অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় ধর্মের সমাজবিজ্ঞান: ২৩২০০৫

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
৯৯% কমন ইনশাআল্লাহ।।
১। পূর্ণরূপ লিখ-
২। মায়াবিদ্যা কী?
উঃ মায়াবিদ্যা হচ্ছে এক ধরনের ডাইনী বিদ্যা যা রোগের নিরাময় যেমন করতে পারে তেমনি তার কারণও হয়ে দেখা দিতে পারে। সাধারণত পুরুষ কিংবা নারী যাদুকররা এ ধরনের মায়াবিদ্যা চর্চা করে থাকে।
৩। চার্চ কী?
উঃ চার্চ হলো খ্রিস্টিয়ান্ ধর্মীয় প্রশাসনিক সংস্থা।
৪। যাদুবিদ্যা কী?
উঃ Magic হচ্ছে অতিপ্রাকৃত শক্তিকে বশে আনার চেষ্টা করা। এটি হচ্ছে একটি ভ্রান্ত নির্দেশিকা ও ভ্রান্ত বিজ্ঞান তথ্য নিস্ফল কৌশল।
৫। ‘Religion’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
উঃ Religion শব্দটি ল্যাটিন শব্দ Religions থেকে এসেছে।
৬। টোটেম কী?
উঃ টোটেম হলো এমন এক শ্রেণির বস্তু বিশেষ, যাকে একজন বর্বর কুসংস্কার বলে সম্মান প্রদর্শন করে। সে বিশ্বাস করে যে, সে ও তার গোত্রের সকল সদস্যদের সাথে তার টোটেমের বিশেষ অন্তরঙ্গ সম্পর্ক বিদ্যমান।
৭। ইরানে ইসলামী বিপ্লব হয় কত সালে?
উঃ ১৯৭৭-১৯৭৯ সালে।
৮। ‘The Protestant Ethics and the Spirit of Capitalism’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘The Protestant Ethics and the Spirit of Capitalism’ গ্রন্থের লেখক হলো- Max Weber. (ম্যাক্স ওয়েবার)।
৯। আচার-অনুষ্ঠান কী?
উঃ পবিত্রতা এবং অপবিত্রতার ধারণার উপর ভিত্তি করে প্রতিটি ধর্ম কতকগুলো কার্যরীতি ও ধর্মীয় আচরণের প্রচলন করে তা হলো Ritual।
১০। ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উঃ হাজী মুহাম্মদ শরীয়ত উল্লাহ।
১১। মহাপ্রাণবাদ কী?
উঃ ব্রিটিশ নৃ-বিজ্ঞানী ম্যারেট তাঁর The threshold of Religion গ্রন্থে ধর্মের উৎপত্তির যে তত্ত্ব দিয়েছেন তা মহাপ্রাণবাদ নামে পরিচিত।
১২। একেশ্বরবাদ কী?
উঃ একেশ্বরবাদ হলো একক কোনো ঈশ্বর সত্ত্বায় বিশ্বাস করা বা একক দেবদেবীকে পূঁজা করা বুঝায়।
১৩। পোপতন্ত্র কি?
উঃ পোপতন্ত্র হচ্ছে পোপের কর্মসংস্থানের নাম।
১৪। “The Golden Bough” গ্রন্থের লেখক কে?
উঃ J.G. Frazer.
১৫। ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ?
উঃ বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ।
১৬। ডাকিনীবিদ্যা কি?
উঃ ডাকিনীবিদ্যা হচ্ছে অতিঙ্গাকৃত শক্তির সাহয্যে মানুষের ক্ষতি করার প্রচেষ্টাজনিত অভ্যাস যা কোনো ইন্দিয় গ্রাহ্য বস্তুর সাহায্য ছাড়াই কেবলমাত্র আবেগ ও চিন্তার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
১৭। ব্রাহ্ম সমাজ কি?
উঃ বর্ণ ভেদ ও জাতি ভেদ প্রথায় জর্জরিত কুসংস্কারাছন্ন হিন্দু সমাজের সংস্কার সাধনের লক্ষ্যে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে উদার ও বুদ্ধিসম্পন্ন হিন্দুদের সমন্বয়ে নতুন ধর্মমত ও পথের সন্ধানে গঠিত সংস্কারধর্মী প্রতিষ্ঠানই ইতিহাসে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত।
১৮। ট্যাবু কাকে বলে?
উঃ ট্যাবু হচ্ছে সাধারণ মানুষের জন্য কিছু পবিত্র বিধিনিষেধ এবং অতি প্রাকৃতিক বিধিনিষেধই এই নিষেধাজ্ঞা বলবৎ করে।
১৯। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা রামমোহন রায়।
২০। Rites of passage পদটি কে ব্যবহার করেন?
উঃ ১৯০৯ সালে ভ্যান গেনেপ (Van Gennep) ক্রান্তিকাল পর্বে ‘Rites of Passage’ পদটি ব্যবহার করেন।
২১। জাতিবর্ণের ভিত্তি কি?
