ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BASIC, VLSI, CPU, ALU, MICR, RAM, ROM, VRAM, WAP, HTTP
২। কম্পিউটার কী?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। এটি ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র।
৩। ভিত্তি বা base বলতে কী বুঝ?
উঃ কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়।
৪। র্যাডিক্স পয়েন্ট কী?
উঃ দশমিক সংখ্যা পদ্ধতিতে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট।
৫। বুলিয়ান চলক কী?
উঃ বুলিয়ান এ্যালজেবরার যে মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলা হয়।
৬। র্যাম কী?
উঃ যে কোন প্রসেসর অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন মেমোরি ছাড়া অচল। এ কারণে প্রধান মেমোরি হিসাবে ব্যবহৃত হয় Semiconductor Memory যা অত্যন্ত দ্রুত কাজ করে। এর রিডিং টাইম বা গঠন সময় এবং রাইট টাইম বা লিখন সময় সমান বলে একে Random Access Memory বা সংক্ষেপে RAM বলে।
৭। দুটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
উঃ দুটি আউটপুট ডিভাইসের নাম হলো- মনিটর ও প্রিন্টার ইত্যাদি।
৮। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কী?
উঃ কতকগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোগ্রামের সমষ্টি, যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়ার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যার পরিচালনা ও কার্যকর করাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে।
৯। ফ্লোচার্ট কী?
উঃ কোন প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে।
১০। ফার্মওয়্যার কী?
উঃ কম্পিউটার তৈরি করার সময় উহার মেমরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
১১। হ্যাকিং কী?
উত্তর : প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিষ্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
১২। কম্পিউটার আবিষ্কার করেন কে?
উঃ কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন।
১৩। অ্যানালগ কম্পিউটার কী?
উঃ যে কম্পিউটার সময়ের সাথে ক্রমাগত পরিবর্তনশীল উপাত্ত বা এনালগ বৈদ্যুতিক সংকেতের উপর নির্ভর করে
নির্মিত হয় তাকে এনালগ কম্পিউটার বলে।
১৪। ডিজিটাল কম্পিউটার কি?
উঃ যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ‘০’ এবং ‘1’ এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
১৫। সুপার কম্পিউটার কি?
উত্তর : যে কম্পিউটারের কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে সুপার কম্পিউটার বলে।
১৬। সফট্ওয়্যার পাইরেসি কি?
উত্তর : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার পাইরেসি বলা হয়।
১৭। কম্পিউটারের প্রজন্ম কি?
উঃ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ৬ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগকে কম্পিউটারের প্রজন্ম বলে।
১৮। রোবট কি?
উঃ রোবট বা রোবোটিক্স হচ্ছে বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত দেখতে অনেকটা মানুষের মতো এবং মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন মেশিন।
১৯। বাইনারি পদ্ধতি কি?
উঃ বাইনারি পদ্ধতি একটি সরলতম সংখ্যা পদ্ধতি। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। এজন্য বাইনারি পদ্ধতির বেস ২।
২০। বাইনারি সংখ্যার ভিত্তি ২ কেন?
উঃ বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয় তাই এই বাইনারি সংখ্যার ভিত্তি ২।
২১। কোড কি?
উঃ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট ০ ও ১ এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে।
২২। সুডো কোড কি?
উঃ প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষার প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।
২৩। বিসিডি কোড কী?
উঃ দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
২৪। আউটসোর্সিং কী?
উঃ স্বাধীন বা মুক্তভাবে কোনো প্রতিষ্ঠানের বা কোনো কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীনভাবে অন্যকোনো প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নাম হলো তাকে আউটসোর্সিং বলে।
২৫। ইন্টারফেস কি?
উঃ ইনপুট/আউটপুট ডিভাইসগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়াকে ইন্টারফেস বলা হয়।
২৬। আউটপুট ইউনিট কি?
উঃ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হওয়ার পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় সেসকল যন্ত্রকে আউটপুট ইউনিট বলে।
২৭। প্লাটার কি?
উঃ প্লটার হচ্ছে একটি বিশেষ ধরনের আউটপুট ডিভাইস। খুব সুদ্ধবিশিষ্ট নকশা বা রেখাচিত্রের মুদ্রণ নেয়ার জন্য যে মুদ্রণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে প্লটার বলা হয়।
২৮। সফটওয়্যার কি?
