ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?
উঃ বাংলার প্রথম সুবাদার ছিলেন ইসলাম খান।
২। রিয়াজ-উস-সালাতিনের রচয়িতা কে?
উঃ গোলাম হোসেন সলিম।
৩। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তর: লক্ষ্মণসেন ।
৪। বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি কে ?
উঃ বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি।
৫। বাংলার মুসলিম শাসনের সূচনা হয় কোন শতকে?
উঃ তেরো শতকে।
৬। বাংলায় বলবনি বংশের প্রথম শাসক কে ছিলেন?
উঃ সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র বুঘরা খান।
৭। সুলতানি বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গড়ে তোলেন?
উঃ সুলতানি বাংলার গিয়াস উদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন ।
৮। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আলাউদ্দিন হোসেন শাহ।
৯। দাউদ খান বাংলার কোন বংশের শাসক ছিলেন?
উঃ কররানী বংশের।
১০। রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ ১৫৭৬ সালে।
১১। বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন কে?
উঃ বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন।
১২। ঈসা খান কে ছিলেন?
উঃ বাংলার বার ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা পরাক্রমশালী জমিদার ঈসা খান। তার নেতৃত্বে বাংলার বার ভূঁইয়াগণ সম্রাট আকবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
১৩। পরী বিবির পিতার নাম কী?
উঃ শায়েস্তা খান।
১৪। তাবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘তবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা মিনহাण-ই- উস উদ্দিন সিরাজ।
১৫। ভুলুয়ার বর্তমান নাম কি?
উঃ নোয়াখালী।
১৬। “গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ” -এটি বাংলার কোন যুগের চিত্র ছিল?
উঃ বাংলার মধ্যযুগের চিত্র ছিল।
১৭। বলগাকপুর শব্দের অর্থ কি?
উঃ বিদ্রোহের দেশ।
১৮। “বাহারিস্তান-ই-গায়েবী” গ্রন্থের রচয়িতা কে?
উঃ মির্জা নাথান ।
১৯। বখতিয়ার খলজি কে ছিলেন?
উত্তর: আফগানিস্তানের তুর্কি সেনাপতি।
২০। কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ পারস্যের।
২১। আলী মর্দান খলজি কে ছিলেন?
উঃ আলী মর্দান খলজি বখতিয়ার খলজির একজন বিখ্যাত সহচর ছিলেন।
২২। মামলুক’ অর্থ কি?
উঃ দাস।
২৩। মালিক-উস-সার্ক’ কার উপাধি?
উঃ বাংলার মামলুক শাসক নাসিরউদ্দিন মাহমুদের উপাধি ছিল।
২৪। মালিক-উস-সার্ক অর্থ কি?
উঃ পূর্বাঞ্চলের অধিপতি ।
২৫। ঐতিহাসিক বারাণীর মতে বিখ্যাত নারকিলা দুর্গ কে নির্মাণ করেন?
উঃ নারকিলা দূর্গ নির্মাণ করেন তুঘরল খান।
২৬। বাংলার কোন শাসকের আমলে ইবনে বতুতা বাংলায় আসেন?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে।
২৭। ইবনে বতুতা কখন বাংলাদেশে আসেন?
উঃ ইবনে বতুতা ১৩৪৫-৪৬ সালে বাংলাদেশে আসেন।
২৮। শাহ-ই-বাঙ্গালা’ উপাধিতে ভূষিত করা হয় কাকে?
উত্তর: সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে।
২৯। পাণ্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন কে?
উঃ সুলতান সিকান্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন।
৩০। মা-ছয়ান’ কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: মাহুয়ান চীন দেশের অধিবাসী ছিলেন।
৩১। বাংলার হাবশি শাসনের প্রথম সুলতান কে?
উঃ বরবক শাহ (১৪৮৭ সাল)
৩২। রাজা গণেশ কি উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ রাজা গণেশ দনুজমর্দনদের ও চন্ডীচরণ পরায়ণ উপাধি গ্রহণ করেছিলেন।
৩৩। দনুজমর্দনদেব’ কার উপাধি ছিল?
উঃ রাজা গণেশের।
৩৪। লাইলী মজনু’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ দৌলত উজির বাহরাম খান।
৩৫। বৈষ্ণববাদের প্রবর্তক কে?