উঃ জন্ম ভিত্তিক বা বংশানুক্রমিকতা।
২২। প্রত্যাদেশপ্রাপ্ত ধর্ম কী?
উঃ যে ধর্ম আল্লাহর কাছ থেকে ফেরেস্তা জিব্রাইল (আ.) এর মাধ্যমে তাঁর মনোনীত নবী (স.) এর নিকট প্রেরিত হয়েছে তাকে প্রত্যাদেশপ্রাপ্ত ধর্ম বলে।
২৩। ধর্মের মূল উপাদান দুইটি কি কি?
উঃ বিশ্বাস ও প্রথা।
২৪। পুরোহিততন্ত্র কী?
উঃ খ্রিস্ট ধর্মের গ্রাম পর্যায়ে চার্চের নেতৃত্বদানকারী যাদের মাধ্যমে খ্রিস্টিয়ানিটি সার্বিক কর্মকাণ্ডে প্রচারিত ও প্রতিপালিত হয় তাই পুরোহিততন্ত্র
২৫। সর্বপ্রাণবাদের মূলবক্তব্য কি?
উঃ আত্মার ধারণাই মহাপ্রাণবাদের মূল বক্তব্য।
২৬। সেক্ট কাকে বলে?
উঃ সেক্ট হলো সাধারণভাবে প্রচলিত মত বিশ্বাস থেকে স্বতন্ত্র মত বিশ্বাস পোষণকারী ব্যক্তিদের সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে সেক্ট বলে।
২৭। হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কী?
উঃ বেদ।
২৮। অতি প্রাকৃত শক্তি কী?
উঃ অতি প্রাকৃত হলো এমন একটি জগৎ, যা সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর নির্ভরশীল। এটি অদৃশ্য এবং মানুষের তথা সমস্ত জিনিসের ঊর্ধ্বে অবস্থিত। এটি ধর্মীয় অনুভূতির প্রধান ভিত্তি।
২৯। ‘ধর্ম আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাস’-মন্তব্যটি কর।
উঃ ‘ধর্ম আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাস’—মন্তব্যটি ই.বি. টেইলর।
৩০। “Elementary Forms of Religious Life” গ্রন্থের লেখক কে?
উঃ নৃবিজ্ঞানী (Durkheim) ডুর্খেই এর।
৩১। কাল্ট কী?
উঃ ধর্মীয় বিশ্বাস, পুজা অর্চনা ও প্রার্থনা পদ্ধতি।
৩২। ডিনোমিনেশন কী?
উঃ ধর্মীয় সম্প্রদায় হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন একটি সংগঠিত মতবাদ যার সাথে সরকার অথবা রাষ্ট্রের সাথে কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।
৩৩। ডিনোমিনেশন কী?
উঃ ধর্মীয় সম্প্রদায় হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন একটি সংগঠিত মতবাদ যার সাথে সরকার অথবা রাষ্ট্রের সাথে কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই ৷
৩৪। মৌলবাদ কী?
উঃ খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের বাইবেলের মৌলিকত্ব বজায় রাখতে যে ধর্মীয় আন্দোলন শুরু করে তাকে মৌলিকবাদ নামে অভিহিত করা হয়।
৩৫। ধর্মীয় পুনরুত্থানবাদ কী?
উঃ ধর্মীয় পুনরুত্থানবাদ বলতে বুঝার কোনো বিশৃঙ্খল বা শোষিত সামাজিক শ্রেণি কর্তৃক পরিচালিত ধর্ম সংস্কার আন্দোলন যা প্রচলিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতি হুমকিস্বরূপ।
৩৬। বহুঈশ্বরবাদ কি?
উঃ বহু ঈশ্বরবাদ এক প্রকার বিশ্বাস যার মাধ্যমে মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড বহুবিধ দেবতা বা ঈশ্বর দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত।
৩৭। সর্বপ্রাণবাদের প্রবক্তা কে?
উঃ সামাজিক নৃবিজ্ঞানী আর.আর ম্যারেট।
৩৮। ধর্ম নিরপেক্ষতা কী?
উঃ ধর্ম নিরপেক্ষতা এমন একটি মতাদর্শ বা মানুষের সর্বোচ্চ শারীরিক, নৈতিক ও বুদ্ধি বৃত্তিক উন্নয়নে নিয়োজিত।
৩৯। ‘Sympathetic magic’ এর প্রবক্তা কে?
উঃ L.T. Hobhouse.
৪০। খেলাকত কী?
উঃ খেলাফত অর্থ প্রতিনিধিত্ব করা। মুসলিম বিশ্বের শাসনকর্তা একজন এবং তার হাতে কেন্দ্রীয় শাসন ক্ষমতা থাকে ও নারা বিশ্বের মুসলমানরা তার অধীনে থাকাকে খেলাকত বলে।
৪১। ‘Theories of Primitive Religion’ গ্রন্থটির লেখক কে?
