ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি কি?
উঃ যে পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অনুসন্ধান একাধিক দৃষ্টান্তের সকল ক্ষেত্রেই একটি পূর্বগের উপস্থিতিতে একটি অনুগের উপস্থিতি এবং একই পূর্বগের অনুপস্থিতিতে একই অনুগের অনুপস্থিতি লক্ষ্য করে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য মনে করা হয় তাকে যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি বলে।
২। A system of Logic’-গ্রন্থের লেখক কে?
উঃ ‘A system of Logic’ বইটির লেখক জে. এস. মিল।
৩। একটি যুক্তি সত্য, না বৈধ হয়?
উঃ একটি যুক্তি বৈধ হয়।
৪। ‘T’ বচনের একটি উদাহরণ দাও।
উত্তর: বচনের একটি উদাহরণ হলো- “কিছু মানুষ হয় শিক্ষিত”।
৫। চক্রক সংজ্ঞা অনুপপত্তির একটি উদাহরণ দাও।
উঃ চক্রক সংজ্ঞা অনুপপত্তির একটি উদাহরণ : “বিদ্যালয় হলো বিদ্যার আলয়”।
৬। কপির পুরো নাম কী?
উঃ কপির পুরো নাম আরভিং মারমার কপি।
৭। হেতুবাক্যের অপর নাম কী?
উঃ হেতুবাক্যের অপর নাম আশ্রয়বাক্য ।
৮। সিদ্ধান্তের কোন পদকে পক্ষপদ বলে?
উঃ সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে পক্ষপদ বলে।
৯। আরোহমূলক লক্ষ কোন ধরনের আরোহে থাকে?
উঃ প্রকৃত আরোহে।
১০। সংশ্লেষক বচনের একটি উদাহরণ দাও। উঃ সংশ্লেষক বচনের একটি উদাহরণ : সকল কুমারী হয় অবিবাহিত।
১১। এরিস্টটলের সহানুমানের মূলনীতিটি কি?
উঃ এরিস্টটলের মতে, সহানুমান বা ন্যায় অনুমান। হলো এমন একটি পদ্ধতি যেখানে দুটি সত্যের বিচারের ভিত্তিতে তৃতীয়ত কোনো সত্য অনুমান করা হয়।
১২। আলো হলো অন্ধকারের বিপরীত”-কপির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা?
উঃ চক্রক সংজ্ঞা।
১৩। কপির মতে অ-আকারগত অনুপপত্তি কয় প্রকার?
উঃ কপির মতে অ-আকারগত অনুপপত্তি দুই প্রকার।
১৪। যুক্তিবিদ্যা কাকে বলে?
উঃ যে শাস্ত্র বা বিদ্যা বৈধ ন্যায় থেকে অবৈধ ন্যায়ের পার্থক্য নির্দেশ করার পদ্ধতি ও নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে।
১৫। যুক্তিবিদ্যার জনক কে?
উঃ যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটল।
১৬। ব্যক্তৰ্থ কী?
উঃ পরিমাণগত দিক থেকে একটি পদ যেসব বস্তু বা ব্যক্তির উপর আরোপিত হয়, সেসব বস্তু বা ব্যক্তির সমষ্টিকে পদটির ব্যক্তৰ্থ বলে ।
১৭। একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে?
উঃ তিনটি অংশ থাকে। যথা- ১. উদ্দেশ্য, ২. বিধেয় ও ৩. সংযোজক ।
১৮। অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি কাকে বলে?
উঃ যে যুক্তির আশ্রয় বাক্যে ও সিদ্ধান্ত সত্য তাকে অভ্রান্ত বা বিশুদ্ধ যুক্তি বলে ।
১৯। সত্যতা কী?
উঃ যখন আমাদের চিন্তা বা ধারণা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় তখন তাকে সত্য বা সত্যতা বলে ।
২০। পদ কি?
উঃ কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে যে শব্দ বা শব্দসমষ্টি ব্যবহার হয়েছে বা হতে পারে তাকে পদ বলে।
২১। বৈধতা কী?
উঃ বৈধতা হচ্ছে নিয়মসঙ্গত হওয়া। অর্থাৎ আশ্রয়বচন থেকে সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী নিঃসৃত হওয়া। বৈধতা হচ্ছে অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য।
২২। সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
উঃ সত্যতা এবং বৈধতা যুক্তি ক্ষেত্রে প্রযোজ্য।
২৩। ভাষা কাকে বলে?
উঃ মানুষ তার মনের ভাবকে অন্যের কাছে প্রকাশ করার জন্য বাক প্রত্যঙ্গের সাহায্যে অপরের বোধগম্য যে সব ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে থাকে তাকে ভাষা বলে।
২৪। অনুপপত্তি কাকে বলে?
উঃ যুক্তিবিন্যাস বাহ্য দৃষ্টিতে বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপপত্তি বলে।
২৫। সাধারণভাবে অনুপপত্তি কয় প্রকার? ও কি কি?
উঃ সাধারণভাবে অনুপপত্তি দুই প্রকার। যথ: রূপগত অনুপপত্তি ও ২. প্রাসঙ্গিকতার অনুপপত্তি।
২৬। ‘A’ যুক্তিবাক্যের একটি উদাহরণ দাও।
উঃ সকল দার্শনিক হন জ্ঞানী।
২৭। যৌক্তিক সংজ্ঞা কি?
উঃ কোন পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা নামে পরিচিত।
২৮। সংজ্ঞাদানের কৌশল কত প্রকার?
উঃ দুই প্রকার ।
২৯। বচনের কয়টি অংশ থাকে এবং কি কি?
