ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-VIRUS, HTTP, VLSI, LED, GPS, GIS, CPU, ALU, DVD, ANSI, WAN DOS, Mac OS, HPFS, FAT, NTFS, OCR, RAD, DSS, BDONS,
RPG,
২। কম্পিউটার কী?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। ইহা ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত অসুপার কম্পিউটার অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র।
৩। বারকোড রিডার কী?
৪। কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম লিখ।
উঃ কম্পিউটারের উল্লেখযোগ্য দুটি ইনপুট যন্ত্রাংশের নাম হলো- ১. কী-বোর্ড ও ২. মাউস।
৫। ক্যাশ মেমরি কী?
উঃ প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিইউ এর মাঝামাঝি এই ধরনের মেমরির ব্যবহার করা হয়। যাকে ক্যাশ মেমরি বলা হয়।
৬। HTTP কী?
উঃ HTTP = Hyper Text Transfer Protocol.
৭। 4GL কী?
উঃ কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL (Forth generation language) বলা হয়।
৮। হ্যাকিং কী?
উঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিষ্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
৯। হার্ডওয়ার কী?
উঃ কম্পিউটারের সকল বাহ্যিক মন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে।
১০। নিউমেরিক কী কি?
উঃ যে কীর সাহায্যে অংক বা সংখ্যাবাচক শব্দ লেখা হয় তাকে নিউমেরিক কী বলে।
১১। সাইবার ক্রাইম কী?
উত্তর : আধুনিক কালে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপকভাবে বিকাশ হচ্ছে। এর সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আর এই ইন্টারনেটকে ব্যবহার করে বর্তমানে সংগঠিত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
১২। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : সর্বপ্রথম ইংল্যান্ডের গণিতবিদ চালর্স ব্যাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তাকে আধুনিক কম্পিউটারের “জনক বলা হয়।
১৩। হাইব্রিড কম্পিউটার কি?
উঃ এ্যানালগ ও ডিজিটাল- এই দুই ধরনের কম্পিউটারের প্রযুক্তির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
১৪। মাইক্রোপ্রসেসর কি?
উঃ কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ CPU = Central Processing Unit. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে সংক্ষেপে একে শুধু মাইক্রোপ্রসেসরও বলা হয়।
১৫। প্রোটোটাইপিং কী?
উঃ প্রোটোটাইপিং হলো একটি ইন্টারঅ্যাকটিভ ও পুনরাবৃত্তিযোগ্য প্রক্রিয়ার নতুন অ্যাপ্লিকেশনসমূহের আমতী কার্যশীল মডেলগুলোর দ্রুত উন্নয়ন ও পরীক্ষণ। এটিকে অনেক সময় র্যাপিড অ্যাপ্লিকেশন ডিজাইন (RAD) নামেও ডাকা হয়। এটি সিস্টেম ডিজাইনকে সরলীকরণ ও দ্রুত করে।
১৬। ফ্ল্যাশ মেমোরি কী?
উত্তর : তথ্য বিশেষত ডকুমেন্ট, পাঠযোগ্য ও লিখিত তথ্য সংরক্ষণকারী মেমোরি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি।
১৭। সোয়াপিং কি?
উঃ সুপার ভাইজার প্রোগ্রামের নিয়ন্ত্রণে সহায়ক স্মৃতি হতে কোন প্রোগ্রাম এর প্রধান স্মৃতি এনে কাজ করানোর পর সহায়ক স্মৃতিতে ফেরত পাঠানো, এই স্থানান্তর প্রক্রিয়াকে সোয়াপিং বলে।
১৮। কম্পিউটার সিস্টেম কী?
উঃ কম্পিউটার সিস্টেম হলো কতকগুলো ইন্টিগ্রেড উপাদান নিয়ে গঠিত একটি সিস্টেম যা প্রোগ্রামের লিখিত নির্দেশাবলি পালন করে।
১৯। টুইস্টেড পেয়ার ক্যাবল কী?
উঃ টুইস্টেড পেয়ার ক্যাবল হলো দুটি প্যাঁচানো ইনসুলেটেড কপার ক্যাবল দিয়ে পাকানো জোড়া তার, যার মধ্যে একটি রিসিভারের কাছে সিগন্যাল বহনে ব্যবহৃত হয় এবং অপরটি গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়।
২০। সুপার কম্পিউটার কী?
উঃ অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন বিপুল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত বড় আকৃতির কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।
২১। কম্পিউটার ভাইরাস কী?
উঃ কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
২২। ইম্প্যাক্ট (ধাক্কা) প্রিন্টার বলতে কী বুঝায়?
