ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কনস্টান্টিনোপল কোথায়?
উঃ তুরস্কে।
২। সেন্ট পিটার কে ছিলেন?
উঃ সেন্ট পিটার ছিলেন যিশু খ্রিস্টের ১২ জন অনুসারীর অন্যতম। একজন ।
৩। প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?
উঃ প্রাদেশিক চার্চের প্রধান ছিলেন আর্চ বিশপ (Arch Bishop)।
৪। “দি সিটি অব গড” গ্রন্থের লেখক কে?
উঃ ‘The City of God’ গ্রন্থের লেখক সেন্ট অগাস্টিন।
৫। ম্যানরের আদালত পরিচালনা করতেন কে?
উঃ ম্যানরের আদালত পরিচালনা করতেন স্টুয়ার্ড।
৬। রোমান ভিলা’ কী?
উঃ রোমান ভিলা ছিল ম্যানর প্রথার উৎস।
৭। নাইট কাদেরকে বলা হয়?
উঃ শিভ্যালরি নামক সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের নাইট বলা হয়।
৮। খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু কে?
উঃ খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু হচ্ছেন পোপ।
৯। মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠনের নাম কী?
উঃ মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠন ছিল গিল্ড।
১০। সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে কোথায় ? উঃ সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে ইতালীতে।
১১। ‘Third Estate’ বলতে কী বুঝায়?
উঃ দেশের সুশীল সমাজের প্রতিনীতিদের Third Estate বলে ।
১২। কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?
উঃ প্যারিস বিশ্ববিদ্যালয়।
১৩। চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠে?
উঃ স্যালারনো বিশ্ববিদ্যালয় চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেয়ার জন্য গড়ে উঠে ।
১৪। মধ্যযুগের সময়কাল উল্লেখ কর।
উঃ মধ্যযুগের সময়কাল হচ্ছে ৪৭৬-১৪৫৩ খ্রিস্টাব্দ।
১৫। মধ্যযুগ শুরু হয় কোন সাম্রাজ্য পতনের মাধ্যমে?
উঃ রোমান সাম্রাজ্য পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়।
১৬। যিশুখ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ফিলিস্তিনের বেথেলহামে ।
১৭। বাইবেল কয়ভাগে বিভক্ত?
উঃ বাইবেল দুই ভাগে বিভক্ত।
১৮। খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি কি?
উঃ পোপ।
১৯। কনস্টান্টাইন কে ছিলেন?
উঃ কনস্টান্টাইন রোমান সম্রাট ছিলেন।
২০। কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
উঃ কনস্টান্টাইন।
২১। সর্বশেষ রোমান সম্রাট কে ছিলেন?
উঃ রোমিউলাস অগাস্টুলাস.
২২। Feudum শব্দের অর্থ কী?
উত্তর: ক্ষুদ্র জমি।
২৩। সার্ফ কাদেরকে বলা হতো?
উঃ ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো ।
২৪। ডিলেইন কি?
উঃ সামন্ত প্রভুর নিয়ন্ত্রণাধীন সমুদয় ভূসম্পত্তিকে ভিলেইন বলা হতো।
২৫। টাইথ” কি?
উঃ “টাইথ” একপ্রকার ধর্মীয় কর।
২৬। সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?
উঃ সামন্ত প্রথার চারনভূমি নামে খ্যাত ফ্রান্স।
২৭। ভ্যাসাল কারা?
উত্তর: লর্ডের নিকট থেকে জমি গ্রহণকারী ছোট জমিদার বা কৃষককে ভ্যাসাল বলা হতো।
২৮। ‘হোমেজ’ বলতে কি বুঝায়?
উঃ লর্ডের নিকট আনুগত্য প্রকাশের মাধ্যমে জমি প্রাপ্তির অনুষ্ঠানকে বলা হতো হোমেজ ( Homage).
২৯। কর্ত্তি কি?
উঃ কর্ডি এমন একটি ব্যবস্থা, যেখানে কৃষকগণ নানাবিধ কর প্রদান ছাড়াও লর্ডের নির্দেশ ও চাহিদামত বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য হতো।
৩০। ম্যানর কি?
উঃ রোম সাম্রাজ্য পতনের পর দাস ভিত্তিক অর্থনীতি ভেঙ্গে পড়লে গ্রামভিত্তিক যে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাই ম্যানর প্রথা হিসেবে পরিচিত।
৩১। ম্যানরের প্রধান প্রশাসক কে ছিলেন?