উঃ Evans Pritchard.
৪২। বহু ঈশ্বরবাদ কী?
উঃ বহু ঈশ্বরবাদ এক প্রকার বিশ্বাস যার মাধ্যমে মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড বহুবিধ দেবতা বা ঈশ্বর দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত।
৪৩। মহাপ্রাণবাদের মূল বক্তব্য কি?
উঃ আত্মার ধারণাই মহাপ্রাণবাদের মূল বক্তব্য।
৪৪। ‘Religion, Society and the Individual’ গ্রন্থটির লেখক কে?
উঃ ইয়ংগার (Yinger)।
৪৫। ইন্দ্রজাল কী?
উঃ ইন্দ্রজাল বা মায়াবিদ্যা হচ্ছে অতিপ্রাকৃতিক ক্ষমতার মাধ্যমে কোনো ব্যক্তির উপর জাদু চর্চা করা।
৪৬। ‘পবিত্র’ কী?
উঃ পবিত্র হচ্ছে সেটি যেটিকে আলাদা করা হয় এবং যেটির প্রতি সম্মান প্রদর্শিত হয়।
৪৭। “The Threshold of Religion” গ্রন্থের লেখক কে?
উঃ নৃবিজ্ঞানী Marret.
৪৮। সংস্কৃতির নিরপেক্ষায়ণ কী?
উঃ যে সংস্কৃতিতে সাপেক্ষতা বা আপেক্ষিকতা বোধের অনুপস্থিতি থাকে তাকে সংস্কৃতির নিরপেক্ষায়ণ বলে।
৪৯। ‘মহাপ্রাণবাদ’- প্রত্যয়টি কার?
উঃ সামাজিক নৃবিজ্ঞানী আর.আর ম্যারেট-এর।
৫০। প্রোটেস্ট্যান্ট নৈতিকতাবোধের প্রবক্তা কারা?
উঃ মার্টিন লুথার, জন ক্যালভিন প্রমুখ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ধর্মে কি? ধর্মের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
২। কাল্ট কি? কাল্ট এর বৈশিষ্ট্য কী? ১০০%
৩। খেলাফত ও ফরায়েজী বলতে কী বোঝায়? ১০০%
অথবা, দেওবন্দ ও সংস্কার আন্দোলন কী?
৪। বৌদ্ধধর্মের মূলনীতি ব্যাখ্যা কর। ১০০%
৫। ধর্ম নিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ১০০%
৬। ধর্ম ও যাদুবিদ্যার পার্থক্য আলোচনা কর। ১০০%
৭। টোটেম ও ট্যাবু কী? এদের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ১০০%
৮। পুরোহিততন্ত্র ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৯। তাওবাদ, সুফিবাদ ও প্রকৃতি পূজা কী? ১০০%
১০। ধর্মীয় সম্প্রদায় বা ‘সেক্ট’ প্রত্যয়টি বুঝিয়ে লেখ। ৯৯%
১১। সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%
১২। ইসলামি রাষ্ট্রের মূলনীতিসমূহ লিখ। ৯৯%
১৩। ধর্ম একটি সামাজিক শক্তি—ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ধর্ম ও বিজ্ঞানের মধ্যে প্রধান পার্থক্যসমূহ উল্লেখ কর। ৯৮%
১৫। ডিনোমিনেশন বলতে কি বুঝায়? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ধর্মের সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। পুঁজিবাদ ও ধর্ম সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা আলোচনা কর। ১০০%
৩। ধর্ম ও আধুনিকায়নের মধ্যকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। ১০০%
৪। তৃতীয় বিশ্বের রাজনীতিতে ধর্মের প্রভাব পর্যালোচনা কর। ১০০%
৫। বাংলাদেশে ইসলাম বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর। ১০০%
৬। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে ধর্মের ভূমিকা পর্যালোচনা কর। ১০০%
৭। ধর্মের উৎপত্তি সম্পর্কে ই.বি. টেইলরের তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৮। সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন কর। ১০০%
৯। মধ্যযুগে ইউরোপে চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের কারণ আলোচনা কর। ১০০%
১০। জাতিবর্ণ প্রথা কি? জাতিবর্ণ প্রথার প্রভাব আলোচনা কর। ৯৯%
১১। পুনরুত্থান কী? সাম্প্রতিক বিশ্বে ধর্মীয় পুনরুত্থানের প্রপঞ্চটি ব্যাখ্যা কর। ৯৯%
১২। ধর্মীয় বিশ্বাস এবং আচারের সাথে লিঙ্গের সংশ্লিষ্ঠতা আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের প্রধান ধর্মানুসারীদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা কর। ৯৯%
১৪। “আদিম সমাজের ধর্ম যতটা নৃত্যের মাধ্যমে এসেছে ততটা চিন্তার মাধ্যমে আসেনি”- ব্যাখ্যা কর। ৯৮%
১৫। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে ধর্মের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*