উঃ প্রোগ্রাম সমষ্টি যা হার্ডওয়্যার ও হিউম্যানওয়্যারের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সক্রিয় করে তাকে সফটওয়্যার বলে।
২৯। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কী?
উঃ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে ওই সমস্ত অপারেটিং সিস্টেমকে বোঝায় যাদের সোর্স কোড উন্মুক্ত থাকে এবং যার ফলে যে কেউ চাইলে ওই অপারেটিং সিস্টেমটি নিয়ে যেকোনো গবেষণা, এর উন্নয়ন, পরিবর্ধন, পরিমার্জন করতে পারে।
৩০। Operating System কাকে বলে?
উঃ কতকগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোগ্রামের সমষ্টি, যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়ার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যার পরিচালনা ও কার্যকর করাকে Operating System বলে।
৩১। মাল্টিমিডিয়া কি?
উঃ মাল্টিমিডিয়া কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি অতি পরিচিত শব্দ। আভিধানিক অর্থ হচ্ছে বহু মাধ্যম। এর মাধ্যমে এক সাথে বহু কাজ করা যায়।
৩২। ক্যাশ মেমোরি কি?
উঃ প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমোরি ও সিপিইউ এর মাঝামাঝি এই ধরনের মেমোরির ব্যবহার করা হয়। যাকে ক্যাশ মেমোরি বলা হয়।
৩৩। বিট ও বাইট কি?
উঃ বাইনারি সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই অঙ্ক দুটিকে সংক্ষেপে বিট বলা হয়। ৮টি বিটের সমন্বয়ে তৈরি হয় বাইট। বাইট হচ্ছে কম্পিউটারের ধারণ ক্ষমতা পরিমাপের একক।
৩৪। রেজিস্টার কি?
উঃ রেজিস্টার হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের অভ্যন্তরে দ্রুত গতির মেমোরি।
৩৫। অফ-লাইন স্টোরেজ কী?
উঃ অফ-লাইন স্টোরেজ হলো এমন এক ধরনের স্টোরেজ যা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে না।
৩৬। সত্যক সারণি কি?
উঃ যে সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের কার্যনীতিতে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণি বলা হয়।
৩৭। মৌলিক গেইট কয়টি ও কি কি?
উঃ মৌলিক গেইট ৩টি। যথা- ১. অর গেইট; ২. অ্যান্ড গেইট ও ৩. নট গেইট।
৩৮। সার্বজনীন লজিক গেইট কি?
উঃ যে লজিক গেইটের সাহায্যে যে কোন মৌলিক গেইট বা অন্য কোন সমন্বিত গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলা হয়।
৩৯। বুলিয়ান ধ্রুবক কাকে বলে?
উত্তর : বুলিয়ান এ্যালজেবরার যে মান অপরিবর্তিত থাকে ০০ তাকে বুলিয়ান ধ্রুবক বলে।
৪০। XOR gate এর সংজ্ঞা দাও।
উঃ XOR একটি বহুল ব্যবহৃত লজিক সার্কিট। এক্সক্লোসিভ অর গেইটকে সংক্ষেপে এক্স-অর গেইট বলা হয়। এটি একটি সমন্বিত গেইট। এক্স-অর গেইট মৌলিক গেইট, অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট দিয়ে তৈরি করা যায়। দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এ গেইট ব্যবহার করা হয়।
৪১। লজিক সার্কিট বা গেইট কি?
উঃ যে সকল ইলেকট্রনিক সার্কিট কোন বুলিয়ান প্রক্রিয়ার অর্থাৎ যোগ, গুণ বা পূরকের কাজ করে থাকে তাকে লজিক সার্কিট বা গেইট বলে।
৪২। DTP কি?
উঃ DTP = Desk Top Publishing.
৪৩। ডেটা বাস কি?
উঃ বিভিন্ন চিপের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য যে বাস ব্যবহৃত হয় তাকে ডেটা বাস বলা হয়।
৪৪। কম্পিউটার বাস কি?
উঃ কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে।
৪৫। ইন্টারনাল ডিভাইস কি?