উঃ শ্রী চৈতন্য।
৩৬। হোসেন শাহি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
উঃ গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
৩৭। বাংলায় কে শূর বংশীয় আফগান শাসন প্রতিষ্ঠা করেন?
উঃ শের খান শূর।
৩৮। কবুলিয়ত ও পাটা প্রথা কে প্রবর্তন করেন?
উঃ “কবুলিয়ত” ও পাট্টা প্রথার প্রচলন করেন শেরশাহ।
৩৯। দাম’ কি?
উঃ দাম হলো এক প্রকার তাম্র মুদ্রা।
৪০। কররানী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শেরশাহের অন্যতম অমাত্য তাজ খান কররানী।
৪১। দাউদ খান কে ছিলেন?
উঃ বাংলায় কররানী বংশের শেষ স্বাধীন সুলতান ছিলেন ।
৪২। তুকারাই যুদ্ধ কত সালে সংঘটিত হয়।
উত্তর: তুকারাই যুদ্ধ ১৫৭৫ সালের মার্চ মাসে সংঘটিত হয়।
৪৩। বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল?
উঃ বৃহত্তর ময়মনসিংহ।
৪৪। বর্গী কাদের বলা হত?
উঃ বাঙালিরা মারাঠা সৈনিকদেরকে বর্গী বলত। মারাঠা বাহিনীতে নিম্নশ্রেণির যেই সকল সৈন্যদের অশ্ব ও অস্ত্র মারাঠা সরকার দিতেন তাদের নাম ছিল বর্গী।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘বার’ ভূইয়া কারা? ১০০%
২। ‘অন্ধকূপ হত্যা’ সম্বন্ধে ধারণা দাও। ১০০%
৩। সংক্ষেপে সাতগাঁওয়ের বিবরণ দাও। ১০০%
৪। সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। ১০০%
৫। রাজা লক্ষ্মণ সেনের, রাজা গনেশ পরিচয় দাও। ১০০%
৬। ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৭। গিয়াসউদ্দিন আজমশাহের সহিত কবি হাফিজের সম্পর্ক উল্লেখ কর। ১০০%
৮। বাংলায় ইসলাম প্রসারে নূর-কুতুব-উল-আলম-এর ভূমিকা লিখ। ১০০%
অথবা, নূর কুতব উল আলম কে ছিলেন? ৯৯%
৯। লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হন? ১০০%
১০। পরিচয় দাও : ইবনে বতুতা, বখতিয়ার খলজী, আলী মুবারক। ৯৯%
১১। সুবাদার ইসলাম খান ও শায়েস্তা খানের পরিচয় দাও। ৯৯%
১২। মালজমিনী ব্যবস্থা সম্পর্কে লিখ। ৯৯%
১৩। শ্রী চৈতন্যের ধর্মমত সম্পর্কে লিখ। ৯৯%
১৪। হাবসি কারা? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মধ্যযুগীয় বাংলার ইতিহাসের উৎসসমূহ পর্যালোচনা কর। ১০০%
২। মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা কর। ১০০%
৩। গিয়াস উদ্দীন আজম শাহের রাজত্বকাল বর্ণনা কর। ১০০%
৪। বাংলার ইতিহাসে কররানী আফগানদের ভূমিকা পর্যালোচনা কর। ১০০%
৫। মুর্শীদকুলী খানের রাজস্ব সংস্কার বিশ্লেষণ কর। ১০০%
৬। বাংলায় একটি স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দীন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৭। সুলতান শাসসুদ্দীন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৮। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বাংলার হোসেন শাহি সুলতানদের অবদান বর্ণনা কর। ১০০%
৯। সুবাদার মীর জুমলার আসাম ও কুচবিহার বিজয়ের বর্ণনা দাও। ৯৯%
১০। মা-হুয়ানের বিবরণ অনুযায়ী বাংলার আর্থসামাজিক অবস্থার একটি বর্ণনা কর। ৯৯%
১১। বারো ভুঁইয়া কারা? বারো ভুঁইয়া নেতা ঈসা খার সংগ্রামের ইতিহাস বর্ণনা কর। ৯৯%
১২। সোনারগাঁওয়ের স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১৩। পলাসী যুদ্ধের কারণ, ফলাফল ও পটভূমি বিশ্লেষণ কর। ৯৮%
Leave a Reply