ধরনের পর্বত?
উঃ ভঙ্গিল পর্বত।
৯। ম্যাগমা কী?
উঃ আগ্নেয়গিরির জ্বালা সূক্ষ্ম দিয়ে যে গলিত পদার্থ বের হয় তাকে ম্যাগমা বলে।
১০। তটরেখা কাকে বলে?
উঃ সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত উপকূলীয় সীমারেখাকে তটরেখা বলে।
১১। সিলেট চুনাপাথর সংঘ কোন ভূতাত্ত্বিক সময় কালের?
উঃ সিলেট চুনাপাথর সংঘ টারশিয়ারী যুগের।
১২। Paleo-Geomorphology বলতে কী বুঝ?
উঃ যে ভূতত্ত্ববিদ্যায় প্রাচীন ক্ষয়জাত পৃষ্ঠতল, প্রাচীন ভূসংস্থানিক বিবরণ এবং যে ভূমিরূপ ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে, ক্ষয়ক্রিয়ার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সে সম্পর্কে আলোচনা করা হয় তাকে Paleo-Geomorphology বা প্রত্ন ভূমিরূপবিদ্যা বলে।
১৩। ডেভিসীয় অনুশাসনটি কী?
উঃ ডিক্টাম বা অনুশাসন একটি মৌলিক গবেষণা প্রকল্প যা প্রযুক্তিগত কেন্দ্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
১৪। উদ্ভেদ (Outcrop) কাকে বলে?
উঃ উদ্ভেদ হলো একটি শিলা গঠনের অংশ যা মাটির পৃষ্ঠে প্রদর্শিত হয়।
১৫। প্রবাহের গতিবেগ তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষয়কার্যের শক্তি কতগুণ হ্রাস বা বৃদ্ধি পাবে?
উঃ তিনগুণ বৃদ্ধি পাবে।
১৬। প্রাকৃতিক বাঁধ কাকে বলে?
উঃ বন্যার পানি ছড়িয়ে পড়ার সময় নদীর তীর ক্রমাগত পলি, বালি, কাদা প্রভৃতি ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায়। প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয় বলে একে প্রাকৃতিক বাঁধ বলে।
১৭। দক্ষিণ এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম লেখ।
উঃ মাইবেরিডা।
অথবা, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম লিখ।
উঃ এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি।
১৮। ডাইকি চ্যুতির অবস্থান লেখ।
উঃ বাংলাদেশের উত্তর সীমান্ত বরাবর।
১৯। ভূমিধ্বস কী? ভূমিধ্বসের দুটি কারণ লিখ।
উঃ ভূমিধ্বস বলতে পার্বত্য অঞ্চলের কোনো উঁচু স্থান থেকে কোনো কারণে বোন্ডার, পাথর প্রভৃতি পাহাড়ের নিম্নন্টানে পতিত হওয়াকে বুঝায়।
কারণ : ভূমির কম্পন, উল্লম্ব ও খাড়া ঢাল।
২০। ব-দ্বীপ কী?
উঃ নদী মোহনায় স্রোতের গতিবেগ হ্রাসের ফলে নদী বাহিত কাঁদা, পলি, বালি, কাঁকড়, নুড়ি প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে ত্রিকোণবিশিষ্ট ভূমিরূপ গঠিত হয় তাকে ব-দ্বীপ বলে।
২১। কার্স্ট শব্দের অর্থ ও অঞ্চলের নাম লিখ।
উঃ কার্স্ট শব্দের অর্থ উদ্ভিদবিহীন প্রস্তরভূমি ও অঞ্চলের নাম মেক্সিকোর টোবাসকো।
২২। মেসা কী?
উঃ মেসা হলো শান্তা রোজা মালভূমির একটি ভূখণ্ড যা দক্ষিণের শেষ অংশ।
২৩। হিমরেখা কী?
উঃ যে সীমারেখার উর্ধ্বে সারাবছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় সেই সীমারেখাকে হিমরেখা বলে।
২৪। পার্বত্য চট্টগ্রাম কোন ভূতাত্ত্বিক সময়ের ভূমিরূপ?
উঃ পার্বত্য চট্টগ্রাম মায়োসিন কালে ভূমিরূপ।
২৫। চ্যুতি ও ভাঁজের সংজ্ঞা দাও।
উঃ চ্যুতি : ভঙ্গুর শিলায় অসমান পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়ে শিলার এক অংশ অপর অংশ থেকে বিচ্যুত হলে তাকে চ্যুতি বলে।
ভাঁজ : ভূত্বকের স্তর বেঁকে গিয়ে যে ভূভাগের সৃষ্টি করে তাকে ভাঁজ (Fold) বলে।
২৬। শৈবাল সাগর কোন মহাসাগরে অবস্থিত ?
উঃ শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
২৭। উত্তর ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উঃ উত্তর ভারত মহাসাগরীয় স্রোত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২৮। সুনামী কী?
উঃ সাগর, নদী, হ্রদ বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধ্বস কিংবা আগ্নেগিরির উদগীরনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউকে সুনামি বলে।
২৮। প্লাবনভূমি কাকে বলে?