উঃ যে সকল ডিভাইস মাদারবোর্ডের এক্সপানশান উপকরণ হিসাবে এর নির্দিষ্ট পোর্টে সরাসরি বসে, সেগুলোকে বলা হয় ইন্টারনাল ডিভাইস।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পঞ্চম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। ডি-মরগান সূত্র দুটি লেখ এবং দুই চলকের জন্য তা প্রমাণ কর। ১০০%
৩। কম্পিউটার বাস কী? কম্পিউটার বাসের শ্রেণিবিভাগ উল্লেখ কর। ১০০%
৪। ভিডিও কনফারেন্সিং কী? ব্যাখ্যা কর। ১০০%
৫। RAM এবং ROM-এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। অপারেটিং সিস্টেমের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৭। একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৮। কম্পিউটার বলতে কি বুঝ? ১০০%
৯। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও। ৯৯%
১০। তিন চুলকের জন্য ডিমরগ্যান সূত্রদ্বয় প্রমাণ কর। ৯৯%
১১। সার্বজনীন গেইট কী ? দুটি সার্বজনীন গেইটের নাম লেখ এবং সত্যক সারণির মাধ্যমে প্রকাশ কর। ৯৯%
১২। সফট্ওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
১৩। মাল্টিপ্রসেসিং ও মাল্টিপ্রগ্রমিং সিস্টেমের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। উচ্চস্তরের ভাষার সুবিধাসমূহ লেখ। ৯৯%
১৫। কম্পিউটার প্রজন্ম কী? পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ই-কমার্স কী? ইহার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) স্ট্যাটিক র্যাম ও ডাইনামিক র্যামের পার্থক্য লিখ। ১০০%
২। (ক) ছকের সাহায্যে অপারেটিং সিস্টেমের সংগঠন দেখাও। ১০০%
(খ) ২+৪+৬+,,,,,,+ n ধারাটির অ্যালগরিদম লিখ। ১০০%
৩। (ক) স্বাস্থ্যসম্মত উপায়ে কম্পিউটার ব্যবহারের নিয়মাবলি লিখ। ১০০%
(খ) বিশ্বায়নের ফলে বাংলাদেশ কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে? ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) সিস্টেম উন্নয়ন চক্রের ধাপসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর। ১০০%
(খ) ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ কী কী? ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(খ) ১ থেকে ১৬ পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমকক্ষ, বাইনারী, অক্টাল ও ডেক্সা ডেসিমেল সংখ্যা লিখ। ১০০%
৬। (ক) ALV সংগঠন বর্ণনা কর। ১০০%
(খ) বুলিয়ান অ্যালজেবরার ক্ষেত্রে প্রমাণ কর যে, (U + AB + ABC) (A+B+C) = A. ১০০%
৭। (ক) পটার কী? পটারের ব্যবহার লিখ। ১০০%
(খ) ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কী? ইহার সুবিধাসমূহ লিখ। ১০০%
৮। (ক) সার্বজনীন গেইট বলতে কি বুঝ? ১০০%
(খ) দুটি সার্বজনীন গেইটের নাম লিখ এবং তাদের সার্বজনীনতা প্রমাণ কর। ১০০%
৯। (ক) ডিজিটাল কম্পিউটার কি? ৯৯%
(খ) এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১০। (ক) সিপিইউ-এর বিভিন্ন অংশ বর্ণনা কর। ৯৯%
(খ) স্ক্যানার কী? ওএমআর (OMR) এবং ওসিআর (OCR) এর মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
১১। (ক) কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) MS Word-এর স্ক্রীনের বিভিন্ন টুলবারের নাম লিখ। ৯৯%
১২। (ক) ভার্চুয়াল মেমরি কী? এর কাজ বর্ণনা কর। ৯৯%
(খ) কন্ট্রোল ইউনিট কী? এর কাজ বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) ধাক্কা ও অ-ধাক্কা প্রিন্টারের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
(খ) কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কোনটি দ্রুত গতিসম্পন্ন এবং কেন? ৯৯%
১৪। (ক) ওয়ার্ড প্রসেসিং কী? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম লেখ। ৯৯%
(খ) ডেস্কটপ পাবলিশিং কী? Cut ও Copy অপারেশনের পার্থক্য লেখ। ৯৯%
১৫।(ক) বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা ও সমস্যা বর্ণনা কর। ৯৯%
(খ) ই-কমার্স প্রযুক্তির সুবিধাসমূহ লেখ। ৯৯%
Leave a Reply