আমি এত কঠিন কিছু বলতে চাই না৷ ইংরেজি ডেভলপ করতে চাইলে এক নিঃশ্বাসে হ্যারি পটার সিরিজের সবগুলো বই পড়ে ফেলুন। আপনাকে অন্য একটা জগতে নিয়ে যাবে। আপনি নেশায় পরে যাবেন। আর সবগুলো বই পড়ে ফেলার পর আপনার ইংরেজি বই পড়ার অভ্যাসটা গড়ে উঠবে।
তারপর একে একে সহজ আর মজার ইংরেজি গল্পগুলা পড়া শুরু করুন।
আর ডিকশনারী নিয়ে বসবেন না। আগ্রহ নষ্ট হয়ে যাবে পড়ার। আপনি পড়ে যান, দুই একটা শব্দ বুঝতে না পারলেও, পরের বাক্য আপনাকে ক্লিয়ার করে দিবে। মনে রাখবেন ইংরেজি ছবি দেখার সময়ও আমরা সব কথার অর্থ বুঝতে পারি না বা সব শব্দের অর্থ জানি না। তবে মুভির শেষে আমরা পুরো কাহিনী বুঝে ফেলি।
একবার ইংরেজি গল্পের রাজ্যে ঢুকে পরতে পারলে, আপনি যেমন অনেক মজা পাবেন তেমনি বুঝতেই পারবেন না আপনার স্কিল কিভাবে ডেভলপ হয়ে যাচ্ছে।
বাংলাদেশে আমরা যেটিকে শুধু ইংরেজি বলি, সেটি আসলে ইংরেজি নয়, ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য ও ইংরেজি একজিনিষ নয়।
ধরুন, একজন অর্থনীতিতে ভর্তি হয়েছে। যে অর্থনীতি নিয়েই পড়াশোনা করছে কিন্তু লিখতে হচ্ছে ইংরেজিতে।
তেমনি ইংরেজি সাহিত্য পড়া ছাত্র-ছাত্রীরা ইংরেজি সাহিত্য পড়ে এবং লিখতে হয় ইংরেজিতে।
তবে ইংরেজী সাহিত্য পড়া ছাত্রছাত্রীদের কাছ থেকে ভাল ব্যাকরণ আশা করেন স্যার রা।
সিজিপি এ ভাল করার জন্যঃ
১। ইংরেজীতে ভাষাগত দক্ষতা থাকতে হবে।
২। ব্যাকরণ ভাল জানতে হবে।
৩। লিখার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে।
৪। সাহিত্যের প্রতি আগ্রহ।
কিরকম কঠিনঃ
উপরের পয়েন্ট গুলো আপনার মাঝে না থাকলে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে। যদি থাকে, তাহলে আনন্দের সাথে অনার্স জীবন পার করিতে পারবেন। আপনাকে ক্ষেত্রবিশেষে পচুর পড়াশোনা করতে হবে।
আপনার সফলতা কামনা করি।
Leave a Reply