উত্তর তিনটি অংশ। যথা- (ক) উদ্দেশ্য, (খ) সংযোজক এবং (গ) বিধেয় ।
৩০। নিরপেক্ষ বচন কাকে বলে?
উত্তর:যে বচনে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হয় তাকে নিরপেক্ষ বচন বলে ।
৩১। সার্বিক বচনের প্রতীক বর্ণ কি কি?
উঃ A এবং E।
৩২। অস্তিত্বসূচক বচন কি কি?
উঃ I ও O বচন ।
৩৩। ‘A’ বচনের একটি উদাহরণ দাও।
উঃ সকল দার্শনিক হন জ্ঞানী ।
৩৪। o বচনের একটি উদাহরণ দাও।
উঃ কোনো কোনো মানুষ নয় শিক্ষিত।
৩৫। সহানুমান কাকে বলে?
উঃ যে অবরোহের মাধ্যমে অনুমান পরস্পর সম্বন্ধ যুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে সহানুমান বলে ।
৩৬। চতুষ্পদী হেত্বাভাস বা অনুপপত্তি কি?
উঃ সহানুমানে যদি তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তাকে চতুষ্পদী অনুপপত্তি বলা হয়।
৩৭। হেতুপদ কাকে বলে?
উঃ বহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্য উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্তে অনুপস্থিত থাবে তাকে হেতুপদ বলে ।
৩৮। অনুমান বা যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?
উঃ দুই ভাগে । (ক) অবরোহ যুক্তি এবং (খ) আরোহ যুক্তি ।
৩৯। পূর্ণাঙ্গ আরোহ কি?
উঃ যে আরোহ প্রক্রিয়ার প্রত্যেকটি বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ বা পরীক্ষা করে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয় তকে পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে।
৪০। নিরীক্ষণ কি?
উঃ প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করাই
নিরীক্ষণ ।
৪১। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে?
উঃ যে আরোহ পরিবেশ পরিবর্তনের দ্বারা কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সংশ্লেষক বচন স্থাপন করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে।
৪২। ভ্রান্ত নিরীক্ষণ কি?
উঃ কোনো একটি বস্তু বা ঘটনা ঠিক যেভাবে আছে এবং যেভাবে ঘটে সেভাবে তাকে না দেখে যদি ভুল করে অন্যভাবে দেখি তাহলে যে অনুপপত্তির উদ্ভব ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ
বলে ।
৪৩। আরোহের প্রাণ কোনটি?
উঃ আরোহমূলক লম্ফ ।
৪৪। জে.এস. মিলের মতে পরীক্ষণমূলক পদ্ধতিগুলি কি কি?
উঃ (ক) অন্বয়ী পদ্ধতি, (খ) ব্যতিরেকী পদ্ধতি, (গ) যৌথ অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতি, (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি ও (ঘ) পরিবেশ পদ্ধতি।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চক্রক দোষ বলতে কী বুঝ? ১০০%
২। বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নিরূপণ কর। ১০০%
৩। ভাষায় আবেগময় শব্দের ভূমিকা কী? ১০০%
৪। প্রকৃতির ঐক্যনীতি ব্যাখ্যা কর। ১০০%
৫। পদের ব্যাপত্যা কি? পদের ব্যাপত্যার নিয়মগুলো লেখ। ১০০%
৬। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কর। ১০০%
৭। বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও দৃষ্টান্ত দাও। ১০০%
৮। সত্যতা ও বৈধতার পার্থক্য নিরুপণ কর। ১০০%
৯। সহানুমান কি? সহানুমানের মধ্যপদের কাজ কি? ১০০%
১০। সংজ্ঞা কী? সংজ্ঞার বৈশিষ্ট্য লিখ। ১০০%
১১। মৌলিক সংজ্ঞার উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ৯৯%
১২। দ্ব্যর্থকতার অনুপপত্তি কী? ব্যাখ্যা কর। ৯৯%
১৩। আবেগময় নিরপেক্ষ ভাষা বলতে কী বুঝায়? ৯৯%
১৪। যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য কর। ৯৯%
১৫। ‘সব যুক্তিই চিন্তন, কিন্তু সব চিত্তন যুক্তি নয়’-লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আই.এম কপির মতানুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। ১০০%
২। সংজ্ঞা কি? কপি অনুসারে পাঁচ প্রকার সংজ্ঞা আলোচনা কর। ১০০%
অথবা, সংজ্ঞা বলতে কি বুঝ? সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
৩। উদাহরণসহ প্রাসঙ্গিকতার অনুপপত্তির যেকোনো পাঁচটি ধরন আলোচনা কর। ১০০%
৪। সহানুমানের গঠনপ্রনালী উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৫। আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য কর। ১০০%
৬। জে.এস. মিলের পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো কী কী? এ প্রসঙ্গে অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
৭। ভেনচিত্রের মাধ্যমে কীভাবে সহানুমানের বৈধতা পরীক্ষা করা হয়? উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৮। ভাষা কি? ভাষার প্রকৃতি আলোচনা কর। ভাষার তিনটি মৌলিক কাজ ব্যাখ্যা কর। ১০০%
৯। নিরপেক্ষ বচন কাকে বলে? কপি অনুসারে আদর্শিক আকারের চারটি নিরপেক্ষ বচন আলোচনা কর। ১০০%
১০। পরীক্ষণ কী? নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধাগুলো আলোচনা কর। ১০০%
১১। কপি কিভাবে যুক্তিবিদ্যার প্রচলিত সংজ্ঞাগুলোর সমালোচনা করেন? বিস্তারিত আলোচনা কর। ৯৯%
১২। পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা কর। কপি কিভাবে এ পদ্ধতির সমালোচনা করেন? ৯৯%
Leave a Reply