উঃ যে প্রিন্টারে ছাপানোর কাজ প্রিন্টার হেডের মাধ্যমে হয়ে থাকে তাকে ইম্প্যাক্ট (ধাক্কা) প্রিন্টার বলে।
২৩। তিনটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
উত্তর : তিনটি আউটপুট ডিভাইসের নাম হলো- মনিটর,প্রিন্টার ও স্পিকার।
২৪। প্রিন্টার কি?
উঃ প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল লিখিত আকারে পাওয়ার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে প্রিন্টার বলে।
২৫। ভাইরাস কি?
উঃ ভাইরাস হচ্ছে একধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। যা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের সংরক্ষিত ফাইল নষ্ট করে দেয়।
২৬। ওয়েব ব্রাউজার কী?
উত্তর : বিভিন্ন ওয়েব সাইটগুলো ঘুরে দেখার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফ্টওয়্যার ব্যবহার করে থাকেন, তাকে ওয়েব ব্রাউজার বলে।
২৭। ক্রেকার কি?
উঃ অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকার বলে।
২৮। Ethics কি?
উঃ Ethics হল ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখা যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কমপিউটার প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয় আলোচনা হয়।
২৯। VOIP বলতে কি বুঝায়?
উঃ Voice Over Internet Protocol ইন্টারন্টের মাধ্যমে টেলিযোগাযোগ তথ্য কল লেনদেনের নামই হলো VOIP যা মূলতঃ প্যাকেট নির্ভর। অর্থাৎ ইন্টারন্টের মাধ্যমে দেশে বিদেশে কম খরচের ফোন করার জনপ্রিয় প্রযুক্তিই হলো VOIP |
৩০। সিস্টেম এনালিস্ট কে?
উঃ যে ব্যক্তি সিস্টেমের সমস্যা নির্ণয় করেন এবং সমস্যা সমাধানের বিকল্প পথ উদ্ভাবন করার মাধ্যমে উন্নত সিস্টেমের পরিকল্পনা বাস্তবায়ন করেন তাকে সিস্টেম এনালিস্ট বলা হয়।
৩১। তথ্য কি?
উঃ কোনো বিশেষ উদ্দেশ্য কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে।
৩২। একাউন্টিং প্যাকেজ কী?
উঃ এ্যাকাউন্টিং প্যাকেজ হলো একাউন্টিং সফ্টওয়্যার মাধ্যমে অনেক জটিল হিসাব খুব সহজে নির্ভুলভাবে গ্রহণ এবং নিরূপণ করা যায়।
৩৩। বৈশ্বিক তথ্যব্যবস্থা কি?
উঃ সাধারণত বৈশ্বিক ব্যবসায় কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য যে তথ্য ব্যবস্থা তৈরি করা হয় তাকে বৈশ্বিক তথ্য ব্যবস্থা বলে।
৩৪। পাবলিক কী এনক্রিপশন (Public-Key Encryption) বলতে কী বুঝায়?
উঃ ডেটা প্রেরণের জন্য প্রেরক স্থানে ডেটা এনক্রিপ্ট করার এক ধরনের কী ব্যবহার করা হয়, আবার প্রাপক স্থানে ডেটা ডিক্রিপ্ট করার জন্য অন্য ধরনের কী ব্যবহার করা হয়।
৩৫। কুয়েরী কী?
উঃ কোনো ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণে ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো ডেটাকে অত্যন্ত দ্রুত এবং খুব সহজ উপায়ে খুঁজে বের করার কার্যকরী ব্যবস্থাকে কয়েরি বলে।
৩৬। ডেটা কমিউনিকেশন কী?
উঃ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদান বা তথ্য বিনিয়মকে বলা হয় ডেটা কমিউনিকেশন।
৩৭। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলতে কী বুঝ?
উঃ স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রোগ্রামের স্টেডমেন্টগুলো ভিন্ন ভিন্ন প্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
৩৮। অ্যালগরিদম কী?
উঃ কোন সমস্যা সমাধানের জন্য কোন প্রোগ্রাম লেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় অংশ হচ্ছে অ্যালগরিদম।
৩৯। কম্পিউটার বাস কি?
উঃ কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে।
৪০। মেশিন ভাষা কি?
উঃ কম্পিউটারের ১ম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষা বলে।
৪১। প্রোগ্রামের ভাষা কী?
উঃ কম্পিউটারের সাহায্যে কোন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট নিয়মে কম্পিউটারে প্রদত্ত সুসজ্জিত কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামের ভাষা বলা হয়।
৪২। অ্যাসেম্বলি ভাষা কী ?