উঃ নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে অপেক্ষাকৃত মসৃণ ভূমিকে প্লাবন ভূমি বলে।
২৯। সমুদ্রস্রোত কী?
উঃ সমুদ্রের কোনো বিশাল এলাকার উপর দিয়ে দীর্ঘদিন যাবত নিয়মিত প্রবাহমান পানি রাশিকেই সমুদ্র স্রোত বলে।
৩০। গর্জনশীল চল্লিশা অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়?
উঃ গর্জনশীল চল্লিশা অঞ্চলে প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
৩১। ভূমিরূপবিদ্যার সংজ্ঞা দাও।
উঃ ভূগোলের যে শাখা ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ অবস্থা এবং ভূমিরূপ পরিবর্তনের অভ্যন্তরীণ ও বহিঃস্থ শক্তিগুলোর প্রভাবের ফল সম্বন্ধে আলোচনা করে তাকে ভূমিরূপবিদ্যা বলে।
৩২। পেডিপেন ধারণাটির প্রবক্তা কে?
উঃ পেডিপেন ধারণাটির প্রবক্তা আর.এ. জলিল।
অথবা, ঢালের বিবর্তন সম্পর্কিত ধারণার প্রবক্তা কে?
উঃ ঢালের বিবর্তন সম্পর্কিত ধারণার প্রবক্তা W. M. Davis.
৩৩। বিচূর্ণীভবন কত প্রকার?
উঃ বিচূর্ণীভবন তিন প্রকার।
৩৪। ভর বিচলন কী?
উঃ বিভিন্ন প্রকার বহিঃজ শক্তির প্রভাবে শিলা ভেঙ্গে ভূমির ঢাল বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলে তাকে ভর বিচলন বলে।
৩৬। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উঃ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত।
৩৭। কোয়াটারনারী যুগের সময়কাল কত?
উঃ ২০-১০ লক্ষ বছর আগে।
৩৮। বরেন্দ্রভূমি বাংলাদেশের কোথায় অবস্থিত?
উঃ বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তরাংশের রাজশাহী, রংপুর এবং দিনাজপুর জেলায় অবস্থিত।
৩৯। ভরা জোয়ার কখন সংঘটিত হয়?
উঃ পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যখন পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলবেলায় অবস্থান করে।
৪০। লাভা কী?
উঃ ভূ-গর্ভের গলিত ম্যাগমা ভূ-পৃষ্ঠে নির্গত হয়ে প্রবাহিত হলে তাকে লাভা বলে।
৪১। ক্যানারি স্রোত কোন মহাসাগরে অবস্থিত?
উঃ ক্যানারি স্রোত আর্টলান্টিক মহাসাগর অবস্থিত।
৪২। বালিয়াড়ি কী?
উঃ সমুদ্রে উপকূলে সঞ্চিত বালুকণা যখন বাতাস দ্বারা বাহিত হয়ে অভ্যন্তর ভূমিতে সঞ্চিত হয় তখন তাকে বালিয়াড়ি বলে।
৪৩। তরঙ্গদৈর্ঘ্য কী?
উঃ একটি তরঙ্গের চূড়া থেকে পরবর্তী চূড়ার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
৪৪। সমুদ্র তরঙ্গ দ্বারা সৃষ্ট দুইটি ক্ষয়জাত ভূমিরূপের নাম লিখ।
উঃ গুহা, প্রবাল প্রাচীর, জিও, বোহাল।
৪৫। অন্তঃশক্তিসমূহ কী কী?
উঃ ভূ-আলোড়ন, অগ্ন্যুদ্‌গম, ভূগাঠনিক প্রক্রিয়া, উল্কাপাত প্রভৃতি।
৪৬। ‘Morpho’ শব্দের অর্থ লেখ।
উঃ আকৃতি বা আকার।
৪৭। পাদদেশীয় সমভূমি কাকে বলে?
উঃ বায়ু এবং জলের ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে মরুভূমি অঞ্চলের পর্বত ঢাল ও পাদদেশ ভাগ পাথরে ঢাকা ঢালু সমতলভূমিতে পরিণত হয়ে পাদদেশীয় সমভূমি গঠিত হয়।
৪৮। দুটি উপক্রান্তীয় মরুভূমির নাম লেখ।
উঃ দুটি উপক্রান্তীয় মরুভূমি হলো- দক্ষিণ আমেরিকার পেরু মরুভূমি ও আফিকার সাহার ও লিবিয়ার মরুভূমি।
৪৯। মার্সেলি স্কেল কী?
উঃ বিজ্ঞানী জি. মার্সেলি তীব্র ভূমিকম্প পরিমাপের জন্য (১-১২) পর্যন্ত মাত্রাক্রম যে স্কেল ব্যবহার করেন তাকে মার্সেলি স্কেল বলে।
অথবা, রিখটার স্কেল কী?
উঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল বা মাপনী হলো রিখটার স্কেল।
৫০। গঠনমূলক প্লেট সীমানার অবস্থান কোথায়?
উঃ মহাদেশ বা মহাসাগরের মধ্যস্থলে গঠনমূলক প্লেট সীমানার অবস্থান।
৫১। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত?