উঃ ম্যানরের প্রধান প্রশাসক ছিলেন লর্ড।
৩২। ম্যানর প্রথায় ফিফ কী?
উঃ ম্যানর প্রথায় প্রভু বা লর্ড এর নিকট থেকে বেতনের পরিবর্তে প্রাপ্ত জমি।
৩৩। শিভ্যালরী শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ শিভ্যালরী শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ শব্দ Cheval থেকে ।
৩৪। Cheval শব্দের অর্থ কী?
উঃ ঘোড়া।
৩৫। কোন প্রথাকে সামস্ত প্রথার পুষ্প বলা হয়।
উঃ শিভ্যালরী প্রথাকে ।
৩৬। নাইটদের কর্তব্য কি ছিল?
উঃ নাইটদের কর্তব্য ছিল সামন্ত প্রভুদের নিরাপত্ত রক্ষা করা ও যুদ্ধ করা।
৩৭। নাইটদের টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণ করতেন কে?
উঃ অভিজাত মহিলা দ্বারা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হতো।
৩৮। মঠতন্ত্র কি?
উঃ মঠতন্ত হচ্ছে ধর্ম কেন্দ্রিক জীবন দর্শন.
৩৯। পোপ’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে।
উঃ গ্রিক শব্দ Papa থেকে।
৪০। পোপ’ শব্দের অর্থ কি?
উঃ ধর্মযাজক।
৪১। প্যাট্রোসিনিয়াম প্রথা কি?
উঃ প্যাট্রোসিনিয়াম এমন একটি রোমান প্রথা যেখানে ভূমিহীন কৃষকরা প্রতিবেশী শক্তিশালী ভূ-স্বামীদের তাবেদার মানুষে পরিনত হয়ে নিরাপত্তা লাভ করে এবং নিরাপত্তার বিনিময়ে তারা ভূ-স্বামীদের সেবা করে।
৪২। ইন্ডালজেন্স কি?
উঃ মুক্তিপত্র ।
৪৩। সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত।
উঃ সেন্ট পিটার গির্জা রোনে অবস্থিত।
৪৪। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল।
উঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পোপ তন্ত্র বলতে কী বুঝ? ১০০%
২। খ্রিস্টধর্মের ‘ত্রিত্ববাদ’ বলতে কী বুঝ? ১০০%
৩। হেনসিয়াটিক লীগ সম্পর্কে লিখ। ১০০%
৪। “প্যারিস বিশ্ববিদ্যালয়” সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৫। মধ্যযুগে ইউরোপে শহর উদ্ভবের কারণ কী ছিল? ১০০%
৬। শিভ্যালরী প্রথায় নাইটদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ১০০%
৭। মধ্যযুগে মঠের গুরুত্ব কী ছিল? ১০০%
৮। মধ্যযুগকে ধর্মীয় ভাবাপন্ন যুগ বলা হয় কেন? ১০০%
৯। মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক অবস্থা কেমন ছিল? ১০০%
১০। পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ৯৯%
১১। ম্যানর কি? ম্যানর প্রশাসন সম্পর্কে বর্ণনা কর। ৯৯%
১২। খ্রিস্টধর্ম বিস্তারের কারণগুলো লিখ। ৯৯%
১৩। সামন্ততন্ত্র কি? এর বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ। ৯৯%
১৪। খ্রিস্টধর্মের প্রসারে মঠসমূহের ভূমিকা কি ছিল? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মধ্যযুগ কি? মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
২। সামন্ততন্ত্র কি? সামন্তবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
৩। ম্যানর প্রথা কী? ম্যানর প্রথার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৪। মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যকার সংঘাতের বিবরণ দাও। ১০০%
৫। পবিত্র রোমান সাম্রাজ্য পতনের কারণগুলো লেখ। ১০০%
৬। মধ্যযুগে ইউরোপে শহরগুলোর গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। মধ্যযুগে কীভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে? ১০০%
৮। মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর। ১০০%
৯। মধ্যযুগে সন্ন্যাসবাদের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১০। মধ্যযুগে অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় চর্চার ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%
১১। যীশুখ্রিষ্টের জীবন ও কর্মের বিবরণ দাও। ৯৯%
১২। নাইটতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১৩। মধ্যযুগে ইউরোপীয় সমাজব্যবস্থায় মঠপ্রথার প্রভাব বর্ণনা কর। ৯৯%
১৪। শিভ্যালরী প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ৯৯%
Leave a Reply