উঃ বিভিন্ন ধরনের সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে।
৪৩। নিয়ন্ত্রণ কী?
উঃ যে প্রক্রিয়ায় কন্ট্রোল সিগন্যাল কম্পিউটারের ক্লক, সিগন্যালের সাথে সমন্বয় করে মাইক্রোপ্রসেসরকে তার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করে থাকে তাকে নিয়ন্ত্রণ বা কম্পিউটার নিয়ন্ত্রণ বলে।
৪৪। সিস্টেম ইউনিট কী?
উঃ কম্পিউটার সিস্টেমে কতগুলো ইন্টিগ্রেটেড উপাদান যেমন ইনপুট/আউটপুট যন্ত্রপাতি, মেমোরি, সিপিইউ ইত্যাদি নিয়ে গঠিত যা প্রোগ্রামের লিখিত নির্দেশাবলী পালন করে। উদ্দেশ্য সাধনে এ সকল উপাদান সমূহের সমন্বয়ে গঠিত ইউনিটকে সিস্টেম ইউনিট বলে।
৪৫। চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য
উঃ চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। MS-DOS, PC-DOS, UNIX, LINUX ইত্যাদি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। পক্ষান্তরে, বর্ণভিত্তিক কমান্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। WINDOWS95, WINDOWS98, OS/2 WINDOWS NI ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কম্পিউটারের বৈশিষ্ট্যাবলি সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
২। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ ও প্রতিকারের উপায় লিখ। ১০০%
৪। স্ক্যানার-এর কাজ বর্ণনা কর। ১০০%
৫। এন্টিভাইরাস কী? কতগুলো এন্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখ। ১০০%
৬। LAN ও WAN সম্পর্কে আলোচনা কর। ১০০%
৭। ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া কী? গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ার ব্যবহার লিখ। ১০০%
৯। Virtual মেমোরি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
১০। বর্তমান প্রজন্মের সফট্ওয়্যার এর কয়েকটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১১। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ লিখ। ৯৯%
১২। ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩।ওয়াই-ফাই ও ওয়াই-ম্যাক্সের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ৯৯%
১৪। সফট্ওয়্যার পাইরেসি বন্ধের জন্য করণীয় কী? ব্যাখ্যা কর। ৯৯%
১৫। হ্যাকিং প্রতিরোধের উপায়সমূহ কী কী? বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। কম্পিউটারের সংগঠন বর্ণনা কর। আধুনিক কম্পিউটারের মৌলিক আর্কিটেকচার বর্ণনা কর। ১০০%
২। হার্ডডিস্ক কী? হার্ডডিস্ক-এর বৈশিষ্ট্য বর্ণনা কর। হার্ডডিস্ক ও ফ্লপিডিস্কের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। ভারচুয়াল স্টোরেজ বলতে কী বুঝায়? সেগমেন্টেশন ও পেজিং প্রক্রিয়া বর্ণনা কর। কম্পিউটার সিস্টেম কী? কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো বর্ণনা কর। ১০০%
৪। ইন্টারনেট মার্কেটিং কী? ইন্টারনেট মার্কেটিংয়ের উপায়সমূহ বর্ণনা কর। ১০০%
৫। ডিসিশন সাপোর্ট সিস্টেম কী? কেন ব্যবহার করা হয়? বাংলাদেশে ব্যবসার উন্নয়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব আলোচনা কর। ১০০%
৬। সফটয়্যার প্রাইভেসি কি? সফটয়্যার প্রাইভেসি কিভাবে কর করে? ব্যাখ্যা কর। ১০০%
৭। GIT কি? GIT-এর চ্যালেঞ্জসমূহ কি কি? GIT-এর সুবিধাসমূহ বর্ণনা কর। ১০০%
৮। তথ্য প্রযুক্তি কী? সমাজে তথ্য প্রযুক্তির প্রভাব আলোচনা কর। ১০০%
৯। তথ্য ব্যবসায়ে কম্পিউটারের ভূমিকা আলোচনা কর। তথ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা কর। ৯৯%
১০। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংজ্ঞা দাও। সিস্টেম সফটওয়্যার ও এ্যাপ্লিকেশন সফটওয়্যার এর পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১১। নেটওয়ার্ক টপোলজি কী? বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।অপারেটিং সিস্টেম এর কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১২। ফাইল কী? মাস্টার ফাইল ও লেনদেন ফাইল এর মধ্যে পার্থক্য আলোচনা কর। বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১৩। কম্পিউটারের কাজ কি? তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায়? বৈশিষ্ট্যসহ বিভিন্ন প্রজন্মের কম্পিউটার নিয়ে সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
Leave a Reply