উঃ ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে।
৫২। সোয়াচ অব নো গ্রাউন্ড কী?
উঃ বঙ্গোপসাগরের একটি খাদ।
৫৩। দুটি অধি হৈমবাহিক ভূমিরূপের নাম লেখ।
উঃ দুটি অধি হৈমবাহিক ভূমিরূপ হলো- বরফ কীলক ও জ্যামিতিক ভূমিরূপ পৃষ্ঠ।
৫৪। বাজাদা কী? পর্বতের পাদদেশে পলিজ কোণ ও পলিজ পাখা দ্বারা গঠিত সমভূমিকে বাজাদা বলে।
৫৫। উপকূল কী?
উঃ সমুদ্র ও স্থলভাগের মিলন স্থানকে উপকূল বলে।
৫৬। সমুদ্র সমতল কী?
উঃ সমুদ্রপৃষ্ঠর একইতলে অবস্থিত ভূভাগকে সমুদ্র সমতল বলে।
৫৭। নদী, উপনদী ও শাখা নদী কাকে বলে?
উঃ নদী : সাধারণত হিমবাহ বা বৃষ্টির পানি দ্বারা প্রাকৃতিকভাবে যে নালা আকৃতির পানির প্রবাহ তৈরি হয় তাকে নদী বলে।
উপনদী : পর্বত, হৃদ বা অন্য নদী থেকে যে সব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয়, তাকে বড় নদীর উপনদী বলে।
শাখা নদী : যে নদী অন্য কোনো বড় নদী থেকে উৎপন্ন হয়ে সাগর, হ্রদ বা অন্য নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর বা মূল নদীর শাখা নদী বলে।
৫৮। মূখ্য জোয়ার বলতে কী বুঝ?
উঃ চন্দ্রের আকর্ষণ শক্তি ও পৃথিবীর কেন্দ্রতিগ শক্তির প্রভাবে চারদিক হতে পানিরাশি চন্দ্রের নিকটবর্তী এসে ফুলে উঠে বা স্ফীত হয়ে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে।
৫৯। ঢেউ এর সংজ্ঞা দাও।
উঃ বাতাসে বা স্রোতের বেগে পানির উচ্চতা বা উচ্ছাসকে ঢেউ বলে।
৬০। উপকূলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লিখ।
উঃ পলিপঞ্চ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভূমিরূপবিদ্যার পরিধি বর্ণনা কর। ১০০%
২। ভাঁজ ও চ্যুতির মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৩। বাংলাদেশের ভূমিধ্বসের প্রভাব বর্ণনা কর। ১০০%
৪। চ্যুতির ফলে সৃষ্ট ভূদৃশ্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৫। সমুদ্র স্রোতের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। প্রত্ন-ভূমিরূপ পাঠের গুরুত্ব লেখ। ১০০%
৭। ক্ষয়জাত পদার্থের পরিবহন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৮। উপকূলের ধরনসমূহ আলোচনা কর। ১০০%
৯। ব্দ্বীপ গঠনের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। ১০০%
১০। প্লাবন সমভূমির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
১১। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলসমূহ আলোচনা কর। ৯৯%
১২। অমুক্রমিক নিষ্কাশন পদ্ধতিসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। ভূত্বকে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৯৯%
১৪। কাস্ট আঞ্চলের বণ্টন প্রক্রিয়া তুলে ধর। ৯৮%
১৫। নবদ্বীপের শ্রেণিবিভাগ লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভূমিরূপবিদ্যার সংজ্ঞা দাও। ভূ-গঠন প্রক্রিয়াসমুহ ব্যাখ্যা কর। ১০০%
২। অগ্ন্যুৎপাতের কারণ ও ধরনসমূহ বর্ণনা কর। ১০০%
৩ হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপসমূহের বিবরণ দাও। ১০০%
৪। বন্যার প্রকৃতি, কারণ ও নিয়ন্ত্রণের বিবরণ দাও। ১০০%
৫। কার্স্ট অঞ্চলের ভূ-প্রকৃতি সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৬। বায়ু কীভাবে ক্ষয়কার্য করে? বায়ুর ক্ষয়কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন কাঠামো বর্ণনা কর এবং ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ কর। ১০০%
৮। ঢালের ক্রমবিকাশ সম্পর্কে পেংকের ধারণা বর্ণনা কর। ১০০%
৯। বাংলাদেশের প্লাইসটোসিন যুগের পললায়নের ধারা বর্ণনা কর। ১০০%
১০। ব্দ্বীপ কি? বদ্বীপের শ্রেণিবিভাগ বা ধরনসমূহ আলোচনা কর। ১০০%
১১। ভূমিকম্প কি? ভূমিকম্পের প্রকারভেদ, কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%
১২। নদীর ক্ষয় ও বহন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৯৯%
১৩। পরিবেশগত সমস্যা অধ্যায়ন ভূমিরূপ তাত্ত্বিক প্রয়োগ উল্লেখ কর। ৯৮%
১৪। ব্দ্বীপ গঠনের অনুকূল অবস্থা বর্ণনা কর। ব্দ্বীপ গঠনের প্রক্রিয়া ও কাঠামো আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079 or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*